ETV Bharat / state

পৌরভোটের আগে কলকাতা, দুর্গাপুর পৌরনিগমে কর্মী নিয়োগের সিদ্ধান্ত

কলকাতা, দুর্গাপুর পৌরনিগম এবং পরিবহন দপ্তরে সব মিলিয়ে প্রায় 400 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৷

Nabanna
ফাইল ছবি
author img

By

Published : Feb 3, 2020, 4:57 PM IST

Updated : Feb 3, 2020, 10:36 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : সামনেই পৌরভোট ৷ আর তার আগে কলকাতা পৌরনিগম, দুর্গাপুর পৌরনিগম এবং পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৷

সব মিলিয়ে প্রায় 400 জন কর্মীকে নিয়োগ করা হবে বলে খবর ৷ তবে পৌরভোটের আগে এভাবে ব্যাপকহারে কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

এ বিষয়ে দুর্গাপুর পৌরনিগম সূত্রে খবর, পৌরনিগমের তরফে 161 জন নতুন কর্মী নিয়োগের তালিকা পৌর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছিল । যার মধ্যে ক্লার্ক পদের জন্য 34 জন, জলের পাম্প অপারেটর পদের জন্য 3 জন এবং বাকি গ্রুপ D স্থায়ী পদের জন্য 124 জন কর্মী নিয়োগের উল্লেখ রয়েছে ৷ 2000 সাল থেকে দুর্গাপুর পৌরনিগমে অস্থায়ী কর্মী নিয়োগ শুরু হয় । সেই সময় অস্থায়ী কর্মীর সংখ্যা ছিল মাত্র 95 জন । বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 400 জন ৷ সবথেকে বেশি অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে শহরের আবর্জনা পরিষ্কারের কাজে ।

কয়েকদিন আগেই শিক্ষকদের আর ভিন জেলায় চাকরি করতে যেতে হবে না বলে টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছিলেন, "সব শিক্ষককে তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি ৷" সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয় ৷

মুখ্যমন্ত্রী জানান, " শিক্ষকদের জন্য আমরা একটা প্ল্যানিং করার চেষ্টা করছি যাতে যার যে জেলায় বাড়ি সেখানেই যেন পোস্টিং হয় ৷"

এ বিষয়ে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা একটা প্ল্যানিং করার চেষ্টা করছি যাতে যার যে জেলায় বাড়ি সেখানেই যেন পোস্টিং হয় ৷ এটা নিয়ে একটা এক্সপার্ট গ্রুপ তৈরি করা হয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায়কে বলা হয়েছে একটা প্ল্যান তৈরি করে বিষয়টি করতে ৷ "

এদিকে 10 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে বলেও আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 7 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে বাজেট অধিবেশন । সাধারণত, ভাষণে রাজ্যের লেখা বিবৃতি পাঠ করতে হয় রাজ্যপালকে । বর্তমান রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত চলছেই । এই অবস্থায় তিনি কী করবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ 2019-20 আর্থিকবর্ষে রাজ্য বাজেটে মহিলাদের জন্য চমক ছিল "রূপশ্রী" প্রকল্প ৷ এবারের বাজেটে কী চমক থাকবে তা নিয়েও কৌতূহলী সব মহল ।

কলকাতা, 3 ফেব্রুয়ারি : সামনেই পৌরভোট ৷ আর তার আগে কলকাতা পৌরনিগম, দুর্গাপুর পৌরনিগম এবং পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৷

সব মিলিয়ে প্রায় 400 জন কর্মীকে নিয়োগ করা হবে বলে খবর ৷ তবে পৌরভোটের আগে এভাবে ব্যাপকহারে কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

এ বিষয়ে দুর্গাপুর পৌরনিগম সূত্রে খবর, পৌরনিগমের তরফে 161 জন নতুন কর্মী নিয়োগের তালিকা পৌর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছিল । যার মধ্যে ক্লার্ক পদের জন্য 34 জন, জলের পাম্প অপারেটর পদের জন্য 3 জন এবং বাকি গ্রুপ D স্থায়ী পদের জন্য 124 জন কর্মী নিয়োগের উল্লেখ রয়েছে ৷ 2000 সাল থেকে দুর্গাপুর পৌরনিগমে অস্থায়ী কর্মী নিয়োগ শুরু হয় । সেই সময় অস্থায়ী কর্মীর সংখ্যা ছিল মাত্র 95 জন । বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 400 জন ৷ সবথেকে বেশি অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে শহরের আবর্জনা পরিষ্কারের কাজে ।

কয়েকদিন আগেই শিক্ষকদের আর ভিন জেলায় চাকরি করতে যেতে হবে না বলে টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছিলেন, "সব শিক্ষককে তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি ৷" সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয় ৷

মুখ্যমন্ত্রী জানান, " শিক্ষকদের জন্য আমরা একটা প্ল্যানিং করার চেষ্টা করছি যাতে যার যে জেলায় বাড়ি সেখানেই যেন পোস্টিং হয় ৷"

এ বিষয়ে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা একটা প্ল্যানিং করার চেষ্টা করছি যাতে যার যে জেলায় বাড়ি সেখানেই যেন পোস্টিং হয় ৷ এটা নিয়ে একটা এক্সপার্ট গ্রুপ তৈরি করা হয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায়কে বলা হয়েছে একটা প্ল্যান তৈরি করে বিষয়টি করতে ৷ "

এদিকে 10 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে বলেও আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 7 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে বাজেট অধিবেশন । সাধারণত, ভাষণে রাজ্যের লেখা বিবৃতি পাঠ করতে হয় রাজ্যপালকে । বর্তমান রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত চলছেই । এই অবস্থায় তিনি কী করবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ 2019-20 আর্থিকবর্ষে রাজ্য বাজেটে মহিলাদের জন্য চমক ছিল "রূপশ্রী" প্রকল্প ৷ এবারের বাজেটে কী চমক থাকবে তা নিয়েও কৌতূহলী সব মহল ।

Intro:কলকাতা, ৩ ফেব্রুয়ারি : রাজ্য মন্ত্রিসভায় ব্যাপকহারে কর্মী নিয়োগের সিদ্ধান্ত হল। কলকাতা পুরসভা, দুর্গাপুর পুরসভা, এবং পরিবহনে প্রায় ৪০০ কর্মী নিয়োগ করা হবে বলে আজ নবান্নের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, রাজ্য মন্ত্রিসভায় পাশ করানো হলো নিজের জেলায় শিক্ষকদের চাকরির সিদ্ধান্ত।


Body:সমনেই পুরসভা নির্বাচন । সূত্রের খবর, তার আগেই কলকাতা ও দুর্গাপুর পুরনিগমে ঢালাও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নিয়োগ হবে পরিবহন দপ্তরেও। সব মিলিয়ে প্রায় ৪০০ কর্মী নিয়োগ হবে বলেই খবর। পুরসভা নির্বাচনকে সামনে রেখে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, বেশ কয়েকদিন আগে শিক্ষকদের নিজের জেলাতে চাকরির কথা টুইট করে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মন্ত্রিসভার বৈঠকে পাস করানো হলো গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত।


Conclusion:
Last Updated : Feb 3, 2020, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.