ETV Bharat / state

Anupam Hazra Criticized Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে ইংরেজি শেখার পরামর্শ দিলেন অনুপম হাজরা - মুখ্যমন্ত্রী

ভালো করে ইরেজি লেখার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতাদের ডেরেক ওব্রায়েন-এর থেকে ইংরেজি শেখার পরামর্শ দিলেন ৷

সৌঃ ফেসবুক
Anupam Hazra Criticized Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 4:39 PM IST

Updated : Oct 2, 2023, 5:32 PM IST

কলকাতা, 2 অক্টোবর: দিল্লিতে চলছে তুলকালাম ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতা-মন্ত্রীরা ধরনায় বসেছেন ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া পাওনা নিয়েই চলছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ৷ সেই ধরনার মাঝেই বিজেপির অনুপম হাজরার একটি পোস্ট ফের বিতর্ক উস্কে দিল । যে পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতাদের ডেরেক ওব্রায়েন-এর থেকে ইংরেজি শেখার পরামর্শ দিলেন অনুপম হাজরা ৷ দিল্লির ধরনায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা একটি ইংলিশে লেখা প্ল্যাকার্ডে ব্যাকারণগত ভুল থাকায় এদিন ফেসবুকে এমনটাই পোস্ট করেন এই বিজেপি নেতা ৷

এদিন তিনি ফেসবুকে লেখেন, "বলতে চেয়েছিলো 'বাংলা বঞ্চিত হয়েছে'...আর ভুল ইংরেজিতে লিখল 'বাংলার সরকার বাংলার মানুষকে বঞ্চিত করেছে'!!!" তিনি আরও লেখেন, "আরে দিদি Mamata Banerjee (মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে) দিল্লিতে আন্দোলন করতে যাওয়ার জন্য ইংরেজিতে কিছু লেখার আগে আপনাদের 'ইংলিশ টিউটর' মিস্টার ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে অ্যাটলিস্ট একটু আলোচনা করে নেওয়া উচিত ছিল। যাইহোক ভুল ইংরেজি লিখে অন্তত তৃণমূল এটা স্বীকার করে নিল যে, বাংলার সরকার কোটি-কোটি বাঙালিকে বঞ্চিত করেছে!" এরপর তিনি আরও যোগ করেছেন, "সঠিক ইংরেজিটি হত 'Bengal is Deprived of....'(বেঙ্গল ইজ ডিপ্রাইভড অফ) ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যে বিপুল দুর্নীতি, তথ্য তুলে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দুর

এর আগে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা জানিয়েছিলেন, যে সমস্ত তৃণমূল নেতারা হাতে মোটা মোটা সোনার চেন পরেন যাদের মনে হচ্ছে ইডি সিবিআই আসতে পারে। আমার ফেসবুকের উপর একটি নম্বর দেওয়া আছে। যোগাযোগ করে বিজেপিতে চলে আসতে পারেন। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে জনসভা থেকে একথাই বলার পরই সমালোচনা হয়েছিল তাঁকে নিয়ে ৷ তবে কি তিনি বলতে চেয়েছিলেন বিজেপিতে নাম লেখালেই ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে পারবে ?

কারণ তৃণমূল বারবারই অভিযোগ তোলে তৃণমূলে পাপ করে কেউ বিজেপিতে গেলেই মাফ হয়ে যায়। ওয়াশিং মেশিনের কাজ করে বিজেপি। তবে অনুপম হাজরার দাবি, একেবারে স্ট্যাম্প লাগানো চোর যারা নন, কিছুটা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের জন্য বিজেপির দরজা খোলা। ফের একবার সেই ফেসবুকেই তৃণমূলকে একহাত নিলেন অনুপম ।

আরও পড়ুন: 'যে তৃণমূল নেতাদের ইডি-সিবিআই ডাকতে পারে তাঁরা যোগাযোগ করুন,' অবাক-আমন্ত্রণ অনুপমের

কলকাতা, 2 অক্টোবর: দিল্লিতে চলছে তুলকালাম ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতা-মন্ত্রীরা ধরনায় বসেছেন ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া পাওনা নিয়েই চলছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ৷ সেই ধরনার মাঝেই বিজেপির অনুপম হাজরার একটি পোস্ট ফের বিতর্ক উস্কে দিল । যে পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতাদের ডেরেক ওব্রায়েন-এর থেকে ইংরেজি শেখার পরামর্শ দিলেন অনুপম হাজরা ৷ দিল্লির ধরনায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা একটি ইংলিশে লেখা প্ল্যাকার্ডে ব্যাকারণগত ভুল থাকায় এদিন ফেসবুকে এমনটাই পোস্ট করেন এই বিজেপি নেতা ৷

এদিন তিনি ফেসবুকে লেখেন, "বলতে চেয়েছিলো 'বাংলা বঞ্চিত হয়েছে'...আর ভুল ইংরেজিতে লিখল 'বাংলার সরকার বাংলার মানুষকে বঞ্চিত করেছে'!!!" তিনি আরও লেখেন, "আরে দিদি Mamata Banerjee (মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে) দিল্লিতে আন্দোলন করতে যাওয়ার জন্য ইংরেজিতে কিছু লেখার আগে আপনাদের 'ইংলিশ টিউটর' মিস্টার ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে অ্যাটলিস্ট একটু আলোচনা করে নেওয়া উচিত ছিল। যাইহোক ভুল ইংরেজি লিখে অন্তত তৃণমূল এটা স্বীকার করে নিল যে, বাংলার সরকার কোটি-কোটি বাঙালিকে বঞ্চিত করেছে!" এরপর তিনি আরও যোগ করেছেন, "সঠিক ইংরেজিটি হত 'Bengal is Deprived of....'(বেঙ্গল ইজ ডিপ্রাইভড অফ) ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যে বিপুল দুর্নীতি, তথ্য তুলে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দুর

এর আগে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা জানিয়েছিলেন, যে সমস্ত তৃণমূল নেতারা হাতে মোটা মোটা সোনার চেন পরেন যাদের মনে হচ্ছে ইডি সিবিআই আসতে পারে। আমার ফেসবুকের উপর একটি নম্বর দেওয়া আছে। যোগাযোগ করে বিজেপিতে চলে আসতে পারেন। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে জনসভা থেকে একথাই বলার পরই সমালোচনা হয়েছিল তাঁকে নিয়ে ৷ তবে কি তিনি বলতে চেয়েছিলেন বিজেপিতে নাম লেখালেই ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে পারবে ?

কারণ তৃণমূল বারবারই অভিযোগ তোলে তৃণমূলে পাপ করে কেউ বিজেপিতে গেলেই মাফ হয়ে যায়। ওয়াশিং মেশিনের কাজ করে বিজেপি। তবে অনুপম হাজরার দাবি, একেবারে স্ট্যাম্প লাগানো চোর যারা নন, কিছুটা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের জন্য বিজেপির দরজা খোলা। ফের একবার সেই ফেসবুকেই তৃণমূলকে একহাত নিলেন অনুপম ।

আরও পড়ুন: 'যে তৃণমূল নেতাদের ইডি-সিবিআই ডাকতে পারে তাঁরা যোগাযোগ করুন,' অবাক-আমন্ত্রণ অনুপমের

Last Updated : Oct 2, 2023, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.