কলকাতা, ৩০ এপ্রিল : "অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে । পুরোটাই আসলে চক্রান্ত । উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে ।" বললেন যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরা ।
এক সময়ের কাকা-ভাইপো এখন বিপরীত রাজনৈতিক মেরুতে । রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে একে-অপরের প্রতি বিষোদগারও করেছেন একাধিকবার । কিন্তু, গতকাল বোলপুর দেখেছে অন্য ছবি । তৃণমূলের পার্টি অফিসে "কাকা" (অনুব্রত মণ্ডল) সঙ্গে দেখা করতে যান "ভাইপো" অনুপম হাজরা । অনুপমকে পাশে বসিয়ে অনুব্রত বলেছেন, সে দল ছেড়ে ভুল করেছে । দল ছাড়লেও তাঁদের দু'জনের সম্পর্ক খুবই মধুর বলে সাংবাদিকদের জানিয়েছেন অনুপম ।
কিন্তু, 24 ঘণ্টা কাটতে না কাটতেই 360 ডিগ্রি ঘুরে গেলেন অনুপম । আজ সাংবাদিক বৈঠক ডেকে অনুব্রতকে তীব্র আক্রমণ করেন তিনি । বলেন, "পুরোটাই আসলে চক্রান্ত । উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে ।"
অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, " যে কারণে গিয়েছিলাম সেটা পুরোটাই সৌজন্য। কাল যদি ভোট না থাকত, তা হলে যাওয়ার প্রশ্নই থাকত না । ওর মা মারা গিয়েছেন । তাঁকে আমি জেঠিমা বলে ডাকতাম । তাই গিয়েছিলাম । অনুব্রত মণ্ডলই প্রথমে ফোন করেন। বলেন, তিনি বাড়িতে নেই । পার্টি অফিসে চলে আয় । তাই বাধ্য হয়ে যাই । এটা পুরোপুরি একটা পূর্ব পরিকল্পিত ছিল । মৃত্যু নিয়ে রাজনীতি এতটা নোংরা পর্যায়ে যেতে পারে আমার ধারণা ছিল না ।"
গতকাল অনুব্রত অনুপম সম্পর্কে বলেছিলেন, "ওকে রাজ্যসভার সদস্য করে দেব ।" এপ্রসঙ্গে অনুপম বলেন, "যার নিজের টিকিটের ঠিক ঠিকানা নেই । আজ পর্যন্ত যে একটা কাউন্সিলর ভোটে লড়েননি, MLA হননি, তিনি আমায় রাজ্যসভার টিকিট দেবেন ! এটা খুবই হাস্যকর । BJP-তে উনি আসবেন, না আমি তৃণমূলে যাব, সেটা সময়ই বলবে ।"
অনুপম হাজরা আরও বলেন, " যার জন্য দল ছেড়েছি, সেই দলে আর যাওয়ার প্রশ্নই আসছে না । হঠাৎ কী হল যে এতদিনের সম্পর্ক তরল হতে শুরু করল ? যখন পার্টিতে ছিলাম, তখন তো একবারও বলেননি যে বাড়িতে এসে মিষ্টি খেয়ে যেও। এতো ভূতের মুখে রাম নাম । "
নরেন্দ্র মোদি গতকাল রাজ্যে প্রচারে এসে বলেছিলেন, "তৃণমূলের 40 জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে ।" এপ্রসঙ্গে অনুপম বলেন, "এদের মধ্যে 5 থেকে 7 জন আমার সঙ্গে যোগাযোগ রাখছেন ।"
এই সংক্রান্ত খবর : রাগ, অভিমান ভুলে ফের কাছাকাছি অনুব্রত-অনুপম