কলকাতা, 15 সেপ্টেম্বর: দুই বছর আগের করোনা পরিস্থিতির কথা ভাবলে এখনও আমাদের আতঙ্ক লাগে ৷ কোটি কোটি সাধারণ মানুষ থেকে গুণীজন, কেউই তার কবল থেকে রেহাই পায়নি । তবে সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, মানসিকভাবে আরও শক্ত হয়েছে মানুষ । কিন্তু যাঁরা গিয়েছে, তাঁদের আর ফেরানো যায়নি । সেই চলে যাওয়া মানুষগুলিকে স্মরণ করতেই বাগুইআটি উদয়ন সংঘ ক্লাবের এবারের থিম 'মিস ইউ'(Baguiati Udayan Sangha 2022 Durga Puja Theme is Miss You)৷
প্যান্ডেলের ঠিক প্রথম সারিতে একাধিক পোর্ট্রেটে গায়িকা লতা মঙ্গেশকর, ফুটবল তারকা পেলে, বিশিষ্ট রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বের একাধিক দিকপাল লোককে চেয়ারে বসানো হয়েছে । এরপর মণ্ডপের ভিতরে ঢুকতেই একাধিক প্লট ও আলো এবং রঙের খেলায় কোভিড কালের চিত্র সুন্দর করে তুলে ধরা হচ্ছে । মাথার উপরে অগণিত স্যালাইনে রক্ত প্রবাহিত হচ্ছে । আর নীচে অক্সিজেন মুখে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রোগী । করোনা লকডাউন কীভাবে মানুষকে ঘরবন্দি করেছিল সেই চিত্রও তুলে ধরা হয়েছে এখানে ।
সর্বোপরি করোনা মহামারী ও তার জেরে ঘোষিত লকডাউনে আমার আপনার মত সাধারণ মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছিল সেই চিত্র সুন্দরভাবে তুলে ধরা চেষ্টা করেছেন শিল্পী মিয়াজ । একইভাবে, সেই ভয়ংকর পরিস্থিতি কাটিয়ে মা দুর্গার আগমন হচ্ছে । আর সে কারণেই সাধারণ মানুষ আবারও মেতে উঠেছেন সুন্দর মুহূর্তকে উপভোগ করতে । ফুচকা স্টল, জমায়েত, ক্লাবের আড্ডা ইত্যাদির মাধ্যমে বিষয়গুলিকে সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে(Baguiati Udayan Sangha Club)।
আরও পড়ুন : প্রতিমা হস্তে সুসজ্জিত অস্ত্র তৈরির কারখানায় কেমন ব্যস্ততা, খোঁজ নিল ইটিভি ভারত
তবে এহেন থিমকে বেছে নেওয়ার কারণ কী ?
এই বিষয়ে বাগুইআটি উদয়ন সংঘের ক্লাব সেক্রেটারি অমলেশ ঘোষ বলেন, "বহু বছর ধরেই আমাদের ক্লাব পুজো করে ৷ কিন্তু 55 বছরে এই প্রথম আমরা থিম পুজো করছি । বিশেষ করে করোনাকালে আমরা মানুষ কতটা সমস্যায় পড়েছিল এবং সেটা মা দুর্গার হাত ধরে কীভাবে সেই সময়টাকে কাটিয়ে উঠতে পেরেছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ।"
আর যাঁর মস্তিষ্কপ্রসূত এই মণ্ডপের থিম সেই শিল্পী মিয়াজের কথায়, "যে তিনটি বছর আমরা পার করেছি তারপর একটা নতুন সময় ফিরে এসেছে । মা দুর্গার এই শুভ আগমনে খারাপ সময় থেকে আমরা পজিটিভে ফিরছি । সেই বার্তায় এই থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে । মা দুর্গার হাত ধরেই কষ্ট যন্ত্রণাকে পিছনে ফেলে ভালো সময়ের দিকে আমরা এগিয়ে আসছি । হ্যাশ ট্যাগ মিস ইউ-এর মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যে, গত তিন বছরে আমরা সাধারণ থেকে অসাধারণ বহু দিকপাল মানুষকে হারিয়েছি । তাঁদের স্মরণ করতেই এই থিম ৷"
আরও পড়ুন : ওষুধের র্যাপার দিয়ে 4 ইঞ্চির দুর্গাপ্রতিমা, তাক লাগালেন কোচবিহারের গৃহবধূ