ETV Bharat / state

KMC on Adenovirus: কলকাতায় অ্যাডিনো ভাইরাসে কোনও শিশু আক্রান্ত নয়, দাবি অতীনের - অ্যাডিনো ভাইরাস নিয়ে কলকাতা পৌরনিগম

কলকাতায় কোনও শিশুর অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নেই, এমনটাই জানিয়েছেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) ৷

ETV Bharat
অ্যাডিনো ভাইরাস প্রসঙ্গে অতীন ঘোষ
author img

By

Published : Feb 28, 2023, 11:07 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: কলকাতায় অ্যাডিনো ভাইরাসে এখনও পর্যন্ত কোনও শিশু আক্রান্ত হয়নি । শহরের বিভিন্ন হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে তারাও বিভিন্ন জেলার ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ আবহাওয়া বদলের এই সময়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনো ভাইরাস । প্রতিদিন রাজ্যে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা (Adenovirus situation in Kolkata) ।

এখনও পর্যন্ত অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে 5 শিশুর খবর মিলেছে ৷ তবে কলকাতায় অ্যাডিনো ভাইরাসে কেউ আক্রান্ত নয় ও মৃতরা সকলেই জেলার বলেই দাবি কলকাতা পৌরনিগমের ৷ তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ও কলকাতায় ক্রমশ আতঙ্ক বাড়ছে এই ভাইরাসকে নিয়ে ৷ চিন্তিত শিশুদের অভিভাবকরা ৷ বিষয়টি ভাবাচ্ছে চিকিৎসকদেরও ৷ কলকাতা সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুদের বিভিন্ন ওয়ার্ডগুলিতে বেড ভোরে গিয়েছে । অনেকের মধ্যেই ধরা পড়েছে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ৷ ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে ৷

পরিস্থিতি বেগতিক দেখে সরকারি স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় নিজে বৈঠক করেছেন । ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জারি হয়েছে নির্দেশিকা । এদিন অতীন ঘোষ বলেন,"কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে কোনও শিশুর মৃত্যু হয়েছে এই খবর এখনও পাইনি । এখনও পর্যন্ত কলকাতায় কোনও শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে এই রিপোর্ট আমদের কাছে আসেনি । সর্দি কাশিতে অনেকে আক্রান্ত, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে । সব মৃত্যুই হাসপাতালে হয়েছে ।"

আরও পড়ুন: অ্যাডিনো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

এই ভাইরাস নিয়ে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে, স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, শিশুরা সর্দি কাশি জ্বর আক্রান্ত হচ্ছে কি না খোঁজ নিচ্ছেন বলেও জানান অতীন । তাঁর কথায়,"আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আমদের হেলথ ইউনিটের চিকিৎসকরাই করছেন । সামান্য সর্দি,কাশি হলে প্রতিষেধক দিয়ে চিকিৎসা করতে বলা হয়েছে । যদি সর্দি,কাশি বাড়াবাড়ি হয় তাহলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে ।"

কলকাতা, 28 ফেব্রুয়ারি: কলকাতায় অ্যাডিনো ভাইরাসে এখনও পর্যন্ত কোনও শিশু আক্রান্ত হয়নি । শহরের বিভিন্ন হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে তারাও বিভিন্ন জেলার ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ আবহাওয়া বদলের এই সময়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনো ভাইরাস । প্রতিদিন রাজ্যে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা (Adenovirus situation in Kolkata) ।

এখনও পর্যন্ত অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে 5 শিশুর খবর মিলেছে ৷ তবে কলকাতায় অ্যাডিনো ভাইরাসে কেউ আক্রান্ত নয় ও মৃতরা সকলেই জেলার বলেই দাবি কলকাতা পৌরনিগমের ৷ তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ও কলকাতায় ক্রমশ আতঙ্ক বাড়ছে এই ভাইরাসকে নিয়ে ৷ চিন্তিত শিশুদের অভিভাবকরা ৷ বিষয়টি ভাবাচ্ছে চিকিৎসকদেরও ৷ কলকাতা সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুদের বিভিন্ন ওয়ার্ডগুলিতে বেড ভোরে গিয়েছে । অনেকের মধ্যেই ধরা পড়েছে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ৷ ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে ৷

পরিস্থিতি বেগতিক দেখে সরকারি স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় নিজে বৈঠক করেছেন । ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জারি হয়েছে নির্দেশিকা । এদিন অতীন ঘোষ বলেন,"কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে কোনও শিশুর মৃত্যু হয়েছে এই খবর এখনও পাইনি । এখনও পর্যন্ত কলকাতায় কোনও শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে এই রিপোর্ট আমদের কাছে আসেনি । সর্দি কাশিতে অনেকে আক্রান্ত, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে । সব মৃত্যুই হাসপাতালে হয়েছে ।"

আরও পড়ুন: অ্যাডিনো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

এই ভাইরাস নিয়ে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে, স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, শিশুরা সর্দি কাশি জ্বর আক্রান্ত হচ্ছে কি না খোঁজ নিচ্ছেন বলেও জানান অতীন । তাঁর কথায়,"আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আমদের হেলথ ইউনিটের চিকিৎসকরাই করছেন । সামান্য সর্দি,কাশি হলে প্রতিষেধক দিয়ে চিকিৎসা করতে বলা হয়েছে । যদি সর্দি,কাশি বাড়াবাড়ি হয় তাহলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.