কলকাতা, 13 সেপ্টেম্বর: রদবদল নিয়ে এ বার মুখ খুললেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় । সম্প্রতি মাদ্রিদে যাওয়ার আগে মন্ত্রিসভার রদবদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাতে পর্যটন দফতর থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । বাবুলের বদলে পর্যটন দফতরের দায়িত্ব সরাসরি তুলে দেওয়া হয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের দায়িত্বে থাকা মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাতে ।
বাদল অধিবেশন চলাকালীনই বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনের পর্যটন দফতর নিয়ে সংঘাত প্রকাশ্যে চলে এসেছিল । তারপরেই বাবুল সুপ্রিয়কে সেই দফতর থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দীর্ঘ ফেসবুক পোস্ট করে সেই সংঘাতকে কার্যত শিলমোহর দিলেন বাবুল । একইসঙ্গে, নতুন দায়িত্ব পেয়ে যে তিনি খুশি, তাও জানিয়ে দিলেন তিনি ।
এ দিন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দীর্ঘ পোস্টে বাবুল সুপ্রিয় লিখেছেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আমি এবং ইন্দ্রনীলদা নিজের নিজের দফতরের দায়িত্ব নিয়ে অবশ্যই নতুন উদ্যমে কাজ শুরু করছি । পাবলিক লাইফে থাকলে অবশ্যই কন্ট্রোভার্সির প্রেশার থাকবে । লেজেন্ডারি টেনিস প্লেয়ার বিলি জিন কিং বলেছেন, প্রেশার ইজ এ প্রিভিলেজ ।"
এখানেই শেষ নয়, বাবুল সুপ্রিয় আরও বলেন, "আমরা আমাদের কথা বলেছি, এখন সে সব ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার সময় । আমার দুটি দফতর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স এবং অচিরাচরিত শক্তি এই দুটির সঙ্গে পূর্বের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যোগ আছে । দুটি দফতর নিয়ে আমি খুশি । আমি আমাদের নতুন পর্যটন মন্ত্রীকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি । অল দ্য ভেরি বেস্ট । আসুন, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য দু'জনে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করি ।"
আরও পড়ুন: 'দিদিকে বল', বিধানসভায় বাদানুবাদের পর বাবুলকে জবাব ইন্দ্রনীলের
প্রসঙ্গত, কয়েকদিন আগে ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয়র ঝগড়া প্রকাশ্যে আসার পর এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'পক্ষই । কিন্তু এ দিনের ফেসবুক পোস্ট তাঁদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সত্যতা একদিকে যেমন প্রকাশ করল, সেইসঙ্গে তাঁরা যে সেই অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে রাজ্যের উন্নয়নে কাজ করতে চান সেটাও প্রমাণ হল ।