ETV Bharat / state

সরানো হল ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে, দায়িত্বে মনোজ বর্মা

ভাটপাড়ার ঘটনার জেরে সরিয়ে দেওয়া হল পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরিকে । নতুন CP হলেন মনোজ ভর্মা ।

মনোজ বর্মা
author img

By

Published : Jun 20, 2019, 8:21 PM IST

Updated : Jun 20, 2019, 11:57 PM IST

কলকাতা, 20 জুন : ভাটপাড়ার ঘটনার জের । সরিয়ে দেওয়া হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরিকে । তাঁর জায়গায় আনা হল মনোজ বর্মাকে । DIG CID অপারেশনের দায়িত্ব পাচ্ছেন তন্ময় রায় চৌধুরি।

পুলিশে ফের রদবদল । কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ২ অজয় নন্দা হচ্ছেন IG দার্জিলিং । IG CID 2 অশোক প্রসাদ কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন ।

আজকের বৈঠকের পর যাঁদের বদল হল তাঁরা হলেন :

অশোককুমার প্রসাদ IG CID 2 ছিলেন । এখন তাঁকে অজয় নন্দার জায়গায় কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার করা হল । অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় নন্দা IG দার্জিলিং হলেন । মনোজ বর্মার জায়গায় অজয় নন্দা গেলেন । কল্লোল গনাই বর্ধমান রেঞ্জের IG ছিলেন । তাঁকে IG CID করা হল । দুপুরে ঠিক হয়েছিল অজয় গনাই DIG CID অপারেশন হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন । কিন্তু ভাটপাড়ার এই পরিস্থিতির পর ঠিক হয় তাঁর জায়গায় DIG CID অপারেশন হিসেবে কাজ করবেন কল্যাণ রায়চৌধুরি । যিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে কাজ করছিলেন । তিনিই DIG CID অপারেশন হিসেবে কাজ করবেন । এর আগে DIG CID অপারেশন হিসেবে কাজ করছিলেন নিশাদ পারভেজ । তিনি DIG বর্ধমান রেঞ্জ হলেন । সুদীপ সরকার DC হেডকোয়ার্টার শিলিগুড়ি কমিশনার হিসেবে কাজ করছিলেন । তিনি DC কলকাতা পুলিশ SSD হিসেবে নিযুক্ত হলেন । ওই পদে থাকা সন্তোষ নিম্বালকার কোচবিহারের পুলিশ সুপার হলেন । কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা যিনি ভোটের পরই নিজের জায়গা ফেরত পান তিনি দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের DC জ়োন 1 (পূর্ব) হিসেবে নিযুক্ত হলেন । অভিষেক মোদি যিনি দুর্গাপুরের ওই পদে কর্মরত ছিলেন তাঁকে SP জলপাইগুড়ি করা হল । জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতিকে করা হল কলকাতা পুলিশের DC RF । বৈভব তিওয়ারি ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারের DC হেডকোয়ার্টার । তিনি সুন্দরবন পুলিশ জেলার সুপার হলেন । তথাগত বসু ছিলেন ওই পদে । তিনি বৈভব তিওয়ারির জায়গায় গেলেন । প্রশান্ত কুমার চৌধুরি ছিলেন SS ইন্টেলিজেন্স ব্রাঞ্চ । উদ্ভূত পরিস্থিতিতে তাঁকে আনা হল ব্যারাকপুরের DC স্পেশাল ব্রাঞ্চ হিসেবে । প্রশান্ত কুমারের স্থলাভিষিক্ত হলেন অমিত কুমার সিং ।

আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার কথা ছিল । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজ্যের DG পি বীরেন্দ্র । তাঁদের নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ ও ধরমবীর সাউ । এই ইশুতে নবান্নে জরুরি বৈঠক হয় । পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়া যান রাজ্যের DG পি বীরেন্দ্র ও CID-র একটি দল । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয় । এরই কয়েকঘণ্টা পরে ব্যারাকপুর পুলিশ কমিশনার বদল করা হয় ।

কলকাতা, 20 জুন : ভাটপাড়ার ঘটনার জের । সরিয়ে দেওয়া হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরিকে । তাঁর জায়গায় আনা হল মনোজ বর্মাকে । DIG CID অপারেশনের দায়িত্ব পাচ্ছেন তন্ময় রায় চৌধুরি।

পুলিশে ফের রদবদল । কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ২ অজয় নন্দা হচ্ছেন IG দার্জিলিং । IG CID 2 অশোক প্রসাদ কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন ।

আজকের বৈঠকের পর যাঁদের বদল হল তাঁরা হলেন :

অশোককুমার প্রসাদ IG CID 2 ছিলেন । এখন তাঁকে অজয় নন্দার জায়গায় কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার করা হল । অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় নন্দা IG দার্জিলিং হলেন । মনোজ বর্মার জায়গায় অজয় নন্দা গেলেন । কল্লোল গনাই বর্ধমান রেঞ্জের IG ছিলেন । তাঁকে IG CID করা হল । দুপুরে ঠিক হয়েছিল অজয় গনাই DIG CID অপারেশন হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন । কিন্তু ভাটপাড়ার এই পরিস্থিতির পর ঠিক হয় তাঁর জায়গায় DIG CID অপারেশন হিসেবে কাজ করবেন কল্যাণ রায়চৌধুরি । যিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে কাজ করছিলেন । তিনিই DIG CID অপারেশন হিসেবে কাজ করবেন । এর আগে DIG CID অপারেশন হিসেবে কাজ করছিলেন নিশাদ পারভেজ । তিনি DIG বর্ধমান রেঞ্জ হলেন । সুদীপ সরকার DC হেডকোয়ার্টার শিলিগুড়ি কমিশনার হিসেবে কাজ করছিলেন । তিনি DC কলকাতা পুলিশ SSD হিসেবে নিযুক্ত হলেন । ওই পদে থাকা সন্তোষ নিম্বালকার কোচবিহারের পুলিশ সুপার হলেন । কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা যিনি ভোটের পরই নিজের জায়গা ফেরত পান তিনি দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের DC জ়োন 1 (পূর্ব) হিসেবে নিযুক্ত হলেন । অভিষেক মোদি যিনি দুর্গাপুরের ওই পদে কর্মরত ছিলেন তাঁকে SP জলপাইগুড়ি করা হল । জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতিকে করা হল কলকাতা পুলিশের DC RF । বৈভব তিওয়ারি ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারের DC হেডকোয়ার্টার । তিনি সুন্দরবন পুলিশ জেলার সুপার হলেন । তথাগত বসু ছিলেন ওই পদে । তিনি বৈভব তিওয়ারির জায়গায় গেলেন । প্রশান্ত কুমার চৌধুরি ছিলেন SS ইন্টেলিজেন্স ব্রাঞ্চ । উদ্ভূত পরিস্থিতিতে তাঁকে আনা হল ব্যারাকপুরের DC স্পেশাল ব্রাঞ্চ হিসেবে । প্রশান্ত কুমারের স্থলাভিষিক্ত হলেন অমিত কুমার সিং ।

আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার কথা ছিল । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজ্যের DG পি বীরেন্দ্র । তাঁদের নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ ও ধরমবীর সাউ । এই ইশুতে নবান্নে জরুরি বৈঠক হয় । পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়া যান রাজ্যের DG পি বীরেন্দ্র ও CID-র একটি দল । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয় । এরই কয়েকঘণ্টা পরে ব্যারাকপুর পুলিশ কমিশনার বদল করা হয় ।

Intro:কলকাতা, ২০ জুন: উশষী সেনগুপ্তর ঘটনায় আবারো সামনে এলো রাতের কলকাতায় শহরবাসীর নিরাপত্তাহীনতা। বিষয়টি এবার হালকাভাবে নিচ্ছে না পুলিশ। গতকাল লালবাজারে বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ রাতেই কাজ শুরু করে দিয়েছে পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে সারারাত ধরে প্রায় নাকা চেকিং চালাল কলকাতা পুলিশ। জানা গেছে, নিয়ন্ত্রনহীন এবং হেলমেট না পরে বাইক চালানোর জন্য এক রাতেই কেস রয়েছে 205টি।Body:রাতের কলকাতায় বাইকের দাপাদাপি। প্রচন্ড গতিতে হেলমেট ইন বাইক আরোহীর ছুটে যাওয়া বেশ পরিচিত দৃশ্য। ইদানিং যা বেড়ে গেছে অনেকটাই। পুলিশ সূত্রে খবর, পূর্ব কলকাতার বেশ কিছু এলাকা, সি আই টি রোড, খিদিরপুর, পাক সার্কাস, মা ফ্লাইওভারে এই প্রবণতা অনেকটাই বেশি। গত সোমবার রাতেও উশষী সেনগুপ্তের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তা ঘটায় হেলমেটহীন বাইক আরোহীরাই। তারপর লালবাজারের তরফ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে এবার জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। পাশাপাশি কলকাতা পুলিশের সিনিয়র কর্তরা মনে করছেন, এই বিষয়টিকে কিছু সামাজিক সমস্যাও রয়েছে। সেই সূত্রে বিভিন্নভাবে ওই যুবকদের বোঝানো হবে। দেওয়া হবে মেসেজ। পাশাপাশি চলবে চেকিং।
Conclusion:গতরাতে কলকাতা শহরের বাইক বাহিনীর দৌরাত্ম্য থামাতে চালানো হয় চেকিং। পুলিশ সূত্রে খবর, সেই চেকিংয়ের গতরাতে বাইক বাহিনীর বিরুদ্ধে ২০৫ টি কেস করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চেকিং এবার থেকে রোজই চলবে।
Last Updated : Jun 20, 2019, 11:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.