কলকাতা, 11 এপ্রিল : বাংলায় আসছেন রাহুল গান্ধি ৷ রাজ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ ৷ এখনও বাকি আরও চারটি দফা ৷ প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দলই ৷ তবে কংগ্রেসের দিল্লির শীর্ষ নেতাদের বাংলায় ভোট প্রচারে আসতে দেখা য়ায়নি ৷ এই নিয়ে সংযুক্ত মোর্চায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে ৷ তবে এবার রাজ্যে প্রচারে আসছেন রাহুল গান্ধি ৷
কংগ্রেসের একটি সূত্রের খবর, আগামী 14 এপ্রিল রাজ্যে প্রচারে আসবেন রাহুল ৷ গোয়ালপোখার ও মাটিগাড়া-নক্সালবাড়িতে ব়্যালি করবেন তিনি ৷ থাকবেন জনসভাতেও ৷ বাংলায় সিপিএম ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে মোট 92 টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস ৷
পঞ্চম দফায় মোট 45 টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ আগামী 17 তারিখ হবে পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ তার আগে রাহুলের আগমন নিঃসন্দেহে কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াবে ৷
আরও পড়ুন : শীতলকুচিতে প্রবেশে নিষেধাজ্ঞা, নির্বাচন কমিশনকে নিশানা মমতার
22 এপ্রিল ষষ্ট দফায় মোট 45টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ অন্যদিকে 26 এপ্রিল হবে সপ্তম দফার নির্বাচন ৷ মোট 43টি আসনে লড়বেন প্রার্থীরা ৷ রাজ্যে শেষ দফার নির্বাচন হবে 29 এপ্রিল ৷ এই দফায় মোটা 35টি আসনে লড়াই হবে ৷ 2 মে হবে নির্বাচনের ফল ঘোষণা ৷