কলকাতা, 19 জুলাই: রাজ্যে নিজেদের উপস্থিতিকে আরও মজবুত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে বঙ্গ বিজেপি । সেই কারণে জুলাই এবং অগস্ট এই দুই মাস চলবে 'হর ঘর তিরাঙ্গা' (Har Ghar Tiranga) কর্মসূচি । বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন, "বিজেপি একটি রাষ্ট্রবাদী দল । তাই দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগাতে এবং 200 বছরের স্বাধীনতা সংগ্রামের কথা মনে করিয়ে দিতেই গত 13 জুলাই থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্যেক কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করার আবেদন জানানো হয়েছে । দেশের 100 কোটি মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে এই ক'দিনে । তাই এই কর্মসূচির নাম ঘর ঘর তিরাঙ্গা ।"
আরও পড়ুন : বিজেপি'র প্রতিনিধি ছিলেন ধনকড়, প্রাক্তন রাজ্যপালকে কটাক্ষ প্রসূনের
তিনি আরও বলেন, "রাজ্যেও এই একই নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও রাজ্যের জায়গায় জায়গায় পালিত হচ্ছে আজাদি কা মহোৎসবকে ঘিরে অনুষ্ঠান ।"
সম্প্রতি অমিত শাহ বলেন যে, তিনি মনে করেন সমস্ত রাজ্য, সরকারি ওয়েবসাইট, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে জাতীয় পতাকা লাগানো উচিত । এছাড়াও দেশবাসী পতাকার সামনে দাঁড়িয়ে সেলফি তুলে সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইটেও আপলোড করতে পারেন । তাই একদিকে যেমন বঙ্গ বিজেপিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে তেমনই অন্যদিকে কেন্দ্রের এই প্রকল্পকে পুরো মাত্রায় কাজে লাগাতে চায় রাজ্য নেতারা । গত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর আসন্ন পঞ্চায়েত ও তারপর লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির উপস্থিতিকে আরও জোরদার করতে মাঠে নেমেছে গেরুয়া শিবির ।