কলকাতা, 15 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে 3 শতাংশ মহার্ঘ ভাতার (DA) ঘোষণা করা হয়েছে । আগামী মাস থেকেই অবসরপ্রাপ্ত ও কর্মরতদের মিলবে বর্ধিত হারের ডিএ । এরপরেই ধর্নায় বসা সরকারি কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁরা এই তিন শতাংশের ভিক্ষা গ্রহণ করবেন না । তারপরেই আগামী 17 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিলেন রাজ্য সরকারি কর্মচারীরা । আর সেই অভিযানে নৈতিক সমর্থন করার কথা জানালেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
তিনি বলেন, "রাজ্যে সরকার আজ যে শতাংশে মহার্ঘ ভাতার ঘোষণা করল, তা ভিক্ষা ছাড়া আর কিছুই নয় । তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । সরকারি কর্মীদের এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে । যেহেতু সমস্ত সরকারি কর্মচারীদের একই দেশে থাকেন, তাই ডিএ-ও সমান শতাংশে প্রদান করা উচিত । তাই কেন্দ্রীয় সরকার যে হারে দিচ্ছে, সেই হারে ডিএ পাওয়ার অধিকার রাজ্য সরকারি কর্মীদেরও রয়েছে । রাজ্য সরকার এদের বঞ্চিত করছে ৷ দীর্ঘদিন এভাবে বঞ্চিত করা যায় না ৷ এটা অনুচিত । তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে ৷ আমাদের সর্বতোভাবে সমর্থন থাকবে তাদের আন্দোলনের প্রতি ।"
আজ বাজেট (Bengal Budget 2023-24) চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট পেশ করার পর যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিতে শুরু করলেন, তখন চিরকুট দেখে তিনি ডি এর ঘোষণা করলেন ৷ এই বিষয়টি আসলে বাজেট বইতেই ছিল না । এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ সুকান্ত মজুমদার । এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "ডিএ কি এভাবে ঘোষণা করা যায় ? তার কারণ হচ্ছে 3 বা 36 শতাংশ তা তো বাজেটে লেখা থাকতে হবে । সেই টাকাটা কোথা থেকে আসবে ? সেই টাকা এসেই বা কোথায় যাবে ? খরচ কীভাবে হবে ? টাকার উৎস কি ? বাজেটে কোনও দিশা নেই৷ আপনি ঘোষণা করে দিলেন ? এত নাটক হচ্ছে। যাত্রাপালা হচ্ছে ।"
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Bengal CV Ananda Bose) প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে । সূত্রের খবর, রাজ্যপাল প্রধান উপদেষ্টা হিসেবে রাকেশ আস্থানা-সহ আরও বেশ কয়েকজনকে রাজভবনে আনার ইচ্ছে প্রকাশ করেছেন । যদিও রাকেশ আস্থানার বিরুদ্ধে কিছু অভিযোগও রয়েছে । এই বিষয় সুকান্ত মজুমদার বলেন, "এই বিষয় আমার ধারণা নেই যে উনি কাকে চেয়েছেন, তখন রাজ্যপালের সেই এক্তিয়ার আছে যে নিজের সেক্রেটারি বা সচিব হিসেবে উনি কাকে চাইবেন না চাইবেন, সেটা তাঁর ব্যক্তিগত এক্তিয়ার ।"
ভিন রাজ্য থেকে কেন বারবার সচিব আনা হচ্ছে রাজভবনে ? এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "এই বিষয় নিয়ে রাজ্যপালের দফতর সঠিক তথ্য দিতে পারবে । যার কাজ করার জন্য যেমন সহযোগী প্রয়োজন হয়, তেমনটা সে বেছে নিলেই ভালো হয় । আমাদের রাজ্যে এমন এমন সব আধিকারিকরা থাকেন, যাঁরা পদলেহন করতে করতে এমন সব জায়গায় পৌঁছে যান, তখন তাঁদের সংবিধানিক দায়িত্ব কর্তব্য কী, সেটাই আর তখন তাঁদের মাথায় থাকে না । অন্য রাজ্যে সেই ব্যবস্থাটা নেই । অন্য রাজ্যের আধিকারিকরা মেরুদণ্ড সোজা করে কাজ করার সুযোগ পান । এই ধরনের গণতন্ত্র অন্তত অন্যান্য রাজ্যে অবশিষ্ট আছে । দুর্ভাগ্যের বিষয়ে আমাদের রাজ্যে তা নেই । রাজ্যপাল বলার পরেও হয়তো অনেক সময় ঠিকমতো কাজ হয় না ৷ তাই পরিবর্তনের প্রয়োজন হয় ।"
আরও পড়ুন: ললিপপ চাই না, 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা