ETV Bharat / state

TMCP: টিএমসিপিতে যোগ না দেওয়ায় পড়ুয়া ও তার অভিভাবককে মারধরের অভিযোগ

তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ছাত্র ও তার বাবা-মাকে মারধরের অভিযোগ উঠল(TMCP)৷ কারণ হিসেবে ওই ছাত্র জানায়, তাঁকে জোর করে টিএমসিপি করতে বলা হচ্ছিল ৷ রাজি না হওয়াতেই এই ঘটনা ৷

Etv Bharat
দক্ষিণ কলকাতার ল কলেজ
author img

By

Published : Dec 8, 2022, 11:01 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: তৃণমূল ছাত্র পরিষদে যোগ না দেওয়ায় প্রথম বর্ষের এক ছাত্র ও তার অভিভাবককে হেনস্থা করার অভিযোগ উঠল(beaten of student and his guardian for not Joining TMCP)। গত শুক্রবার দক্ষিণ কলকাতার একটি ল কলেজের ঘটনা ৷ এরপর ওই পড়ুয়া থানায় অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে ৷

ওই ছাত্রের অভিযোগ, টিএমসিপির পক্ষ থেকে উঁচু ক্লাসের পড়ুয়ারা ক্লাসে এসে পিকনিকের জন্য টাকা চেয়েছিল । কিন্তু পিকনিকে যেতে ইচ্ছুক না থাকায় তিনি টাকা দেননি । এরপর তাকে কয়েকজন পড়ুয়া এসে টিএমসিপিতে যোগ দেওয়ার জন্য জোর করে । রাজি না হওয়ায় তাঁকে মারধর করতে থাকে । এরপর পুরো বিষয়টি জানিয়ে ওই পড়ুয়া কলেজ কর্তৃপক্ষ-সহ কসবা থানায় অভিযোগ করে ।

আরও পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে মদের আসর, প্রতিবাদ করায় ছাত্রনেতাকে মারধর

বৃহস্পতিবার ওই সমস্যার মীমাংসা করার জন্য দুই পক্ষকেই ডেকে পাঠানো হয় । সেখানেই আবারও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় । ঘটনায় বহিরাগত এক বৃদ্ধ আহতও হন বলে জানা গিয়েছে ।

এরপর সেই পড়ুয়া এবং তার বাবা-মা কে গভর্নিং বডির সভায় ডাকা হয় । বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবও সেখানে উপস্থিত ছিলেন । বিধায়কদের সামনেই আবারও ওই পড়ুয়া এবং তাঁর বাবার গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ । এরপর ছেলেটির মা বাধা দিতে গেলে তাঁর উপরেও চড়াও হয় টিএমসিপির সদস্যরা । ছেলেটি মাকে ছাড়াতে গেলে তাঁকে আবারও মারা হয় বলে অভিযোগ । এছাড়াও ক্লাসরুমের দরজা বন্ধ করে এবং রুমের লাইট নিভিয়ে তাঁকে মারা হয় । এমনকি তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : কলেজে ঢুকতে বাধা, নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ প্রাক্তনীদের বিরুদ্ধে

কলকাতা, 8 ডিসেম্বর: তৃণমূল ছাত্র পরিষদে যোগ না দেওয়ায় প্রথম বর্ষের এক ছাত্র ও তার অভিভাবককে হেনস্থা করার অভিযোগ উঠল(beaten of student and his guardian for not Joining TMCP)। গত শুক্রবার দক্ষিণ কলকাতার একটি ল কলেজের ঘটনা ৷ এরপর ওই পড়ুয়া থানায় অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে ৷

ওই ছাত্রের অভিযোগ, টিএমসিপির পক্ষ থেকে উঁচু ক্লাসের পড়ুয়ারা ক্লাসে এসে পিকনিকের জন্য টাকা চেয়েছিল । কিন্তু পিকনিকে যেতে ইচ্ছুক না থাকায় তিনি টাকা দেননি । এরপর তাকে কয়েকজন পড়ুয়া এসে টিএমসিপিতে যোগ দেওয়ার জন্য জোর করে । রাজি না হওয়ায় তাঁকে মারধর করতে থাকে । এরপর পুরো বিষয়টি জানিয়ে ওই পড়ুয়া কলেজ কর্তৃপক্ষ-সহ কসবা থানায় অভিযোগ করে ।

আরও পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে মদের আসর, প্রতিবাদ করায় ছাত্রনেতাকে মারধর

বৃহস্পতিবার ওই সমস্যার মীমাংসা করার জন্য দুই পক্ষকেই ডেকে পাঠানো হয় । সেখানেই আবারও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় । ঘটনায় বহিরাগত এক বৃদ্ধ আহতও হন বলে জানা গিয়েছে ।

এরপর সেই পড়ুয়া এবং তার বাবা-মা কে গভর্নিং বডির সভায় ডাকা হয় । বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবও সেখানে উপস্থিত ছিলেন । বিধায়কদের সামনেই আবারও ওই পড়ুয়া এবং তাঁর বাবার গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ । এরপর ছেলেটির মা বাধা দিতে গেলে তাঁর উপরেও চড়াও হয় টিএমসিপির সদস্যরা । ছেলেটি মাকে ছাড়াতে গেলে তাঁকে আবারও মারা হয় বলে অভিযোগ । এছাড়াও ক্লাসরুমের দরজা বন্ধ করে এবং রুমের লাইট নিভিয়ে তাঁকে মারা হয় । এমনকি তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : কলেজে ঢুকতে বাধা, নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ প্রাক্তনীদের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.