কলকাতা, 3 ফেব্রুয়ারি : সামনেই পৌরভোট ৷ আর তার আগে কলকাতা পৌরনিগম, দুর্গাপুর পৌরনিগম এবং পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৷
সব মিলিয়ে প্রায় 400 জন কর্মীকে নিয়োগ করা হবে বলে খবর ৷ তবে পৌরভোটের আগে এভাবে ব্যাপকহারে কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
এ বিষয়ে দুর্গাপুর পৌরনিগম সূত্রে খবর, পৌরনিগমের তরফে 161 জন নতুন কর্মী নিয়োগের তালিকা পৌর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছিল । যার মধ্যে ক্লার্ক পদের জন্য 34 জন, জলের পাম্প অপারেটর পদের জন্য 3 জন এবং বাকি গ্রুপ D স্থায়ী পদের জন্য 124 জন কর্মী নিয়োগের উল্লেখ রয়েছে ৷ 2000 সাল থেকে দুর্গাপুর পৌরনিগমে অস্থায়ী কর্মী নিয়োগ শুরু হয় । সেই সময় অস্থায়ী কর্মীর সংখ্যা ছিল মাত্র 95 জন । বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 400 জন ৷ সবথেকে বেশি অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে শহরের আবর্জনা পরিষ্কারের কাজে ।
কয়েকদিন আগেই শিক্ষকদের আর ভিন জেলায় চাকরি করতে যেতে হবে না বলে টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছিলেন, "সব শিক্ষককে তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি ৷" সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয় ৷
এ বিষয়ে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা একটা প্ল্যানিং করার চেষ্টা করছি যাতে যার যে জেলায় বাড়ি সেখানেই যেন পোস্টিং হয় ৷ এটা নিয়ে একটা এক্সপার্ট গ্রুপ তৈরি করা হয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায়কে বলা হয়েছে একটা প্ল্যান তৈরি করে বিষয়টি করতে ৷ "
এদিকে 10 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে বলেও আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 7 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে বাজেট অধিবেশন । সাধারণত, ভাষণে রাজ্যের লেখা বিবৃতি পাঠ করতে হয় রাজ্যপালকে । বর্তমান রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত চলছেই । এই অবস্থায় তিনি কী করবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ 2019-20 আর্থিকবর্ষে রাজ্য বাজেটে মহিলাদের জন্য চমক ছিল "রূপশ্রী" প্রকল্প ৷ এবারের বাজেটে কী চমক থাকবে তা নিয়েও কৌতূহলী সব মহল ।