ETV Bharat / state

Arpita Breaks into Tears: বাঁচতে চেয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে শুনানিতে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়ে আপাতত জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার নগর দায়রা আদালতে শুনানি ছিল ৷ সেই শুনানিতে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায় ৷

Arpita Mukherjee
Arpita Mukherjee
author img

By

Published : Feb 7, 2023, 5:15 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: নগর দায়রা আদালতে ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়লেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । শুনানি চলাকালীন তিনি বিচারককে বলেন, "বারবার বলা সত্ত্বেও উপযুক্ত চিকিৎসা হচ্ছে না । আমায় বাঁচান ।" অন্যদিকে অর্পিতার আইনজীবীর দাবি, "জেলের ভেতরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে টিম গঠন করা হোক । ওঁর একটা স্ত্রী রোগের সমস্যা হচ্ছে । কিন্তু পেন কিলার দিয়ে রাখা হচ্ছে ।"

বিচারক অবশ্য বলেন, "আদালতের এক্তিয়ার জানেন তো । আদালত ভালো চিকিৎসার নির্দেশ দিতে পারে মাত্র ।" অর্পিতা মুখোপাধ্যায় আরও বলেন, "আমি রাজনীতিবিদ নই । আমি রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছি । আমার উপর অত্যাচার করা হচ্ছে ।" তাঁর বক্তব্য শোনার পর বিচারক নির্দেশে জানিয়েছেন, অর্পিতার চিকিৎসা সংক্রান্ত আবেদনের শুনানি করা হবে আগামিকাল বুধবার । শুনানির সময় ভার্চুয়ালি হাজির থাকতে হবে অর্পিতাকে ৷

প্রসঙ্গত, গত 22 জুলাই সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার হয় ৷ পরদিন তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ পরে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে প্রায় 28 কোটি টাকা, সোনার গয়না, জমির দলিলও উদ্ধার হয় ৷ 22 জুলাই ইডি (ED) হানা দিয়েছিল বাংলার তৎকালীন শিল্পমন্ত্রী তথা সেই সময় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও ৷ তাঁকেও তখন গ্রেফতার করে ইডি ৷ তার পর থেকে পার্থ ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা জেলবন্দি ৷

মঙ্গলবার নগর দায়রা আদালতের শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee) ৷ তিনি বলেন, "আমার জামিনের বিষয়টা দেখুন । আমি বারবার বলছি আমি নির্দোষ । আমার বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে । কিন্তু মিডিয়া ট্রায়াল দ্বারা কুৎসা রটানো হচ্ছে । রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমায় হেনস্তা করার চেষ্টা চলছে । কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমায় হেনস্তা করা হচ্ছে । আমি নির্দোষ । আবারও বলছি বিচার ব্যবস্থার ওপর আমার আস্থা আছে ।"

আদালত সূত্রে খবর, বিচারক প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দেননি । পার্থ চট্টোপাধ্যায়ের পরবর্তী হাজিরার দিন 14 ফেব্রুয়ারি । তাঁর জামিন সংক্রান্ত বিষয়ে ওইদিন শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন: আকুল কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা ! টেনে-হিঁচড়ে ঢোকানো হল হাসপাতালে

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.