কলকাতা, 25 মে: সরকারি বাস ও হলুদ ট্যাক্সির পাশাপাশি বুধবার থেকে পথে নামবে অটো । অটো ও ট্যাক্সি পথে নামানো নিয়ে মালিকদের সঙ্গে কসবা শাখার পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের(PVD)-2 বৈঠকও হয়েছে ইতিমধ্যে ।
বৈঠকে PVD-র তরফে জানানো হয়েছে, অটো চালু হলে প্রত্যেকটি রুটে যত অটো চলে তার এক তৃতীয়াংশ চালাতে হবে । সাধারণত একটি অটোতে 4 জন যাত্রী যেতে পারে । সেই ভাবেই ভাড়া ঠিক করা হয় । তবে এখন থেকে দু'জনের বেশি যাত্রী তোলা যাবে না । সেহেতু এমনভাবে ভাড়া ঠিক করতে হবে যাতে 4জন যাত্রীর ভাড়া 2 জনের মধ্যে ভাগ হয়ে যায় । অর্থাৎ কোনও রুটে যদি 4 জনের ভাড়া 10 টাকা করে 40 টাকা হলে সেক্ষেত্রে এখন একজন যাত্রীকে 20 টাকা করে দিতে হবে । এই বিষয়ে অটোরিক্সা অপারেটর ইউনিয়নের সম্পাদক তপন শীল বলেন, "রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বুধবার অর্থাৎ 27 মার্চ থেকে সিঁথির মোড় থেকে দমদম 30A বাসস্ট্যান্ড(RT27) হয়ে দমদম রুটে অটো চলাচল শুরু হবে । যে LPG গ্যাসে অটো চলে বর্তমানে তার দাম 33 থেকে 35 টাকা প্রতি কেজি । তাই আমরা হিসেব করে দেখেছি যে এই মুহূর্তে ভাড়া না বাড়ালেও খুব একটা লোকসানের মুখে পড়তে হবে না অটো চালক ও মালিকদের । তাই এই মুহূর্তে আমরা 2জন যাত্রীর ক্ষেত্রেও আগের ভাড়া রাখারই সিদ্ধান্ত নিয়েছি । যদিও এই লকডাউনের মধ্যে রাস্তায় তেমন মানুষ নেই বলে যাত্রী না মেলারই সম্ভাবনা বেশি । তবুও জনসাধারণের যাতে কোনও অসুবিধা না হয় তাই মুখ্যমন্ত্রী নির্দেশ মেনেই পথে অটো নামাব ।"
পথে নামলেও মানতে হবে সমস্ত স্বাস্থ্য বিধি । যেমন প্রতিটি অটোতে দু'জন যাত্রীর বেশি তোলা যাবে না । যাত্রীদের চালকের পিছনের আসনে বসতে হবে । সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত চলাচল করবে অটো। A, B ও C চার্ট অনুসারে অটো চালানো হবে । অথাৎ বুধবার শুধুমাত্র A চার্টের গাড়ি চলবে । আবার বৃহস্পতিবার B চার্ট ও শুক্রবার শুধুমাত্র C চার্টের গাড়ি চলবে । সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । অযথা স্ট্যান্ডে আসা যাওয়া করা যাবে না ।
বাগুইআটি থেকে উল্টোডাঙ্গা অটোরিকশা অপারেটর ইউনিয়নের সম্পাদক বিপ্লব মোদক বলেন, "বুধবার থেকে আমাদের রুটে অটো চলাচল করবে । যদিও লকডাউনে যাত্রী সংখ্যা কত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে । তাই কিছুটা হলেও ভাড়া না বাড়ালে সারাদিনের জ্বালানি খরচ তোলা অসম্ভব হয় পড়বে । তাই প্রথম দু-একদিন পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হবে । তারপরও চালকরা পেরে না উঠলে আবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবে সংগঠন ।" তিনি আরও বলেন, " আমাদের রুটে প্রায় 700 থেকে 730 অটো চলাচল করে । তবে এর বাইরেও রয়েছে বহু অনুমোদনহীন অটো । যে ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন । যদিও পরিবহন দপ্তরের তরফে প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।"