কলকাতা, 6 মে: ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
তিনি বলেন, "ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের । দেড় মাস ধরেও শ্রমিকদের কথা ভাবা হল না । মুখ্যমন্ত্রী এই দুর্দিনে ক্লাবগুলিকে দান খয়রাতি করছেন । শ্রমিকদের পিছনে এই টাকা কেন খরচ করছেন না ? এখন চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হচ্ছেন । কত জন আটকে আছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাচ্ছেন না । কোন রাজ্যে কত শ্রমিক আছে তা মুখ্যমন্ত্রী জানেন না ।" মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, "ক্লাবগুলিকে 2 হাজার 300 কোটি টাকা দান করা হয়েছে । আর শ্রমিকদের জন্য মাত্র 23 কোটি টাকা দিতে পারবেন তিনি ।"
দিলীপবাবু আরও বলেন, "ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে রয়েছে প্রায় 25 লাখেরও বেশি শ্রমিক । প্রায় 20টি শহর থেকে আমার সঙ্গে তারা যোগাযোগ করছে । শুধু সোনা-রুপোর কাজে গিয়ে আটকে রয়েছে প্রায় 25 লাখের বেশি মানুষ । তাহলে বাকি সংস্থায় আরও কত লোক হতে পারে ভেবে দেখুন । সুরাত, কেরালা, মহারাষ্ট্র, হায়দরাবাদ তো আমাদের শ্রমিকরাই চালাচ্ছে । পশ্চিমবঙ্গ এখন শ্রমিক রপ্তানি হাব হয়ে গিয়েছে । রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর বিষয়ে কোনও সঠিক পদক্ষেপ করতে দেখা যায়নি । কেন্দ্রীয় সরকার রেলের ভাড়া 85 শতাংশ দিতে চেয়েছে । কিন্তু রাজ্যগুলিকে মাত্র 15 শতাংশ টাকা দিতে হচ্ছে । সেটাতেও রাজ্যের আপত্তি । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে দায় সেরেছেন ।"
ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী : দিলীপ - covid-19 pandemic
মুখ্যমন্ত্রী এই দুর্দিনে ক্লাবগুলিকে দান করছেন । শ্রমিকদের পিছনে এই টাকা কেন খরচ করছেন না ? প্রশ্ন তুলেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
কলকাতা, 6 মে: ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
তিনি বলেন, "ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের । দেড় মাস ধরেও শ্রমিকদের কথা ভাবা হল না । মুখ্যমন্ত্রী এই দুর্দিনে ক্লাবগুলিকে দান খয়রাতি করছেন । শ্রমিকদের পিছনে এই টাকা কেন খরচ করছেন না ? এখন চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হচ্ছেন । কত জন আটকে আছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাচ্ছেন না । কোন রাজ্যে কত শ্রমিক আছে তা মুখ্যমন্ত্রী জানেন না ।" মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, "ক্লাবগুলিকে 2 হাজার 300 কোটি টাকা দান করা হয়েছে । আর শ্রমিকদের জন্য মাত্র 23 কোটি টাকা দিতে পারবেন তিনি ।"
দিলীপবাবু আরও বলেন, "ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে রয়েছে প্রায় 25 লাখেরও বেশি শ্রমিক । প্রায় 20টি শহর থেকে আমার সঙ্গে তারা যোগাযোগ করছে । শুধু সোনা-রুপোর কাজে গিয়ে আটকে রয়েছে প্রায় 25 লাখের বেশি মানুষ । তাহলে বাকি সংস্থায় আরও কত লোক হতে পারে ভেবে দেখুন । সুরাত, কেরালা, মহারাষ্ট্র, হায়দরাবাদ তো আমাদের শ্রমিকরাই চালাচ্ছে । পশ্চিমবঙ্গ এখন শ্রমিক রপ্তানি হাব হয়ে গিয়েছে । রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর বিষয়ে কোনও সঠিক পদক্ষেপ করতে দেখা যায়নি । কেন্দ্রীয় সরকার রেলের ভাড়া 85 শতাংশ দিতে চেয়েছে । কিন্তু রাজ্যগুলিকে মাত্র 15 শতাংশ টাকা দিতে হচ্ছে । সেটাতেও রাজ্যের আপত্তি । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে দায় সেরেছেন ।"