কলকাতা, 29 ডিসেম্বর : অরিন্দম ভট্টাচার্যের চওড়া হাতে ভর দিয়ে পয়েন্ট টেবিলে এটিকে-মোহনবাগান এক নম্বরে । চেন্নাইয়িন এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করল হাবাসের ছেলেরা । ঝুলিতে 17পয়েন্ট । গোলমুখে রয় কৃষ্ণদের ব্যর্থতা এবং গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দুরন্ত গোলরক্ষা সবুজ মেরুনের সম্মান বাঁচাল ।
আটদিন পরে খেলতে নেমেছিল এটিকে-মোহনবাগান । অন্যদিকে মাত্র দুদিনের ব্যবধানে খেলতে নেমেছিল চেন্নাইয়িন । দিনের শেষে তাদের মরিয়া ফুটবলে ব্যাকফুটে সবুজ মেরুন । দুরন্ত লড়াইয়ে উপভোগ্য ম্যাচ । এটিকে-মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচটি দেখতে দেখতে কথাটি মনে হচ্ছিল । কিন্তু গোল ছাড়া কোনও ম্যাচ উপভোগ্য হতে পারে? বোধহয় নয় । তবুও আজকের সন্ধ্যায় এই দুই দলের ট্যাকটিকাল লড়াই নজর টানল ।
গতি, মাঝমাঠ দখলের মরিয়া প্রয়াস এবং প্রেসিং ফুটবলের অসাধারণ প্রয়োগে পুরো নব্বই মিনিট জুড়েই টানটান উত্তেজনা । রয় কৃষ্ণকে সামনে রেখে 5-4-1 ছকে দল সাজিয়েছিলেন এটিকে-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ় হাবাস । আক্রমণে লোক বাড়ানোর পাশাপাশি রক্ষণের ক্ষেত্রেও যাতে চাপে পড়তে না হয় সেটাই লক্ষ্য । আক্রমণে রয় কৃষ্ণের তৈরি করা ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং-এর জন্য গোলের রাস্তা খুঁজে পাওয়ার নির্দেশ হাবাসের । কিন্তু চেন্নাইয়িনের কোচ তা করতে দেননি । বরং ইলি সেবিয়া এবং এনেস সিপোভিক সবুজ মেরুন স্ট্রাইকার ত্রয়ীকে জায়গা দেননি । রয় কৃষ্ কে কড়া পাহারায় রাখার পাশাপাশি ডেভিড উইলিয়ামসকে জায়গা দেননি । ফলে বিরতির আগে কয়েকটি হাফ চান্স ছাড়া বাকি সময় সবুজ মেরুনের রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস নিষ্প্রভ রইলেন ।
আরও পড়ুন : প্রাক্তন ফুটবলার অলিম্পিয়ান নিখিল নন্দী প্রয়াত
চেন্নাইয়িনের আক্রমণভাগের নেতৃত্বে ক্রিভালেরো এবং সিলভেস্টার থাকলেও ছাংতে ও রহিম আলির দৌড় সম্পদ । ফলে অনিরুদ্ধ থাপা জেরিদের প্রেসিং ফুটবল অনেক বেশি কার্যকরী । যা সামলাতে এটিকে-মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে একাধিক বার ব্যস্ত থাকতে হয়েছে । বরং বলা ভালো, সময় যত এগিয়েছে অরিন্দমের হাত ততই চওড়া হয়েছে । ম্যাচের সেরাও তিনি ।