ETV Bharat / state

সংরক্ষণের জেরে নিজের ওয়ার্ডে লড়াইতে নেই 4 মেয়র পারিষদ-সহ 12 কাউন্সিলর - 12 councillors and 4 MMICs of kolkata municipal corporation

সংরক্ষণের জন্য এবার কলকাতা পৌরভোটে চার মেয়র পারিষদ-সহ 12 কাউন্সিলর নিজেদের ওয়ার্ডে ভোটে দাঁড়াতে পারবেন না ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 16, 2020, 5:39 PM IST

Updated : Jan 16, 2020, 9:17 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : পৌরভোটে প্রার্থী সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হবে আগামীকাল । চূড়ান্ত তালিকায় বড় কোনও পরিবর্তন না হলে এবার ভোটে সংরক্ষণের কোপে পড়তে চলেছেন কলকাতা পৌরনিগমের চার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবব্রত মজুমদার ও রতন দে । নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না তাঁরা । একই কারণে ভোটে নিজের ওয়ার্ডে কলকাতার 12 জন হেভিওয়েট কাউন্সিলরও এবার দাঁড়াতে পারবেন না । খসড়া তালিকা অনুসারে 33, 78 ও 127 নম্বর ওয়ার্ড এবার তপশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত । 58, 107, 110, 141 ও 142 নম্বর ওয়ার্ড তপশিলি প্রার্থীর জন্য সংরক্ষিত ।

2009 সালে রাজ্যে পৌরভোটে আসন সংরক্ষণ চালু হয় । আগামীকাল কলকাতাসহ রাজ্যের 93 টি পৌরসভা এবং পৌরনিগমের ভোটের জন্য আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হবে । কলকাতা পৌরনিগমের যে খসড়া তালিকা আগামীকাল প্রকাশিত হতে চলেছে তাতে দেখা যাচ্ছে 58 নম্বর ওয়ার্ডটি তপশিলি প্রার্থীর জন্য সংরক্ষিত । ওই ওয়ার্ড থেকে গতবার কাউন্সিলর হয়েছিলেন স্বপন সমাদ্দার । বেলেঘাটার অত্যন্ত প্রভাবশালী এই নেতা দীর্ঘদিনের কাউন্সিলর এবং মেয়র পারিষদ । সংরক্ষণের জন্য এবার তপনবাবু নিজের ওয়ার্ড থেকে দাঁড়াতে পারবেন না । অন্যদিকে, 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন দে । তিনিও কলকাতা পৌরসভার মেয়র পারিষদ । 93 নম্বর ওয়ার্ডটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত । তাই ওই ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না রতনবাবু । একইভাবে 90 নম্বর ওয়ার্ডটিও মহিলা সংরক্ষিত হওয়ায় এবার সেখানে দাঁড়াতে পারবেন না বিদায়ী কাউন্সিলর তথা মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় । তৃণমূলের আইনজীবী সেলের এই নেতাকে এবার অন্য ওয়ার্ড থেকে দাঁড়াতে হবে । মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 96 নম্বর ওয়ার্ডটিও । ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হেভিওয়েট মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এবার নিজের ওয়ার্ড থেকে দাঁড়াতে পারছেন না । চার মেয়র পারিষদের পাশাপাশি তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা তথা রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেনের ওয়ার্ডটিও এবার মহিলাদের জন্য সংরক্ষিত । খুব সম্ভবত এবার কলকাতা পৌরনিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শান্তনুবাবু ।

তপশিলি প্রার্থীদের জন্য মোট 8 টি ওয়ার্ড সংরক্ষিত ঘোষণা করা হয়েছে । সেগুলি হল 33, 58, 78 ,107, 110 ,127, 141 ও 142 । 33 নম্বর ওয়ার্ড তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পবিত্র বিশ্বাস সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না । খিদিরপুরের প্রয়াত বাম নেতা কলিমুদ্দিন শামসের পুত্র নিজামুদ্দিন 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন । একই কারণে তিনিও এবার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না । 110 নম্বর ওয়ার্ডটি এবার তপশিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত । সেই কারণে ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না অরূপ চক্রবর্তী । মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা ,55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ দাস, 87 নম্বর ওয়ার্ডের সুব্রত ঘোষ, 99 নম্বর ওয়ার্ডের দেবাশিস মুখোপাধ্যায় ও 105 নম্বর ওয়ার্ডের তরুণ মুখোপাধ্যায় এবার নিজেদের ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ।

আগামীকাল যে খসড়া তালিকা প্রকাশিত হবে তাতে আপত্তি জানানো যাবে 27 জানুয়ারি পর্যন্ত । 10 ফেব্রুয়ারি চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ পাবে । এই খসড়া তালিকা তৈরি করেছে দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের দপ্তর ।

কলকাতা, 16 জানুয়ারি : পৌরভোটে প্রার্থী সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হবে আগামীকাল । চূড়ান্ত তালিকায় বড় কোনও পরিবর্তন না হলে এবার ভোটে সংরক্ষণের কোপে পড়তে চলেছেন কলকাতা পৌরনিগমের চার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবব্রত মজুমদার ও রতন দে । নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না তাঁরা । একই কারণে ভোটে নিজের ওয়ার্ডে কলকাতার 12 জন হেভিওয়েট কাউন্সিলরও এবার দাঁড়াতে পারবেন না । খসড়া তালিকা অনুসারে 33, 78 ও 127 নম্বর ওয়ার্ড এবার তপশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত । 58, 107, 110, 141 ও 142 নম্বর ওয়ার্ড তপশিলি প্রার্থীর জন্য সংরক্ষিত ।

2009 সালে রাজ্যে পৌরভোটে আসন সংরক্ষণ চালু হয় । আগামীকাল কলকাতাসহ রাজ্যের 93 টি পৌরসভা এবং পৌরনিগমের ভোটের জন্য আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হবে । কলকাতা পৌরনিগমের যে খসড়া তালিকা আগামীকাল প্রকাশিত হতে চলেছে তাতে দেখা যাচ্ছে 58 নম্বর ওয়ার্ডটি তপশিলি প্রার্থীর জন্য সংরক্ষিত । ওই ওয়ার্ড থেকে গতবার কাউন্সিলর হয়েছিলেন স্বপন সমাদ্দার । বেলেঘাটার অত্যন্ত প্রভাবশালী এই নেতা দীর্ঘদিনের কাউন্সিলর এবং মেয়র পারিষদ । সংরক্ষণের জন্য এবার তপনবাবু নিজের ওয়ার্ড থেকে দাঁড়াতে পারবেন না । অন্যদিকে, 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন দে । তিনিও কলকাতা পৌরসভার মেয়র পারিষদ । 93 নম্বর ওয়ার্ডটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত । তাই ওই ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না রতনবাবু । একইভাবে 90 নম্বর ওয়ার্ডটিও মহিলা সংরক্ষিত হওয়ায় এবার সেখানে দাঁড়াতে পারবেন না বিদায়ী কাউন্সিলর তথা মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় । তৃণমূলের আইনজীবী সেলের এই নেতাকে এবার অন্য ওয়ার্ড থেকে দাঁড়াতে হবে । মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 96 নম্বর ওয়ার্ডটিও । ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হেভিওয়েট মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এবার নিজের ওয়ার্ড থেকে দাঁড়াতে পারছেন না । চার মেয়র পারিষদের পাশাপাশি তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা তথা রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেনের ওয়ার্ডটিও এবার মহিলাদের জন্য সংরক্ষিত । খুব সম্ভবত এবার কলকাতা পৌরনিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শান্তনুবাবু ।

তপশিলি প্রার্থীদের জন্য মোট 8 টি ওয়ার্ড সংরক্ষিত ঘোষণা করা হয়েছে । সেগুলি হল 33, 58, 78 ,107, 110 ,127, 141 ও 142 । 33 নম্বর ওয়ার্ড তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পবিত্র বিশ্বাস সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না । খিদিরপুরের প্রয়াত বাম নেতা কলিমুদ্দিন শামসের পুত্র নিজামুদ্দিন 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন । একই কারণে তিনিও এবার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না । 110 নম্বর ওয়ার্ডটি এবার তপশিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত । সেই কারণে ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না অরূপ চক্রবর্তী । মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা ,55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ দাস, 87 নম্বর ওয়ার্ডের সুব্রত ঘোষ, 99 নম্বর ওয়ার্ডের দেবাশিস মুখোপাধ্যায় ও 105 নম্বর ওয়ার্ডের তরুণ মুখোপাধ্যায় এবার নিজেদের ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ।

আগামীকাল যে খসড়া তালিকা প্রকাশিত হবে তাতে আপত্তি জানানো যাবে 27 জানুয়ারি পর্যন্ত । 10 ফেব্রুয়ারি চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ পাবে । এই খসড়া তালিকা তৈরি করেছে দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের দপ্তর ।

Intro:কলকাতা, 15 জানুয়ারি: আগামীকাল প্রকাশিত হবে খসরা সংরক্ষণ তালিকা। তার আগেই ইটিভি ভারতের হাতে সেই তালিকা। খসড়া চূড়ান্ত তালিকার মধ্যে বড় কোনো পরিবর্তন না হলে সংরক্ষণের কোপে পড়তে চলেছেন স্বপন সমাদ্দার, বৈশ্বানর চ্যাটার্জী, দেবব্রত মজুমদার এবং রতন দে। এই চার মেয়র পারিষদ নিজের সিটে দাঁড়াতে পারবেন না। একসঙ্গে সংরক্ষণের কোপে করে 12 হেভিওয়েট কাউন্সিলর এবার দাঁড়াতে পারবেন না।



Body:এক নজরে দেখে নিন কোন কোন সিট সংরক্ষিত হলো মহিলাদের জন্য, কোন সিটে এবার সিডিউল কাস্ট প্রার্থী দাঁড় করাতে হবে।


Conclusion:
Last Updated : Jan 16, 2020, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.