কলকাতা, 27 মে : সরকারি বাসের পাশাপাশি আজ থেকে কয়েকটি রুটে চলল অটো । তবে রাস্তায় তেমন যাত্রী পাওয়া যায়নি । ফলে সারাদিনে জ্বালানি খরচটুকুও ওঠেনি বলে জানালেন অটো মালিকরা । অটোরিক্সা অপারেটর ইউনিয়নের সম্পাদক খোকন শি বলেন, "রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ আমরা কয়েকটি রুটে অটো চালিয়েছি । লকডাউনের আগে যা ভাড়া ছিল সেই ভাড়াই নেওয়া হয়েছে । সরকারি নিয়ম মেনে আজ সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত অটো চালানো হয়েছে । পাশাপাশি সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালানো হয়েছে । তবে যাত্রী না থাকায় 200 থেকে 230 টাকার মধ্যে ভাড়া হয়েছে । কোনও কোনও গাড়িতে মাত্র 100 টাকা ভাড়া হয়েছে সারাদিনে । আমাদের জ্বালানি খরচটুকুও ওঠেনি । এভাবে গাড়ি চালানো সম্ভব নয় ।"
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সাত দিন গাড়ি চালিয়ে দেখা হবে । যদি যাত্রী না হয়, তাহালে ভাড়া বাড়িয়ে গাড়ি চালাতে হবে । নয়তো পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ।" ভাড়া উঠছে না বলে বেশি যাত্রী তোলা হয়নি বলেও জানান খোকন । সামাজিক দূরত্ব বজায় রেখেই অটোতে যাত্রী তোলা হয় । তিনি বলেন, "ভাড়া ওঠানোর জন্য আমরা কোথাও দু'জনের বেশি যাত্রী তুলিনি । আমাদের দু'টি রুটে অটো চলাচল করে । দু'টি রুট মিলিয়ে আজ 60টি মতো গাড়ি নামানো হয় । তবে কোনও কোনও গাড়িতে একজন যাত্রীও হয়নি । গোড়া থেকেই আশঙ্কা ছিল যে লকডাউনের মধ্যে রাস্তায় তেমন মানুষ থাকবে না । তাই যাত্রী না মেলার সম্ভাবনাই বেশি । তবু আমরা জনসাধারণের যাতে কোনও অসুবিধা না হয় তাই মুখ্যমন্ত্রী নির্দেশ মেনেই আজ থেকে অটো চালানো শুরু করেছি ।"
বাগুইআটি থেকে উলটোডাঙা অটোরিকশা অপারেটর ইউনিয়নের সম্পাদক বিপ্লব মোদক বলেন, "আজ আমাদের রুটে হাতে গোনা কয়েকটি অটো বেরিয়েছে । সারাদিন যাত্রী সংখ্যা একেবারেই ছিল না বললে চলে ।" পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (PVD)-র তরফে অটো চালকদের সঙ্গে বৈঠকে জানানো হয়েছিল যে, অটো চালু হলে প্রত্যেকটি রুটে যত অটো চলে তার এক-তৃতীয়াংশ চালাতে হবে । পাশাপাশি ভাড়ার ক্ষেত্রে বলা হয়, যেহেতু সাধারণত অটোতে চারজন যাত্রী যেতে পারে সেই ভাবেই ভাড়া ঠিক করা হয় । তবে এখন যেহেতু শুধু দু'জন যাত্রী তোলা যাবে, সেহেতু এমনভাবে ভাড়া ঠিক করতে হবে যাতে চারজন যাত্রীর ভাড়া দু'জনের মধ্যে ভাগ হয়ে যায় । অর্থাৎ কোনও রুটে যদি চারজনের ভাড়া 10 টাকা করে 40 টাকা হয়, তাহলে সে ক্ষেত্রে এখন দু'জন যাত্রী তুললে প্রত্যেককে দিতে হবে 20 টাকা করে ।