ETV Bharat / state

অর্জুনের সভা ঘিরে উত্তেজনা বেলগাছিয়ায়, চলল গুলি

গতকাল সন্ধে নাগাদ বিজেপির সভা ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় বেলাগাছিয়ার ট্রামডিপো এলাকা ৷ তৃণমূল ও বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ ইটবৃষ্টি হয় ৷ মাথা ফাটে অর্জুন সিংয়ের দেহরক্ষীর ৷ গুলি চালানোর অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় ৷

author img

By

Published : Apr 24, 2021, 7:28 AM IST

Updated : Apr 24, 2021, 10:33 AM IST

বেলগাছিয়ায় বিজেপির সভা ঘিরে উত্তেজনা
বেলগাছিয়ায় বিজেপির সভা ঘিরে উত্তেজনা

কলকাতা, 24 এপ্রিল : বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল বেলগাছিয়ায় ৷ গতকাল সন্ধে নাগাদ বেলগাছিয়ার ট্রাম ডিপোর কাছে অর্জুন সিংয়ের সভা ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ চলে ইটবৃষ্টি ৷ এমনকি, অর্জুনের দেহরক্ষীরা শূন্যে গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় । ঘটনায় একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও গুরুতর আহত হয়েছেন । ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷


ঘটনার সূত্রপাত গতকাল সন্ধে নাগাদ ৷ বেলগাছিয়া ট্রাম ডিপোর পাশে সভার জন্য মঞ্চ তৈরি করে বিজেপি । পাশাপাশি, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের প্রার্থী শিবাজি সিংহ রায়ের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় । ওই সভায় উপস্থিত ছিলেন অর্জুন সিং ৷ বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায়ের সমর্থনে তিনি সভা করতে এসেছিলেন ৷ কিন্তু, সেইসময় হঠাৎ তাঁদের উপর কয়েকজন স্থানীয় তৃণমূল নেতৃত্ব চড়াও হয় বলে অভিযোগ ৷ তাদের দাবি, করোনার জন্য সব সভা বাতিল করা হলেও কেন বিজেপি সভা করবে । এমনকি, তারা সভা বাতিলের হুমকি দেয় বলে অভিযোগ বিজেপির ।

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসা অশোকনগরে, বোমাবাজিতে উত্তপ্ত এলাকা

এর পরই দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে শুরু করে ৷ চলে ইট বৃষ্টি ৷ মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের দেহরক্ষীর । কয়েকজন বিজেপির কর্মী আহত হয় ৷ প্রায় 45 মিনিট ধরে এই ঝামেলা চলে । অভিযোগ, এরপর অর্জুন সিংয়ের দেহরক্ষীরা শূন্যে ছয় রাউন্ড গুলি চালায় । এই ঘটনায় গুরুতর আহত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কাশিপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় ।

ঘটনায় রণক্ষেত্র চেহারা নেয় বেলগাছিয়ার ওই এলাকা ৷ যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

কলকাতা, 24 এপ্রিল : বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল বেলগাছিয়ায় ৷ গতকাল সন্ধে নাগাদ বেলগাছিয়ার ট্রাম ডিপোর কাছে অর্জুন সিংয়ের সভা ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ চলে ইটবৃষ্টি ৷ এমনকি, অর্জুনের দেহরক্ষীরা শূন্যে গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় । ঘটনায় একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও গুরুতর আহত হয়েছেন । ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷


ঘটনার সূত্রপাত গতকাল সন্ধে নাগাদ ৷ বেলগাছিয়া ট্রাম ডিপোর পাশে সভার জন্য মঞ্চ তৈরি করে বিজেপি । পাশাপাশি, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের প্রার্থী শিবাজি সিংহ রায়ের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় । ওই সভায় উপস্থিত ছিলেন অর্জুন সিং ৷ বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায়ের সমর্থনে তিনি সভা করতে এসেছিলেন ৷ কিন্তু, সেইসময় হঠাৎ তাঁদের উপর কয়েকজন স্থানীয় তৃণমূল নেতৃত্ব চড়াও হয় বলে অভিযোগ ৷ তাদের দাবি, করোনার জন্য সব সভা বাতিল করা হলেও কেন বিজেপি সভা করবে । এমনকি, তারা সভা বাতিলের হুমকি দেয় বলে অভিযোগ বিজেপির ।

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসা অশোকনগরে, বোমাবাজিতে উত্তপ্ত এলাকা

এর পরই দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে শুরু করে ৷ চলে ইট বৃষ্টি ৷ মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের দেহরক্ষীর । কয়েকজন বিজেপির কর্মী আহত হয় ৷ প্রায় 45 মিনিট ধরে এই ঝামেলা চলে । অভিযোগ, এরপর অর্জুন সিংয়ের দেহরক্ষীরা শূন্যে ছয় রাউন্ড গুলি চালায় । এই ঘটনায় গুরুতর আহত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কাশিপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় ।

ঘটনায় রণক্ষেত্র চেহারা নেয় বেলগাছিয়ার ওই এলাকা ৷ যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

Last Updated : Apr 24, 2021, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.