ETV Bharat / state

ইন্টাব়্যাকটিভ সেশনে রাজ্যের বণিকমহলকে আয়কর নিয়ে "খোঁচা" অনুরাগের - আয়কর

নবান্নে হওয়া ইন্টাব়্যাক্টিভ সেশনেও দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছিলেন বণিকসভাগুলি । গতকাল আর একটি ইন্টাব়্যাক্টিভ সেশনে ফের একইভাবে কেন্দ্রীয় সরকারকে দায়ি করলেন তারা । তবে, এবার কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুরের সামনে ।

Anurag Thakur
অনুরাগ ঠাকুর
author img

By

Published : Jan 17, 2020, 1:52 AM IST

কলকাতা, 17 জানুয়ারি : কলকাতার পাঁচটি বণিকসভার সদস্য । সঙ্গে এক ঝাঁক তারকা ব্যবসায়ী । আয়োজনে মার্চেন্ট চেম্বার অফ কমার্স । উপস্থিত কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । বণিক সভার সদস্যদের কাছে শুনলেন একের পর এক অভিযোগ । কেউ প্রকারান্তরে বুঝিয়ে দিলেন দেশের যুবকদের চাকরি নিয়ে দুরাবস্থার কথা। কেউ GST নিয়ে আনলেন অভিযোগ । কেউ আবার কর ব্যবস্থার জটিলতা নিয়ে প্রশ্ন তুললেন । কোনও বণিকসভার প্রতিনিধি আবার মন্ত্রীর কাছে সরাসরি বলে দিলেন অর্থ দপ্তরের কর্মীদের দুর্নীতির কথা । মন্ত্রীর টিমের নোটে উঠল সবই‌ । এক মন্ত্রীর মুখে শোনা গেল "অ্যাক্ট ইস্ট" স্লোগান।

দিন কয়েক আগে নবান্নে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে বণিকসভা প্রতিনিধিদের প্রাক বাজেট ইন্টাব়্যাকটিভ সেশন হয় । সেখানে বণিকসভাগুলি দাবি করে, কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে । এরপর নবান্নে অর্থমন্ত্রী অমিত্র মিত্র জানান, বণিকসভাগুলি দেশের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্টাব়্যাক্টিভ সেশনে । সেরকমই গতকাল আর একটি ইনটাব়্যাক্টিভ সেশন ছিল কলকাতার একটি পাঁচতারা হোটেলে । সেখানে এবারে রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন না । তবে, উপস্থিত ছিলেন কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । সেখানে ভারত চেম্বার অফ কমার্স ,মার্চেন্ট চেম্বার অব কমার্সের মতো সংগঠনগুলির তরফে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয় অনুরাগকে । তারপর ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করেন অনুরাগ । আর তাতেই উঠে আসে একের পর এক অভিযোগ । কোনও কোনও সময়ে রীতিমতো বিব্রত দেখায় অনুরাগকে । যদিও অনুরাগ নিজের মতো করে ব্যবসায়ীদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন ।

ব্যবসায়ীদের উত্তর দেওয়ার সময় অনুরাগ দাবি করেন, কংগ্রেসের আমলে দেশের যে GDP তলানিতে ঠেকে ছিল তা টানা সাড়ে পাঁচ বছর ধরে উন্নতি করেছে । কংগ্রেস সরকারের আমলে দেশে যে ইনফ্লেশন রেট ছিল তার রাশ অনেকটাই ধরে রাখতে পেরেছে বর্তমান সরকার । তবে তিনি স্বীকার করে নেন, "চলতি মাসে ইনফ্লেশন রেট বেড়েছে" । একইসঙ্গে তিনি বলেন, "লুক ইস্ট নয়, বর্তমান সরকারের স্লোগান অ্যাক্ট ইস্ট । অর্থাৎ পূর্বাঞ্চলের প্রতি বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের ।" তবে, বণিক মহলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "নর্থ ব্লকে আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য খোলা । যেকোনও পরামর্শ আমি গ্রহণ করব।" পাশাপাশি বণিক মহলকে কটাক্ষ করে বলেন , "ঠিকমতো আয়কর জমা দিন । কলকাতায় দেশের মধ্যে প্রথম আয়কর দপ্তর তৈরি হয়েছিল । সেখানে আয়কর আদায় আরও একটু ভালো হতেই পারে ।"

কলকাতা, 17 জানুয়ারি : কলকাতার পাঁচটি বণিকসভার সদস্য । সঙ্গে এক ঝাঁক তারকা ব্যবসায়ী । আয়োজনে মার্চেন্ট চেম্বার অফ কমার্স । উপস্থিত কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । বণিক সভার সদস্যদের কাছে শুনলেন একের পর এক অভিযোগ । কেউ প্রকারান্তরে বুঝিয়ে দিলেন দেশের যুবকদের চাকরি নিয়ে দুরাবস্থার কথা। কেউ GST নিয়ে আনলেন অভিযোগ । কেউ আবার কর ব্যবস্থার জটিলতা নিয়ে প্রশ্ন তুললেন । কোনও বণিকসভার প্রতিনিধি আবার মন্ত্রীর কাছে সরাসরি বলে দিলেন অর্থ দপ্তরের কর্মীদের দুর্নীতির কথা । মন্ত্রীর টিমের নোটে উঠল সবই‌ । এক মন্ত্রীর মুখে শোনা গেল "অ্যাক্ট ইস্ট" স্লোগান।

দিন কয়েক আগে নবান্নে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে বণিকসভা প্রতিনিধিদের প্রাক বাজেট ইন্টাব়্যাকটিভ সেশন হয় । সেখানে বণিকসভাগুলি দাবি করে, কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে । এরপর নবান্নে অর্থমন্ত্রী অমিত্র মিত্র জানান, বণিকসভাগুলি দেশের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্টাব়্যাক্টিভ সেশনে । সেরকমই গতকাল আর একটি ইনটাব়্যাক্টিভ সেশন ছিল কলকাতার একটি পাঁচতারা হোটেলে । সেখানে এবারে রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন না । তবে, উপস্থিত ছিলেন কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । সেখানে ভারত চেম্বার অফ কমার্স ,মার্চেন্ট চেম্বার অব কমার্সের মতো সংগঠনগুলির তরফে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয় অনুরাগকে । তারপর ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করেন অনুরাগ । আর তাতেই উঠে আসে একের পর এক অভিযোগ । কোনও কোনও সময়ে রীতিমতো বিব্রত দেখায় অনুরাগকে । যদিও অনুরাগ নিজের মতো করে ব্যবসায়ীদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন ।

ব্যবসায়ীদের উত্তর দেওয়ার সময় অনুরাগ দাবি করেন, কংগ্রেসের আমলে দেশের যে GDP তলানিতে ঠেকে ছিল তা টানা সাড়ে পাঁচ বছর ধরে উন্নতি করেছে । কংগ্রেস সরকারের আমলে দেশে যে ইনফ্লেশন রেট ছিল তার রাশ অনেকটাই ধরে রাখতে পেরেছে বর্তমান সরকার । তবে তিনি স্বীকার করে নেন, "চলতি মাসে ইনফ্লেশন রেট বেড়েছে" । একইসঙ্গে তিনি বলেন, "লুক ইস্ট নয়, বর্তমান সরকারের স্লোগান অ্যাক্ট ইস্ট । অর্থাৎ পূর্বাঞ্চলের প্রতি বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের ।" তবে, বণিক মহলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "নর্থ ব্লকে আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য খোলা । যেকোনও পরামর্শ আমি গ্রহণ করব।" পাশাপাশি বণিক মহলকে কটাক্ষ করে বলেন , "ঠিকমতো আয়কর জমা দিন । কলকাতায় দেশের মধ্যে প্রথম আয়কর দপ্তর তৈরি হয়েছিল । সেখানে আয়কর আদায় আরও একটু ভালো হতেই পারে ।"

Intro:কলকাতা, 16 জানুয়ারি: কলকাতার পাঁচটি বণিকসভার সদস্য। সঙ্গে এক ঝাঁক তারকা ব্যবসায়ী। আয়োজনে মার্চেন্ট চেম্বার অফ কমার্স। উপস্থিত কেন্দ্রের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর। বণিক সভার সদস্যদের কাছে শুনলেন একের পর এক অভিযোগ। কেউ প্রকারান্তরে বুঝিয়ে দিলেন দেশের যুবকদের চাকরি নিয়ে দূরাবস্থার কথা। কেউ জিএসটি নিয়ে আনলেন অভিযোগ। কেউ আবার কর ব্যবস্থার জটিলতা নিয়ে প্রশ্ন তুললেন। কোন বণিকসভার প্রতিনিধি আবার মন্ত্রীর কাছে সরাসরি বলে দিলেন অর্থ দপ্তরের কর্মীদের দুর্নীতির কথা। মন্ত্রীর টিমের নোটে উঠলো সবই‌। এক মন্ত্রীর মুখে শোনা গেল “এক্ট ইস্ট" স্লোগান।



Body:দিন কয়েক আগে নবান্নে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে বণিকসভা প্রতিনিধিদের হয় pre-budget ইন্টারেকটিভ সেশন। দেশজুড়ে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। এমনটাই দাবি করে বণিকসভা গুলি। রাজ্যের বাজেট ইন্টারেক্টিভ সেশনে তার প্রতিফলন দেখা দিয়েছে বলে দাবি ছিল অর্থমন্ত্রী অমিত মিত্রের। নবান্নে অর্থমন্ত্রী জানান, বণিকসভাগুলি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক প্রদেশের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্টারেক্টিভ সেশনে। তেমনই এক ইন্তেরাক্টিভ সেশন ছিল আজ শহরের পাঁচতারা হোটেলে। রাজ্যের অর্থমন্ত্রী অবশ্য সেখানে ছিলেন না। ছিলেন অনুরাগ। সেখানে ভারত চেম্বার অফ কমার্স ,মার্চেন্ট চেম্বার অব কমার্সের মতো সংগঠনগুলি তরফে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয় অনুরাগকে। তারপর ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি ইন্টটারেকশন করেন অনুরাগ। আর তাতে উঠে আসে একের পর এক অভিযোগ। কোন কোন সময় রীতিমতো বিব্রত দেখায় অনুরাগকে।


Conclusion:যদিও অনুরাগ পরে নিজের মতো করে কথাগুলো উত্তর দেবার চেষ্টা করেন। যেখানে তিনি দাবি করেন, কংগ্রেসের আমলে দেশের যে জিডিপি তলানীতে ঠেকে ছিল তা টানা সাড়ে পাঁচ বছর ধরে উন্নতি করেছে। ওটা দেশে যে ইনফ্লেশন রেট কংগ্রেস সরকারের আমলে ছিল, তার রাশ অনেকটাই ধরে রাখতে পেরেছে বর্তমান সরকার। তবে তিনি স্বীকার করে নেন, “ চলতি মাসে ইনফ্লেশন রেট বেড়েছে।" পাশাপাশি তিনি বলেন, “ লুক ইস্ট নয়, বর্তমান সরকারের স্লোগান অ্যাক্ট ইস্ট। অর্থাৎ পূর্বাঞ্চলের প্রতি বিশেষ নজর রয়েছে কেন্দ্র সরকারের।" তবে বণিক মহলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ নর্থ ব্লক এ আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য খোলা। যেকোনো পরামর্শ আমি গ্রহণ করবো।" পাশাপাশি বণিক মহলের অভিযোগের মুখে তার খোঁচা, “ ঠিকমতো আইকর জমা দিন। কলকাতাতেই দেশের মধ্যে প্রথম আয়কর দপ্তর তৈরি হয়েছিল। সেখানে আয়কর আদায় আরো একটু ভালো হতেই পারে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.