কলকাতা, 30 মার্চ : জোর কদমে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার প্রস্তুতি । দ্বিতীয় দফার নির্বাচনে 30 টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হবে । কমিশন সূত্রে খবর দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন মোট 651 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে । যার মধ্যে 624 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের দায়িত্বে । বাকি কোম্পানি নির্বাচনের অন্যান্য দায়িত্বে মোতায়েন করা হবে ।
দ্বিতীয় দফার নির্বাচনে পাখির চোখ হল নন্দীগ্রাম । তাই নন্দীগ্রামে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 22 টি কুইক রেসপন্স টিম থাকবে । 2021 নির্বাচনের এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী এবং তার বিপরীতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো ।
সেই নন্দীগ্রামকে কঠিন নিরাপত্তা বলয় বেঁধে ফেলা হয়েছে । দ্বিতীয় দফায় নির্বাচনের মোট বুথের সংখ্যা 10620, সেখানে নন্দীগ্রামে অক্সিলারি বুথ মিলিয়ে বুথের সংখ্যা 347 । নন্দীগ্রামে 355 টি বুথ থাকছে । 100 শতাংশ বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন । তাই এই প্রথমবার 75 শতাংশ বুথেই ওয়েবকাস্টিং হবে । এছাড়াও থাকবে মাইক্রো অবজ়ারভার ও স্টেটিক সার্ভালেন্স টিম ।
আরও পড়ুন : শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন কোন পথে? প্রশ্ন এড়ালেন সুদীপ জৈন
বিশেষ পর্যবেক্ষকের দল অন্যান্য কেন্দ্রের পাশাপাশি নন্দীগ্রামের উপর বিশেষ নজরদাড়ি চালানো হচ্ছে। এমনকি সিইও দফতর থেকে নন্দীগ্রামের প্রতি মিনিটের আপডেটের উপর নজর রাখতে করা হয়েছে একটি আলাদা সেল ।
যেহেতু নন্দীগ্রামে মোবাইল নেটওয়ার্ক এর সমস্যা রয়েছে তাই সমস্ত মোবাইল সংস্থাগুলিকে লিখিতভাবে জানানো হয়েছে যে 31 মার্চ সকাল 6 টার থেকে 2 এপ্রিল সন্ধে 7টা পর্যন্ত যাতে নেটওয়ার্ক ও কোনও রকম সমস্যা না হয় সেই দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পরিষেবা ঠিক না চললে সেই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে ।