ETV Bharat / state

মানিকতলায় দুই পাড়ার সংঘর্ষে জখম একাধিক - two parties

দুই ক্লাবের সদস্যরাই একে অপরকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছুড়তে শুরু করে । যার জেরে জখম হয় দু'পক্ষেরই লোকজন । মহিলারাও আক্রান্ত হয় বলে অভিযোগ ।

স্থানীয় এলাকা
author img

By

Published : May 20, 2019, 11:56 AM IST

মানিকতলা , 20 মে : মানিকতলায় বেঙ্গল কেমিকেলের কাছে দুই পাড়ার সংঘর্ষে জখম কয়েকজন । গতরাতের এই ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এলাকার দুই ক্লাবের সদস্যদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । সেই বচসা হাতাহাতিতে গড়ায় । দু'পক্ষই ক্লাবে ভাঙচুর চালায় । জখম হয় কয়েকজন । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতরাতে মানিকতলার বেঙ্গল কেমিকেলের কাছে দুটি পাড়ার মধ্যে সংঘর্ষ হয় । কদমতলা স্পোটিং ক্লাবের ৫০ থেকে ৬০ জন ইস্ট মানিকতলা নিউ জুনিয়র স্পোটিং ক্লাবে ভাঙচুর চালায় । মহিলাদের গায়েও হাত তোলার অভিযোগ ওঠে । অন্যদিকে ইস্ট মানিকতলা নিউ জুনিয়র স্পোটিং ক্লাবের সদস্যরাও কদমতলা স্পোর্টিং ক্লাবেও ভাঙচুর চালায় বলে অভিযোগ ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুই ক্লাবের সদস্যরাই একে অপরকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছুড়তে শুরু করে । যার জেরে জখম হয় দু'পক্ষেরই লোকজন । তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ।

তবে কী কারণে এই সংঘর্ষ তা জানা যায়নি । পুলিশও এনিয়ে মুখ খোলেনি । সূত্রের খবর, এলাকা দখল ঘিরে দুই ক্লাবের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের । তাই গতকাল সংঘর্ষের চেহারা নেয় ।

মানিকতলা , 20 মে : মানিকতলায় বেঙ্গল কেমিকেলের কাছে দুই পাড়ার সংঘর্ষে জখম কয়েকজন । গতরাতের এই ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এলাকার দুই ক্লাবের সদস্যদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । সেই বচসা হাতাহাতিতে গড়ায় । দু'পক্ষই ক্লাবে ভাঙচুর চালায় । জখম হয় কয়েকজন । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতরাতে মানিকতলার বেঙ্গল কেমিকেলের কাছে দুটি পাড়ার মধ্যে সংঘর্ষ হয় । কদমতলা স্পোটিং ক্লাবের ৫০ থেকে ৬০ জন ইস্ট মানিকতলা নিউ জুনিয়র স্পোটিং ক্লাবে ভাঙচুর চালায় । মহিলাদের গায়েও হাত তোলার অভিযোগ ওঠে । অন্যদিকে ইস্ট মানিকতলা নিউ জুনিয়র স্পোটিং ক্লাবের সদস্যরাও কদমতলা স্পোর্টিং ক্লাবেও ভাঙচুর চালায় বলে অভিযোগ ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুই ক্লাবের সদস্যরাই একে অপরকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছুড়তে শুরু করে । যার জেরে জখম হয় দু'পক্ষেরই লোকজন । তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ।

তবে কী কারণে এই সংঘর্ষ তা জানা যায়নি । পুলিশও এনিয়ে মুখ খোলেনি । সূত্রের খবর, এলাকা দখল ঘিরে দুই ক্লাবের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের । তাই গতকাল সংঘর্ষের চেহারা নেয় ।

Poonch (J and K), May 19 (ANI): Pakistan Army sent back the man who crossed over Line of Control (LOC) five months ago in Jammu and Kashmir. Mohd Ilyas, a 33-yr-old resident of Poonch's Jhalas village, returned to his home on 17th May, after he was handed over by Pakistan authorities to Indian authorities. Mohd Ilyas' father told ANI, "One day he left and didn't return, two days later we filed a police report. After three to four days we saw him in a video and got to know that he is in Pakistan-occupied-Kashmir". He further added, "we're thankful to District Commissioner, Police and Indian Army".


For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.