ETV Bharat / state

Sovan-Baishakhi : রত্না দেবী আগে আমার বাড়ি খালি করুন, তারপর জবাব দেব : বৈশাখী - বৈশাখীর সিঁথিতে সিঁদুর দান

বিজয়া দশমীতে শোভন চট্টোপাধ্যায় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে নিজেদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে চেয়েছেন ৷ এই ছবি মুহূর্তে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায় আক্রমণ করেন শোভন-বৈশাখীকে ৷ তাকে পাল্টা একহাত নিলেন বৈশাখী ৷

রত্না-শোভন-বৈশাখী
রত্না-শোভন-বৈশাখী
author img

By

Published : Oct 17, 2021, 6:48 AM IST

কলকাতা, 17 অক্টোবর : যার নিজের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আইনি মন্তব্য করা কোনও অধিকার নেই ৷ রত্না চট্টোপাধ্যায়কে এই ভাষাতেই কড়া জবাব দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । বিজয়া দশমীতে শোভন-বৈশাখীর সিঁদুর দানের ঘটনায় বৈশাখীকে আক্রমণ করেন শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায় ৷

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার বিষয়ে কোনও মন্তব্য করার ওনার আইনত কোনও অধিকার নেই ।" রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনে বৈশাখী বলেন, "রত্না দেবী নিজে বেআইনিভাবে আমার বাড়ি জবরদখল করে রেখেছেন, তিনি আগে বাড়িটা খালি করুন । তারপর ওনার মন্তব্যের আইনি উত্তর দেব ।"

আরও পড়ুন : Sovan-Baishakhi : আইন কি এই বিয়েকে মান্যতা দেয়, প্রশ্ন করুন শোভনবাবুকে : রত্না

বিজয়া দশমীর দিনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সিঁদুর পরিয়ে দু'জনের সম্পর্ককে কার্যত সামাজিক স্বীকৃতি দিতে চেয়েছেন শোভন চট্টোপাধ্যায় । আর তার প্রতিক্রিয়ায় শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায় দাবি করেন আইনত এখনও তিনি শোভনের স্ত্রী । তাই তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে সিঁদুর পরাতে পারেন না শোভন চট্টোপাধ্যায় । যদিও নিজের যুক্তি নিজেই খণ্ডন করে তিনি বলেন, "কাউকে সিঁদুর পরালে সেই মহিলা তাঁর স্ত্রী হয়ে যান না ।"

বিজয়া দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরানোর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় । যা নজরে আসে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়েরও। তিনি বলেন, "দেশের আইন ভুলে গিয়ে শোভন-বৈশাখী জুটি যা পারছে, করছে ।" উল্লেখ্য, গত 3 বছর ধরে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, এখনও যার নিষ্পত্তি হয়নি ।

শোভন চট্টোপাধ্যায় আইনত এখনও তাঁর স্বামী জানিয়ে রত্না চট্টোপাধ্যায়ের মন্তব্য, "ওঁরা বিয়ের কথা ভাবলেও কিছু এসে যায় না ।" এমনকি এই বিয়ে ঠেকাতে কী করা সম্ভব, তা তাঁর ভালই জানা আছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রত্না । আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চললেও সিঁথিতে সিঁদুর দিয়ে রত্না দেবীকে নিজের জীবন থেকে বাদ দিয়ে বান্ধবী বৈশাখীকে নিজের স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়ার বার্তা দিয়েছেন শোভন, এ নিয়ে কোনও দ্বিমত নেই ।

কলকাতা, 17 অক্টোবর : যার নিজের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আইনি মন্তব্য করা কোনও অধিকার নেই ৷ রত্না চট্টোপাধ্যায়কে এই ভাষাতেই কড়া জবাব দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । বিজয়া দশমীতে শোভন-বৈশাখীর সিঁদুর দানের ঘটনায় বৈশাখীকে আক্রমণ করেন শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায় ৷

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার বিষয়ে কোনও মন্তব্য করার ওনার আইনত কোনও অধিকার নেই ।" রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনে বৈশাখী বলেন, "রত্না দেবী নিজে বেআইনিভাবে আমার বাড়ি জবরদখল করে রেখেছেন, তিনি আগে বাড়িটা খালি করুন । তারপর ওনার মন্তব্যের আইনি উত্তর দেব ।"

আরও পড়ুন : Sovan-Baishakhi : আইন কি এই বিয়েকে মান্যতা দেয়, প্রশ্ন করুন শোভনবাবুকে : রত্না

বিজয়া দশমীর দিনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সিঁদুর পরিয়ে দু'জনের সম্পর্ককে কার্যত সামাজিক স্বীকৃতি দিতে চেয়েছেন শোভন চট্টোপাধ্যায় । আর তার প্রতিক্রিয়ায় শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায় দাবি করেন আইনত এখনও তিনি শোভনের স্ত্রী । তাই তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে সিঁদুর পরাতে পারেন না শোভন চট্টোপাধ্যায় । যদিও নিজের যুক্তি নিজেই খণ্ডন করে তিনি বলেন, "কাউকে সিঁদুর পরালে সেই মহিলা তাঁর স্ত্রী হয়ে যান না ।"

বিজয়া দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরানোর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় । যা নজরে আসে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়েরও। তিনি বলেন, "দেশের আইন ভুলে গিয়ে শোভন-বৈশাখী জুটি যা পারছে, করছে ।" উল্লেখ্য, গত 3 বছর ধরে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, এখনও যার নিষ্পত্তি হয়নি ।

শোভন চট্টোপাধ্যায় আইনত এখনও তাঁর স্বামী জানিয়ে রত্না চট্টোপাধ্যায়ের মন্তব্য, "ওঁরা বিয়ের কথা ভাবলেও কিছু এসে যায় না ।" এমনকি এই বিয়ে ঠেকাতে কী করা সম্ভব, তা তাঁর ভালই জানা আছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রত্না । আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চললেও সিঁথিতে সিঁদুর দিয়ে রত্না দেবীকে নিজের জীবন থেকে বাদ দিয়ে বান্ধবী বৈশাখীকে নিজের স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়ার বার্তা দিয়েছেন শোভন, এ নিয়ে কোনও দ্বিমত নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.