কলকাতা, 22 ডিসেম্বর : বহু প্রতীক্ষার পর অবশেষে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) পরীক্ষা 2021-এর বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের সর্বোচ্চ আমলা নিয়োগের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এর জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আগামী বছর 15 জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া ।
সাধারণত প্রতি বছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই আগামী বছরের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় আয়োজক সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । কিন্তু, চলতি বছর ডিসেম্বর মাসের দুই সপ্তাহ পার হয়ে গেলেও তা প্রকাশ করা হয়নি । রাজ্যে সরকারি চাকরির সব থেকে বড় এই পরীক্ষার বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিও জানিয়েছিলেন আগ্রহী প্রার্থীরা । অবশেষে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি । বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য, কোন নিয়মে প্রার্থী নির্বাচন করা হবে এবং পরীক্ষার বিষয়ভিত্তিক পাঠ্যক্রম জানানো হয়েছে । লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট, এই দুটি ভাগে নেওয়া হবে 2021-এর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা । লিখিত পরীক্ষা দুটি ভাগে হবে । প্রথমে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) ফরম্যাটে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মেন পরীক্ষা নেওয়া হবে । তারপরে, উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউ নিয়ে রাজ্য সরকারের সর্বোচ্চ আমলা পদ এবং অন্যান্য সার্ভিস ও পদের জন্য প্রার্থী সুপারিশ করবে কমিশন । প্রিলিমিনারি পরীক্ষা 2021 সালের মার্চ-এপ্রিল মাসে নেওয়া হতে পারে । ওই বছরই পরের দিকে মেন পরীক্ষা নেওয়া হবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে । স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক করা প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন । পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে । যদিও নেপালি ভাষা-ভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় । আবেদনকারীদের বয়স 21 বছরের কম বা 36 বছরের বেশি হওয়া চলবে না । সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সসীমায় ছাড় রয়েছে । আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে । ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস -এর জন্য আবেদন ফি 210 টাকা । যদিও, কয়েকটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য এই ফি লাগবে না । আগামী 24 ডিসেম্বর থেকে 2021 সালের 15 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা ।