ETV Bharat / state

শোকজ করা হল দুই অ্যাপ ক্যাব সংস্থাকে

গতকাল থেকে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৷ তবে সবটাই পরিবহন দফতরকে না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগ ৷ সেইকারণে কড়া ভাষায় চিঠি পাঠানো হয়েছে দুই সংস্থাকেই ।

শোকজ করা হল দুই অ্যাপ ক্যাব সংস্থাকে
শোকজ করা হল দুই অ্যাপ ক্যাব সংস্থাকে
author img

By

Published : Jul 2, 2021, 8:07 AM IST

কলকাতা, 2 জুলাই : শোকজ় করা হল দুই অ্যাপ ক্যাব সংস্থাকে । রাজ্য পরিবহন দফতরকে আগাম না জানিয়ে ভাড়া বৃদ্ধি করে তা লাগু করার অভিযোগে এই দুই অ্যাপ ক্যাব
সংস্থাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ।

প্যানডেমিক পরিস্থিতিতে দফতরকে কিছু না জানিয়ে সরাসরি বর্ধিত ভাড়া লাগু করার সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম । জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরেই গতকাল থেকে দুই অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 15 শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৷ আগে কিলোমিটার প্রতি ভাড়া ছিল 10 টাকা ৷ এখন তা করা হল 14.70 টাকা । তবে সারচার্জ কমানো হয়েছে । আগে ছিল মিনিটে 1.50 টাকা ৷ এখন তা কমিয়ে 1 টাকা করা হয়েছে । অন্যদিকে, প্রতি কিলোমিটারে ভাড়়া বেড়েছে প্রায় 5 টাকা করে । স্বভাবতই বর্ধিত ভাড়ায় সমস্যা পড়বে নিত্য যাত্রীরা । এই বিষয়টি নিয়ে কথা বলতে দুই অ্যাপ ক্যাব সংস্থাকে পরিবহন দফতরে ডেকে পাঠানো হয় । তবে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়লেও এতে ক্যাব চালকদের কোনও সুরাহা হচ্ছে না । কারণ চালকরা যে কমিশন দিত সংস্থাকে তার পরিবর্তন হচ্ছে না ।

আরও পড়ুন, অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি

গতকাল থেকে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৷ তবে সবটাই পরিবহন দফতরকে না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগ ৷ সেইকারণে কড়া ভাষায় চিঠি পাঠানো হয়েছে দুই সংস্থাকেই ।

কলকাতা, 2 জুলাই : শোকজ় করা হল দুই অ্যাপ ক্যাব সংস্থাকে । রাজ্য পরিবহন দফতরকে আগাম না জানিয়ে ভাড়া বৃদ্ধি করে তা লাগু করার অভিযোগে এই দুই অ্যাপ ক্যাব
সংস্থাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ।

প্যানডেমিক পরিস্থিতিতে দফতরকে কিছু না জানিয়ে সরাসরি বর্ধিত ভাড়া লাগু করার সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম । জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরেই গতকাল থেকে দুই অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 15 শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৷ আগে কিলোমিটার প্রতি ভাড়া ছিল 10 টাকা ৷ এখন তা করা হল 14.70 টাকা । তবে সারচার্জ কমানো হয়েছে । আগে ছিল মিনিটে 1.50 টাকা ৷ এখন তা কমিয়ে 1 টাকা করা হয়েছে । অন্যদিকে, প্রতি কিলোমিটারে ভাড়়া বেড়েছে প্রায় 5 টাকা করে । স্বভাবতই বর্ধিত ভাড়ায় সমস্যা পড়বে নিত্য যাত্রীরা । এই বিষয়টি নিয়ে কথা বলতে দুই অ্যাপ ক্যাব সংস্থাকে পরিবহন দফতরে ডেকে পাঠানো হয় । তবে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়লেও এতে ক্যাব চালকদের কোনও সুরাহা হচ্ছে না । কারণ চালকরা যে কমিশন দিত সংস্থাকে তার পরিবর্তন হচ্ছে না ।

আরও পড়ুন, অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি

গতকাল থেকে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৷ তবে সবটাই পরিবহন দফতরকে না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগ ৷ সেইকারণে কড়া ভাষায় চিঠি পাঠানো হয়েছে দুই সংস্থাকেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.