কলকাতা, 24 এপ্রিল : সপ্তম দফার ভোটের কাজে মোতায়েন করা হবে 653 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ নির্বাচন কমিশনের তরফে এই তথ্য় জানানো হয়েছে ৷ বর্তমানে রাজ্য়ে রয়েছে মোট 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷
আগামী ২৬ এপ্রিল অর্থাৎ সোমবার সপ্তম দফার নির্বাচন হতে চলেছে। সপ্তম দফায় ২৮৪ জন প্রার্থী ৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা গিয়েছে, সপ্তম দফার নির্বাচনের জন্য় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে আসানসোল-দুর্গাপুরে ৷ সেখানে ১৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ৷ এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি, জঙ্গিপুর পুলিশ জেলায় ১০২ কোম্পানি, কলকাতায় ৬৩ কোম্পানি, মালদায় ১২২ কোম্পানি, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি, এবং রায়গঞ্জ পুলিশ জেলায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
আরও পড়ুন- অক্সিজেনের পাইপলাইনে কাজ, এক ঘণ্টা বন্ধ দিল্লি এইমসের ইমার্জেন্সি
প্রসঙ্গত 653 কোম্পানিকে বুথ পাহারার কাজে লাগানো হলেও মোট ৭৯৬ কোম্পানি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাকি বাহিনীকে অন্য় কাজে ব্য়বহার করা হবে বলে জানানো হয়েছে ৷ কোনও অপ্রীতিকর ঘটনা বা অশান্তি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে ৷ পাশাপাশি কোভিড প্রোটোকল যাতে ঠিকভাবে মানা হয় তার জন্য় বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বিধানসভায় সপ্তম দফায় ভোট হবে -
- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর ।
- মালদা জেলার হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া ।
- মুর্শিদাবাদ জেলার ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম ।
- কলকাতা দক্ষিণের ভবানীপুর, কলকাতা পোর্ট, রাসবিহারী, বালিগঞ্জ ।
- পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ,জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি ।