কলকাতা, 17 জানুয়ারি : কলকাতার পাঁচটি বণিকসভার সদস্য । সঙ্গে এক ঝাঁক তারকা ব্যবসায়ী । আয়োজনে মার্চেন্ট চেম্বার অফ কমার্স । উপস্থিত কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । বণিক সভার সদস্যদের কাছে শুনলেন একের পর এক অভিযোগ । কেউ প্রকারান্তরে বুঝিয়ে দিলেন দেশের যুবকদের চাকরি নিয়ে দুরাবস্থার কথা। কেউ GST নিয়ে আনলেন অভিযোগ । কেউ আবার কর ব্যবস্থার জটিলতা নিয়ে প্রশ্ন তুললেন । কোনও বণিকসভার প্রতিনিধি আবার মন্ত্রীর কাছে সরাসরি বলে দিলেন অর্থ দপ্তরের কর্মীদের দুর্নীতির কথা । মন্ত্রীর টিমের নোটে উঠল সবই । এক মন্ত্রীর মুখে শোনা গেল "অ্যাক্ট ইস্ট" স্লোগান।
দিন কয়েক আগে নবান্নে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে বণিকসভা প্রতিনিধিদের প্রাক বাজেট ইন্টাব়্যাকটিভ সেশন হয় । সেখানে বণিকসভাগুলি দাবি করে, কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে । এরপর নবান্নে অর্থমন্ত্রী অমিত্র মিত্র জানান, বণিকসভাগুলি দেশের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্টাব়্যাক্টিভ সেশনে । সেরকমই গতকাল আর একটি ইনটাব়্যাক্টিভ সেশন ছিল কলকাতার একটি পাঁচতারা হোটেলে । সেখানে এবারে রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন না । তবে, উপস্থিত ছিলেন কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । সেখানে ভারত চেম্বার অফ কমার্স ,মার্চেন্ট চেম্বার অব কমার্সের মতো সংগঠনগুলির তরফে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয় অনুরাগকে । তারপর ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করেন অনুরাগ । আর তাতেই উঠে আসে একের পর এক অভিযোগ । কোনও কোনও সময়ে রীতিমতো বিব্রত দেখায় অনুরাগকে । যদিও অনুরাগ নিজের মতো করে ব্যবসায়ীদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন ।
ব্যবসায়ীদের উত্তর দেওয়ার সময় অনুরাগ দাবি করেন, কংগ্রেসের আমলে দেশের যে GDP তলানিতে ঠেকে ছিল তা টানা সাড়ে পাঁচ বছর ধরে উন্নতি করেছে । কংগ্রেস সরকারের আমলে দেশে যে ইনফ্লেশন রেট ছিল তার রাশ অনেকটাই ধরে রাখতে পেরেছে বর্তমান সরকার । তবে তিনি স্বীকার করে নেন, "চলতি মাসে ইনফ্লেশন রেট বেড়েছে" । একইসঙ্গে তিনি বলেন, "লুক ইস্ট নয়, বর্তমান সরকারের স্লোগান অ্যাক্ট ইস্ট । অর্থাৎ পূর্বাঞ্চলের প্রতি বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের ।" তবে, বণিক মহলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "নর্থ ব্লকে আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য খোলা । যেকোনও পরামর্শ আমি গ্রহণ করব।" পাশাপাশি বণিক মহলকে কটাক্ষ করে বলেন , "ঠিকমতো আয়কর জমা দিন । কলকাতায় দেশের মধ্যে প্রথম আয়কর দপ্তর তৈরি হয়েছিল । সেখানে আয়কর আদায় আরও একটু ভালো হতেই পারে ।"