কলকাতা, 31 মার্চ : এবারের বিধানসভা ভোটের এপিসেন্টার নন্দীগ্রাম ৷ শুধু রাজ্য নয়, গোটা দেশ তাকিয়ে নন্দীগ্রামের দিকে ৷ সেই নন্দীগ্রাম নিয়েই সরব হয়েছেন যাদবপুরের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷ নিজ কেন্দ্রে প্রচারের ফাঁকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অসুস্থতার জন্য তিনি কার্যত দায়ি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ বললেন, " বুদ্ধবাবুর অসুস্থাতার দায় নিতে হবে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অথবা শিশির অধিকারীকে বা শুভেন্দু অধিকারীকে ৷ নন্দীগ্রাম আন্দোলনের নেপথ্যে কারা? সেই নিয়ে কমিশন গঠন করা হলেও তা এখন অস্তাচলে ৷ বুদ্ধবাবু বাংলার মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁকে করতে দেয়নি মমতা , শুভেন্দু , শিশির ৷ অকারণে দোষ দিয়েছিলেন বুদ্ধবাবুকে ৷ যার জেরে তিনি মানসিক ও শারীরিরভাবে অসুস্থ হয়ে পড়েছেন ৷ যা এখনও অব্যহত ৷ এখন ওঁদের নিজেদের মধ্যে দোষারোপ ,পাল্টা-দোষারোপের পালা চলছে ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ তৃণমূল না বিজেপি এই ষড়যন্ত্রের পিছনে দায়ি, তা সময়ই বলবে ৷ "
এ তো গেল নন্দীগ্রামের কথা ৷ পাশাপাশি তিনি সিঙ্গুরের তাপসী মালিকের প্রসঙ্গও টেনে আনেন ৷ বললেন, " তাপসীর বাাবা নিজ মুখে স্বীকার করেছে যে ওনার মেয়ের মৃতদেহ নিয়ে রাজনীতি করেছে তৃণমূল ৷ " কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল সুপ্রিমো নন্দীগ্রাম বা সিঙ্গুরের জন্য দায়ি করতেন বামেদের ৷ কিন্তু নির্বাচন প্রাক্কালে নন্দীগ্রাম প্রচারে এসে হাটে হাঁড়ি ভাঙেছেন তিনি ৷ নন্দীগ্রামে জমি অধিগ্রহন নিয়ে তিনি আঙুল তুলেছেন অধিকারী পরিবারের দিকেই ৷ সেই প্রসঙ্গ টেনেই সুজন বললেন," নন্দীগ্রামের ঘটনার কথা তো উনি স্বীকার করেই নিয়েছেন ৷ জঙ্গলমহলের চক্রান্তের কথা কবে স্বীকার করবেন উনি ?" পাশাপাশি বাংলাকে কলুষিত করা, বিপন্ন করা ,সর্বনাশের মুখে ঠেলে দেওয়ার জন্যও তিনি তৃণমূলকেই দায়ি করলেন ৷ পাশাপাশি বাংলার মানুষ এই অরাজকতা মেনে নেবে না বলেও দাবি করলেন বর্ষীয়ান বাম প্রার্থী ৷
তিনি আরও বলেন " মমতা বন্দ্যোপাধ্যায় সার্কাস করেন ৷ গালি দেন ৷ অসভ্যতা করেন ৷ তুই-তোকারি করে কথা পর্যন্ত বলেন ৷ শিশির অধিকারী পর্যন্ত বলেছেন ওনাকে বেশি ঘাঁটালে উনি সব ফাঁস করে দেবেন ৷ ঘটনা যাই ঘটে থাকুক না কেন , এতদিন ধরে বাংলার মানুষের সর্বনাশ করে এসেছে তৃণমূল ও বিজেপি ৷ একথা স্বীকার করতেই হবে ৷ "
আরও পড়ুন :কেন্দ্রীয় বাহিনী টাকা ছড়াচ্ছে, নন্দীগ্রাম থেকে অভিযোগ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করার পরও কেন বামেরা পথে নামেনি ? অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বললেন , এই বিবৃতি যুদ্ধের নয় ৷ মানুষের পাশে থেকে নন্দীগ্রামে মিনাক্ষী, সিঙ্গুরে সৃজন জয়ের পথ গড়ে নেবে । যা মে মাসের দুই তারিখ প্রকাশ হবে ।"