ETV Bharat / state

রাজ্যে BJP-র উদ্যোগে "ভারতের মনের কথা" - rafale

লোকসভা নির্বাচনের আগে 'ভারতের মনের কথা' শীর্ষক সম্মেলন করছে রাজ্য BJP। আজ একথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 14, 2019, 9:27 PM IST

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগে 'ভারতের মনের কথা' শীর্ষক সম্মেলন করছে রাজ্য BJP। আজ একথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু বলেন, "সমাজের বিশিষ্টজনেরা কী ভাবছেন ? পার্টি সম্মন্ধে কী ভাবছেন ? বর্তমান শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সহ সব ব্যাপারে তাঁদের মতামত নেওয়াটা পার্টির দায়িত্ব। আমরা চাইছি বাংলায় আমরা জিতে সরকার গঠন করব। অনেক পরিবর্তন করব। তাই জানতে হবে বুদ্ধিজীবীদের মতামত কী ? কী চাইছেন সাধারণ মানুষ বা বিশিষ্টজনরা। তার জন্য এই ধরনের সম্মেলন হবে। প্রায় সাতজন নেতা পশ্চিমবাংলায় সময় দেবেন। তাঁদের সঙ্গে কথা বলে তারিখ ঠিক করে কাজ করা হবে।"

১৭ ফেব্রুয়ারি থেকে এই সম্মেলন শুরু হবে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিং, কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী প্রকাশ জাভরেকর, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজু সম্মেলনে অংশ নিতে রাজ্যে আসছেন বলে জানিয়েছেন দিলীপবাবু।

BJP বিরোধী জোট নিয়ে তিনি বলেন, "এককভাবে কেউ লড়াই করতে পারবে না। কংগ্রেসেরও সেই শক্তি নেই। তাই BJP বিরোধী ভোটকে এক জায়গায় আনার চেষ্টা চলছে। আমার যেটা মনে হচ্ছে, এই জোট কেউ সিরিয়াসভাবে নিচ্ছে না। সবাই এই জোটকে নিয়ে মজা দেখছে। কারণ ভারতবর্ষের ভোটাররা খুব সচেতন। সবই জেনে বুঝে সিদ্ধান্ত নেবে। যারা রাফালের নামে দেশের সুরক্ষা ব্যবস্থাকে কমজোর করছে, সুরক্ষা ব্যবস্থার গোপন নথি বিদেশের কাছে পৌঁছে দিতে চাইছেন বা কোনও এজেন্সির মাধ্যমে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাঁদের দেশের মানুষ বিশ্বাস করবে না।"

undefined

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগে 'ভারতের মনের কথা' শীর্ষক সম্মেলন করছে রাজ্য BJP। আজ একথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু বলেন, "সমাজের বিশিষ্টজনেরা কী ভাবছেন ? পার্টি সম্মন্ধে কী ভাবছেন ? বর্তমান শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সহ সব ব্যাপারে তাঁদের মতামত নেওয়াটা পার্টির দায়িত্ব। আমরা চাইছি বাংলায় আমরা জিতে সরকার গঠন করব। অনেক পরিবর্তন করব। তাই জানতে হবে বুদ্ধিজীবীদের মতামত কী ? কী চাইছেন সাধারণ মানুষ বা বিশিষ্টজনরা। তার জন্য এই ধরনের সম্মেলন হবে। প্রায় সাতজন নেতা পশ্চিমবাংলায় সময় দেবেন। তাঁদের সঙ্গে কথা বলে তারিখ ঠিক করে কাজ করা হবে।"

১৭ ফেব্রুয়ারি থেকে এই সম্মেলন শুরু হবে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিং, কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী প্রকাশ জাভরেকর, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজু সম্মেলনে অংশ নিতে রাজ্যে আসছেন বলে জানিয়েছেন দিলীপবাবু।

BJP বিরোধী জোট নিয়ে তিনি বলেন, "এককভাবে কেউ লড়াই করতে পারবে না। কংগ্রেসেরও সেই শক্তি নেই। তাই BJP বিরোধী ভোটকে এক জায়গায় আনার চেষ্টা চলছে। আমার যেটা মনে হচ্ছে, এই জোট কেউ সিরিয়াসভাবে নিচ্ছে না। সবাই এই জোটকে নিয়ে মজা দেখছে। কারণ ভারতবর্ষের ভোটাররা খুব সচেতন। সবই জেনে বুঝে সিদ্ধান্ত নেবে। যারা রাফালের নামে দেশের সুরক্ষা ব্যবস্থাকে কমজোর করছে, সুরক্ষা ব্যবস্থার গোপন নথি বিদেশের কাছে পৌঁছে দিতে চাইছেন বা কোনও এজেন্সির মাধ্যমে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাঁদের দেশের মানুষ বিশ্বাস করবে না।"

undefined

New Delhi, Feb 14 (ANI): After Delhi Chief Minister Arvind Kejriwal called the Supreme Court's verdict on the power tussle between the Delhi government and L-G Anil Baijal unconstitutional and against the democracy, Union Minister of State for Home Affairs Kiren Rijiju said, "Kejriwal and Congress do not trust any constitutional body, they criticize the Election Commission, CAG, Supreme Court and other institutions. Anarchy is in their scheme of things. They don't trust anybody, they just want to rule and loot."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.