ETV Bharat / state

Durga Puja 2023: জন্ম থেকে মৃত্যু, জীবনের চক্রব্যুহে ওঠা পড়ার লড়াই অরবিন্দ সেতু সর্বজনীনে - জীবনের চক্রব্যুহে ওঠা পড়ার লড়াই

Aurobindo Setu Sarbojanin:দীর্ঘ জীবনের চক্রব্যুহ ৷ আর সেই চক্রব্যুহ থেকে বেরনো সহজ নয় ৷ এই জীবন চক্রই এবার মানুষের কাছে তুলে ধরছে উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের পুজো ৷

Durga Puja theme
অরবিন্দ সেতু সর্বজনীনের পুজো
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 5:08 PM IST

উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের পুজো

কলকাতা, 10 অক্টোবর: বেরোনোর পথ জানতেন না বলে চক্রব্যুহে নিহত হয়েছিলেন অভিমন্যু । আমরাও কিন্তু সবাই এক একজন অভিমন্যু। জীবন নামক চক্রব্যুহে সকলে আটকে পড়েছি । জন্ম থেকে মৃত্যু চক্রের মধ্যে আবর্তিত হচ্ছে জীবন ৷ জন্ম থেকে মৃত্যু কেবল জীবনের জাঁতাকলে হাবুডুবু। মানুষ থেকে জীবজন্তু, এমনকী কীটের জীবনে এই জন্ম থেকে মৃত্যু, ওঠা পড়ার ছবিকেই তুলে ধরা হয়েছে উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের মণ্ডপে । 47তম বর্ষে এবার তাদের বিষয় ভাবনা, জীবন-চক্র ।

Durga Puja theme
মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হচ্ছে লোহা

জীবন মানেই শুধু বেড়ে ওঠা নাকি অন্য কিছু? সেই খোঁজ দেবে এবার অরবিন্দ সেতু সর্বজনীন । পুজো কমিটির সদস্য মিন্টু পাত্র বলেন, "এই চক্রব্যুহ থেকে বেরোনোর জন্যে আপ্রাণ চেষ্টা করছে সকলেই । কিন্তু পারছেন না । শরীরে থাকা ষড়রিপু নির্মমভাবে বধ করছে । তাহলে উপায়? জন্ম মৃত্যুর এই ভয়ঙ্কর চক্র বা আবর্ত থেকে বাঁচার উপায়ও কিন্তু সেই চক্র । আমাদের শরীরে ছয়টি চক্র আছে । যোগমায়ার আশীর্বাদে সেই চক্র ভেদ করে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে । তবেই হবে মুক্তি ।"

Durga Puja theme
অরবিন্দ সেতু সর্বজনীনের থিম জীবন চক্র

আরও পড়ুন: কৃষকদের জীবন সংগ্রাম এবার বহরমপুরের পুজো মণ্ডপে

অরবিন্দ সেতু সর্বজনীনের গোটা মণ্ডপটাই তৈরি হচ্ছে লোহার কাঠামোর উপর । লোহার পাত দিয়ে ঝালাই করে হচ্ছে বিভিন্ন নকশা । মণ্ডপে ফুটে উঠেছে প্রজাপতির জীবন চক্র । পিউপা থেকে শুঁয়োপোকা হয়ে সেখান থেকে প্রজাপতি । এরপর রঙিন জীবনজ্ঞাপনের পর মৃত্যুর কোলে ঢলে পড়া । অন্য দিকে থাকছে মানুষের জীবন চক্র । জন্ম থেকে শৈশব, তারপর কৈশোর হয়ে যৌবনে পা । কর্মজীবন থেকে বার্ধ্যক কাটিয়ে মৃত্যুর পথে যাত্রা । সবেরই দেখা মিলবে এই পুজো মণ্ডপে ৷ এখন মণ্ডপে জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ । বিষয় ভাবনার সঙ্গেই মানানসই হচ্ছে প্রতিমা । বিষয় ভাবনা ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর মাইতি । প্রতিমা তৈরি করছেন শিল্পী গোপাল পাল ।

Durga Puja theme
প্রজাপতির জীবন চক্র

উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের পুজো

কলকাতা, 10 অক্টোবর: বেরোনোর পথ জানতেন না বলে চক্রব্যুহে নিহত হয়েছিলেন অভিমন্যু । আমরাও কিন্তু সবাই এক একজন অভিমন্যু। জীবন নামক চক্রব্যুহে সকলে আটকে পড়েছি । জন্ম থেকে মৃত্যু চক্রের মধ্যে আবর্তিত হচ্ছে জীবন ৷ জন্ম থেকে মৃত্যু কেবল জীবনের জাঁতাকলে হাবুডুবু। মানুষ থেকে জীবজন্তু, এমনকী কীটের জীবনে এই জন্ম থেকে মৃত্যু, ওঠা পড়ার ছবিকেই তুলে ধরা হয়েছে উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের মণ্ডপে । 47তম বর্ষে এবার তাদের বিষয় ভাবনা, জীবন-চক্র ।

Durga Puja theme
মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হচ্ছে লোহা

জীবন মানেই শুধু বেড়ে ওঠা নাকি অন্য কিছু? সেই খোঁজ দেবে এবার অরবিন্দ সেতু সর্বজনীন । পুজো কমিটির সদস্য মিন্টু পাত্র বলেন, "এই চক্রব্যুহ থেকে বেরোনোর জন্যে আপ্রাণ চেষ্টা করছে সকলেই । কিন্তু পারছেন না । শরীরে থাকা ষড়রিপু নির্মমভাবে বধ করছে । তাহলে উপায়? জন্ম মৃত্যুর এই ভয়ঙ্কর চক্র বা আবর্ত থেকে বাঁচার উপায়ও কিন্তু সেই চক্র । আমাদের শরীরে ছয়টি চক্র আছে । যোগমায়ার আশীর্বাদে সেই চক্র ভেদ করে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে । তবেই হবে মুক্তি ।"

Durga Puja theme
অরবিন্দ সেতু সর্বজনীনের থিম জীবন চক্র

আরও পড়ুন: কৃষকদের জীবন সংগ্রাম এবার বহরমপুরের পুজো মণ্ডপে

অরবিন্দ সেতু সর্বজনীনের গোটা মণ্ডপটাই তৈরি হচ্ছে লোহার কাঠামোর উপর । লোহার পাত দিয়ে ঝালাই করে হচ্ছে বিভিন্ন নকশা । মণ্ডপে ফুটে উঠেছে প্রজাপতির জীবন চক্র । পিউপা থেকে শুঁয়োপোকা হয়ে সেখান থেকে প্রজাপতি । এরপর রঙিন জীবনজ্ঞাপনের পর মৃত্যুর কোলে ঢলে পড়া । অন্য দিকে থাকছে মানুষের জীবন চক্র । জন্ম থেকে শৈশব, তারপর কৈশোর হয়ে যৌবনে পা । কর্মজীবন থেকে বার্ধ্যক কাটিয়ে মৃত্যুর পথে যাত্রা । সবেরই দেখা মিলবে এই পুজো মণ্ডপে ৷ এখন মণ্ডপে জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ । বিষয় ভাবনার সঙ্গেই মানানসই হচ্ছে প্রতিমা । বিষয় ভাবনা ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর মাইতি । প্রতিমা তৈরি করছেন শিল্পী গোপাল পাল ।

Durga Puja theme
প্রজাপতির জীবন চক্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.