কলকাতা, 2 মার্চ: ত্রিপুরায় ফের মসনদ দখল করতে চলেছে বিজেপি । বেলা গড়াতেই কার্যত স্পষ্ট হয়ে যায় দেওয়াল লিখনটা । তারই আঁচ এসে পৌঁছল কলকাতার মুরলিধর সেন লেনেও (Tripura Assembly Election) । পড়শি রাজ্যে ফের বিজেপি ক্ষমতা দখল করার দিকে এগোতেই আনন্দে ভাসলেন এ রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকরা । চলল দেদার নাচ, মিষ্টি বিতরণ । হোলির দিনপাঁচেক আগেই রঙের উৎসবে মাতোয়ারা গেরুয়া শিবির (Bengal BJP celebrates victory in Tripura assembly election)।
বঙ্গ বিজেপির নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP Spokesperson Samik Bhattacharya) বলেন, "প্রত্যাশামতোই তিন রাজ্যে ভোটের ফলাফল । ত্রিপুরায় আবার ডাবল ইঞ্জিন সরকার । এই নির্বাচন বুঝিয়ে দিল যে মানুষ উন্নয়নের পক্ষে, মানুষ ধর্মের নামে গোষ্ঠী তৈরি করে বিভাজনের বিরুদ্ধে । মানুষ সংঘর্ষের বিরুদ্ধে । এই মুহূর্তে দেশের মানুষ উন্নয়ন চান । দেশের তিনটি রাজ্যেই এনডিএ সরকার গঠন করতে চলেছে ।
-
দিকে দিকে বিজেপি, চারিদিকে বিজেপি ............ pic.twitter.com/iIiLiiSqMo
— BJP Tripura (@BJP4Tripura) March 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">দিকে দিকে বিজেপি, চারিদিকে বিজেপি ............ pic.twitter.com/iIiLiiSqMo
— BJP Tripura (@BJP4Tripura) March 2, 2023দিকে দিকে বিজেপি, চারিদিকে বিজেপি ............ pic.twitter.com/iIiLiiSqMo
— BJP Tripura (@BJP4Tripura) March 2, 2023
মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট প্রার্থী বাইরন বিশ্বাস প্রায় 23 হাজার ভোটে (22,980) জিতেছেন (Congress Candidate Bayron Biswas wins in Sagardighi) । শমীক জানান, সাধারণ মানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্রমবর্দ্ধমান ক্ষোভ প্রতিফলিত হল। বিভিন্ন সময় তাঁদের উপর অত্যাচার, সীমাহীন দুর্নীতি, লুট, জীবন-জীবিকা কেড়ে নেওয়ার ফল । মানুষ যেকোনও মূল্যে তৃণমূল কংগ্রেসকে হারাতে চেয়েছে। সাগরদিঘির ফলাফলে তারই প্রতিফলন ।
আরও পড়ুন: ফল ঘোষণার সকালে মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে মানিক সাহা, সঙ্গে সম্বিত পাত্র