কলকাতা, 17 মে : তৃণমূল বিধায়ক বৈশালী ডায়মিয়ার বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে । কলকাতার শেক্সপিয়ার সরণির ঘটনা । এদিকে, ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, জোর করে তাদের জমি দখল করার চেষ্টা করেছেন বৈশালী ।
শেক্সপিয়ার সরণি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ২ কাটা জায়গার উপর রয়েছে বৈশালীর পৈত্রিক বাড়ি । গতরাতে তিনি সেখানে যান । দেখেন তাঁর বাড়ি দখল করে চলছে ফরওয়ার্ড ব্লকের কাজকর্ম । এরপরই তিনি ফরওয়ার্ড ব্লকের নেতাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।
যদিও ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, তাদের পার্টি অফিস জোর করে দখল করা হয়েছে । এই ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া, তাঁর নিরাপত্তারক্ষী ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
জানা গেছে, এই জমি নিয়ে আগে থেকেই মামলা চলছে নিম্ন আদালতে । ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, অফিস দখল করতে এসে আদালতের নির্দেশ অবজ্ঞা করেছেন বিধায়ক । এই বিষয়ে বৈশালী অবশ্য কিছু বলতে চাননি ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।