ETV Bharat / state

শেক্সপিয়ার সরণিতে ফরওয়ার্ড ব্লক অফিস দখলের অভিযোগ বৈশালীর বিরুদ্ধে - Baishali Diyamiya

তৃণমূল বিধায়ক বৈশালী ডায়মিয়ার বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে । কলকাতার শেক্সপিয়ার সরণির ঘটনা । পালটা ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, তাদের জমি জোর করে দখলের চেষ্টা হয়েছে ।

ঘটনাস্থানে বৈশালী ডালমিয়া
author img

By

Published : May 17, 2019, 2:06 PM IST

কলকাতা, 17 মে : তৃণমূল বিধায়ক বৈশালী ডায়মিয়ার বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে । কলকাতার শেক্সপিয়ার সরণির ঘটনা । এদিকে, ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, জোর করে তাদের জমি দখল করার চেষ্টা করেছেন বৈশালী ।

শেক্সপিয়ার সরণি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ২ কাটা জায়গার উপর রয়েছে বৈশালীর পৈত্রিক বাড়ি । গতরাতে তিনি সেখানে যান । দেখেন তাঁর বাড়ি দখল করে চলছে ফরওয়ার্ড ব্লকের কাজকর্ম । এরপরই তিনি ফরওয়ার্ড ব্লকের নেতাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

যদিও ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, তাদের পার্টি অফিস জোর করে দখল করা হয়েছে । এই ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া, তাঁর নিরাপত্তারক্ষী ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

জানা গেছে, এই জমি নিয়ে আগে থেকেই মামলা চলছে নিম্ন আদালতে । ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, অফিস দখল করতে এসে আদালতের নির্দেশ অবজ্ঞা করেছেন বিধায়ক । এই বিষয়ে বৈশালী অবশ্য কিছু বলতে চাননি ।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

কলকাতা, 17 মে : তৃণমূল বিধায়ক বৈশালী ডায়মিয়ার বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে । কলকাতার শেক্সপিয়ার সরণির ঘটনা । এদিকে, ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, জোর করে তাদের জমি দখল করার চেষ্টা করেছেন বৈশালী ।

শেক্সপিয়ার সরণি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ২ কাটা জায়গার উপর রয়েছে বৈশালীর পৈত্রিক বাড়ি । গতরাতে তিনি সেখানে যান । দেখেন তাঁর বাড়ি দখল করে চলছে ফরওয়ার্ড ব্লকের কাজকর্ম । এরপরই তিনি ফরওয়ার্ড ব্লকের নেতাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

যদিও ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, তাদের পার্টি অফিস জোর করে দখল করা হয়েছে । এই ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া, তাঁর নিরাপত্তারক্ষী ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

জানা গেছে, এই জমি নিয়ে আগে থেকেই মামলা চলছে নিম্ন আদালতে । ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, অফিস দখল করতে এসে আদালতের নির্দেশ অবজ্ঞা করেছেন বিধায়ক । এই বিষয়ে বৈশালী অবশ্য কিছু বলতে চাননি ।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Intro:বৈশালি ডালমিয়ার বাড়ি দখল করে চলছে ফরওয়াড ব্লকের পার্টি অফিস, উত্তেজনা এলাকায়
Body:
বৈশালি ডালমিয়ার বাড়ি দখল করে ফরওয়াড ব্লকের পার্টি অফিস চালনাে হচ্ছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় শেক্সপিয়র সরণী চত্বর জুড়ে।
পৈত্রিক সম্পতি হাতে পেতে বাদানুবাদে জড়িয়ে পড়েন খোদ বৈশালি ডালমিয়া।
শেক্সপিয়র সরণী থানার ঠিক ঢিল ছোড়া দূরত্বে ২ কাটা জায়গার উপর রয়েছে বৈশালি ডালমিয়ার পৈত্রিক বাড়ি।
বৃহস্পতিবার রাতে সেখানেই যান তিনি।
কিন্তু ফরওয়াড ব্লকের নেতাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.