কলকাতা, 20 অগস্ট : বিজেপির কেন্দ্রীয় সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেননের বিয়ে নিয়ে শুরু বির্তক । তাঁর বিয়েকে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায় । আজ এক ভিডিয়ো বার্তায় জয় বন্দ্যোপাধ্যায় অরবিন্দ মেননকে তুলোধনা করেন ৷ একজন আরএসএস প্রচারক হয়ে কিভাবে বিয়ে করতে পারেন সেই প্রশ্ন তোলেন তিনি ৷ পাশাপাশি কটাক্ষ করে বলেন, "হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছেন মেনন ৷"
ভিডিয়োতে জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমাদের বর্ষীয়ান আরএসএস-এর প্রচারক অরবিন্দ মেনন আজ দুপুরবেলা কেরলে তাঁর মেয়ের বয়সি একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । যাঁরা আরএসএস-এর প্রচারক হন তাঁরা বিবাহ করেন না । তাঁরা মানব সেবায় নিজেদের জীবন অতিবাহিত করেন । আজকের বিজেপির ফলাফল দেখেই বোঝা যাচ্ছে অরিবিন্দ মেননের এতে অবদান কতটা ? উনি বলেছিলেন 200-র এর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে । কিন্ত তেমনটা হয়নি।" এরপর মেননের উদ্দেশে তাঁর প্রশ্ন, "ভোট পরবর্তী হিংসার কারণে যখন হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া তখন আপনি দিল্লি ও বেনারসে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত !"
আজই কেরলের গুরুবায়ুর মন্দিরে বিয়ে হয়েছে মেননের । শুক্রবার নতুন ইনিংসের কথা টুইট করে জানিয়েছেন মেনন । সকলের আশীর্বাদ চাওয়ার পাশাপাশি বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি টুইট করেছেন তিনি । 2018 সালের অক্টোবর মাসে বিজেপির কেন্দ্রীয় সহকারি পর্যবেক্ষকের দায়িত্ব পান অরবিন্দ মেনন । অমিত শাহের দূত হিসাবেই বাংলায় পরিচিত ছিল এই নেতা । সেই মেনন 55 বছর বয়সে বিবাহিত জীবন শুরু করলেন । অরবিন্দ মেনন গুজরাত, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ ও বিহারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । কেরলের মানুষ হলেও ঝরঝরে বাংলা বলতে পারেন তিনি ।
আরও পড়ুন : Arvind Menon : বিয়ের পিঁড়িতে বিজেপির মেনন, সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করলেন
যদিও অরবিন্দ মেনন প্রথমে আরএসএস-এর একজন প্রচারক হিসাবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন । কিন্ত অমিত শাহ কিছুদিন আগেই অরবিন্দ মেননকে বিজেপির সাধারণ সম্পাদকের পদে বসান । যার ফলে অরবিন্দ মেননের বিয়ে করতে কোনও বাধা ছিল না । এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "দল বিরোধী কোনও মন্তব্য করা ঠিক নয় । তবে এই বিষয়ে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি যা সিদ্ধান্ত নেওয়ার নেবে ।"