ETV Bharat / state

নির্বাচন কমিশনের শিরদাঁড়া ভেঙে গেছে, কোর্টের নির্দেশেই সোজা হয় : বিমান বসু - ভোটাধিকার প্রয়োগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বিমানবাবু বলেন, ‘‘গরমে ভোট কোনও নতুন ব্যাপার নয় ৷ ভোটের সময় গরম থাকলেও লাইন দিয়েই ভোট দিতে হবে ৷ কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে ৷ তবে আমাদের এলাকা শান্তিপ্রিয়, এখানে ঝামেলা হয় না ৷’’

নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন বিমান বসু
নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন বিমান বসু
author img

By

Published : Apr 29, 2021, 1:03 PM IST

কলকাতা, 29 এপ্রিল : ভোটাধিকার প্রয়োগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । আজ সকাল সকাল চৌরঙ্গির ফজরুল হক স্কুলের বুথে এসে ভোট দেন তিনি ৷ ভোট দিয়ে ইটিভি ভারতের সাংবাদিকের মুখোমুখি হন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ দু’-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপরে শান্তিতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানান বিমানবাবু ৷

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বিমানবাবু বলেন, ‘‘গরমে ভোট কোনও নতুন ব্যাপার নয় ৷ ভোটের সময় গরম থাকলেও লাইন দিয়েই ভোট দিতে হবে ৷ কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে ৷ তবে আমাদের এলাকা শান্তিপ্রিয়, এখানে ঝামেলা হয় না ৷ তবে অনান্য জায়গায় বিক্ষিপ্ত ঝামেলা চলছে ৷ সেটা না হলেই ভাল হত ৷’’

নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন বিমান বসু

এরপরই নির্বাচন কমিশনকে একহাতে নেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ বলেন, ‘‘নির্বাচন কমিশন কোর্টের নির্দেশ থাকলে শিরদাঁড়া খাড়া করে কাজ করে ৷ অন্যথা তাঁদের শিরদাঁড়া খাড়া হয় না ৷ মনে হয় শিরদাঁড়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এটা শুভলক্ষণ নয় ৷ বিভিন্ন বিষয়ে কোর্টই ঠিক করে দিচ্ছে ৷ গণতান্ত্রিক বিধি ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশনকে কাজ করতে হয় ৷ আমাদের কিছু কথা মেনেছে, কিছু মানেনি ৷’’

আরও পড়ুন : বেলগাছিয়ায় সাংবাদিকদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা, 29 এপ্রিল : ভোটাধিকার প্রয়োগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । আজ সকাল সকাল চৌরঙ্গির ফজরুল হক স্কুলের বুথে এসে ভোট দেন তিনি ৷ ভোট দিয়ে ইটিভি ভারতের সাংবাদিকের মুখোমুখি হন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ দু’-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপরে শান্তিতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানান বিমানবাবু ৷

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বিমানবাবু বলেন, ‘‘গরমে ভোট কোনও নতুন ব্যাপার নয় ৷ ভোটের সময় গরম থাকলেও লাইন দিয়েই ভোট দিতে হবে ৷ কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে ৷ তবে আমাদের এলাকা শান্তিপ্রিয়, এখানে ঝামেলা হয় না ৷ তবে অনান্য জায়গায় বিক্ষিপ্ত ঝামেলা চলছে ৷ সেটা না হলেই ভাল হত ৷’’

নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন বিমান বসু

এরপরই নির্বাচন কমিশনকে একহাতে নেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ বলেন, ‘‘নির্বাচন কমিশন কোর্টের নির্দেশ থাকলে শিরদাঁড়া খাড়া করে কাজ করে ৷ অন্যথা তাঁদের শিরদাঁড়া খাড়া হয় না ৷ মনে হয় শিরদাঁড়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এটা শুভলক্ষণ নয় ৷ বিভিন্ন বিষয়ে কোর্টই ঠিক করে দিচ্ছে ৷ গণতান্ত্রিক বিধি ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশনকে কাজ করতে হয় ৷ আমাদের কিছু কথা মেনেছে, কিছু মানেনি ৷’’

আরও পড়ুন : বেলগাছিয়ায় সাংবাদিকদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.