ETV Bharat / state

নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও চক্রান্ত হয়েছিল, অভিযোগ সেলিমের - মহম্মদ সেলিম

সিঙ্গুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেটা সিঙ্গুরের মানুষ ভাল করেই জানেন ৷ তিনি দাবি করেছেন যে সিঙ্গুরের থেকে রাজনৈতিক লাভ নিয়ে তৃণমূল ও মমতা সেখানকার মানুষকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ৷

md Selim
md Selim
author img

By

Published : Apr 3, 2021, 8:23 PM IST

কলকাতা, 3 এপ্রিল : নন্দীগ্রামের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবির পর বঙ্গ রাজনীতিতে হইচই পড়ে গিয়েছিল ৷ মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেছিলেন বাম নেতারা ৷ নন্দীগ্রামের পর এবার সিঙ্গুর নিয়েও চক্রান্তের তত্ত্ব প্রকাশ ক‍রলেন বাম নেতা মহম্মদ সেলিম । আজ হরিপালের জনসভায় নরেন্দ্র মোদির মুখে শোনা যায় সিঙ্গুরের নাম ৷ তারপরই চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন বাম নেতা ৷

মোদির অভিযোগ, সিঙ্গুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেটা সিঙ্গুরের মানুষ ভালই করেই জানেন ৷ তিনি দাবি করেছেন যে সিঙ্গুরের থেকে রাজনৈতিক লাভ নিয়ে তৃণমূল ও মমতা সেখানকার মানুষকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ৷ এই অভিযোগের পর আজ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএমের সদর দপ্তরে বসে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, "এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গুরের কথা বলছেন । সেখানে শিল্প হওয়ার আশ্বাস দিচ্ছেন । অসত্য ভাষণের প্রতিযোগিতা চলছে । সিঙ্গুর নিয়ে সেদিনের আন্দোলনে রাজনাথ সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের ছবি টাটকা । সিঙ্গুর আসলে দেশের পশ্চিম ভাগের শিল্পপতিদের গোষ্ঠীর চক্রান্তের শিকার । যার রাজনৈতিক লাভ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । অর্থনৈতিক লাভ হয়েছিল গুজরাতের ।"

আরও পড়ুন : সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা : মোদি

বর্ষীয়ান বাম নেতা আরও বলেন, "চৈত্রের গরম যত বাড়ছে, তৃণমূল কংগ্রেসের মুখোশ গলে পড়ছে । যেখানে বিজেমূলের ছবি স্পষ্ট হচ্ছে । আসলে বিজেপির 'বি' টিম তৃণমূল কংগ্রেস ৷ সিঙ্গুরে চারিদিকে যে-সমস্ত প্রার্থীরা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তাদের দেখলেই ছবিটা স্পষ্ট হবে । সেখানে বিজেপির স্থান নেই । আর বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার একমাত্র দল বামপন্থীরা । সংযুক্ত মোর্চা সেই লক্ষ্যে লড়াই করছে ।"

অন্য দলগুলো যখন আসন সংখ্যা নিয়ে আগাম কথা বলছে তখন সেলিম সেই পথে যেতে নারাজ । তাঁর মতে, যেখানে সারবত্তা কম সেখানেই সংখ্যার কচকচানি । তাই আগামী ছয়টি ধাপে মানুষের কথা বলে নির্বাচন জয়ের কথা ফের সেলিমের মুখে ।

কলকাতা, 3 এপ্রিল : নন্দীগ্রামের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবির পর বঙ্গ রাজনীতিতে হইচই পড়ে গিয়েছিল ৷ মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেছিলেন বাম নেতারা ৷ নন্দীগ্রামের পর এবার সিঙ্গুর নিয়েও চক্রান্তের তত্ত্ব প্রকাশ ক‍রলেন বাম নেতা মহম্মদ সেলিম । আজ হরিপালের জনসভায় নরেন্দ্র মোদির মুখে শোনা যায় সিঙ্গুরের নাম ৷ তারপরই চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন বাম নেতা ৷

মোদির অভিযোগ, সিঙ্গুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেটা সিঙ্গুরের মানুষ ভালই করেই জানেন ৷ তিনি দাবি করেছেন যে সিঙ্গুরের থেকে রাজনৈতিক লাভ নিয়ে তৃণমূল ও মমতা সেখানকার মানুষকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ৷ এই অভিযোগের পর আজ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএমের সদর দপ্তরে বসে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, "এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গুরের কথা বলছেন । সেখানে শিল্প হওয়ার আশ্বাস দিচ্ছেন । অসত্য ভাষণের প্রতিযোগিতা চলছে । সিঙ্গুর নিয়ে সেদিনের আন্দোলনে রাজনাথ সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের ছবি টাটকা । সিঙ্গুর আসলে দেশের পশ্চিম ভাগের শিল্পপতিদের গোষ্ঠীর চক্রান্তের শিকার । যার রাজনৈতিক লাভ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । অর্থনৈতিক লাভ হয়েছিল গুজরাতের ।"

আরও পড়ুন : সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা : মোদি

বর্ষীয়ান বাম নেতা আরও বলেন, "চৈত্রের গরম যত বাড়ছে, তৃণমূল কংগ্রেসের মুখোশ গলে পড়ছে । যেখানে বিজেমূলের ছবি স্পষ্ট হচ্ছে । আসলে বিজেপির 'বি' টিম তৃণমূল কংগ্রেস ৷ সিঙ্গুরে চারিদিকে যে-সমস্ত প্রার্থীরা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তাদের দেখলেই ছবিটা স্পষ্ট হবে । সেখানে বিজেপির স্থান নেই । আর বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার একমাত্র দল বামপন্থীরা । সংযুক্ত মোর্চা সেই লক্ষ্যে লড়াই করছে ।"

অন্য দলগুলো যখন আসন সংখ্যা নিয়ে আগাম কথা বলছে তখন সেলিম সেই পথে যেতে নারাজ । তাঁর মতে, যেখানে সারবত্তা কম সেখানেই সংখ্যার কচকচানি । তাই আগামী ছয়টি ধাপে মানুষের কথা বলে নির্বাচন জয়ের কথা ফের সেলিমের মুখে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.