ETV Bharat / state

সিবিআই দফতরে হাজিরা লালার - coal smuggling case

গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনই লালাকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 6 এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না বলে গত সপ্তাহেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ লালার কাছে হাজিরার নোটিশও পাঠায় সিবিআই ৷ কিন্তু, বারবার হাজিরা এড়াচ্ছিল লালা ৷ তার খোঁজও পাওয়া যাচ্ছিল না ৷ হঠাৎ আজ নিজে থেকে সিবিআই দফতরে হাজিরা দেয় সে ৷

সিবিআই দফতরে হাজিরা লালার
সিবিআই দফতরে হাজিরা লালার
author img

By

Published : Mar 30, 2021, 11:28 AM IST

Updated : Mar 30, 2021, 12:20 PM IST

কলকাতা, 30 মার্চ : সিবিআই দফতরে হাজিরা কয়লাপাচার কাণ্ডের অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার । গ্রেফতারি পরওয়ানা জারির পরেও বেশ কয়েকদিন ধরে তার নাগাল পাচ্ছিলেন না সিবিআই গোয়েন্দারা । এবার নিজে থেকেই আজ সকালে নিজ়াম প্যালেসে হাজিরা দেয় লালা ৷ এদিন তার বয়ান রেকর্ড হবে বলে সিবিআই সূত্রে খবর ।

গ্রেফতারি পরওয়ানা জারি করা হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনই লালাকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 6 এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না বলে গত সপ্তাহেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ লালার কাছে হাজিরার নোটিসও পাঠায় সিবিআই ৷ কিন্তু, বারবার হাজিরা এড়াচ্ছিল লালা ৷ তার খোঁজও পাওয়া যাচ্ছিল না ৷ হঠাৎ আজ নিজে থেকে সিবিআই দফতরে হাজিরা দেয় সে ৷

আরও পড়ুন, মোদির আগে এনআরসির দাবি করেছিলেন মমতা : আব্বাস সিদ্দিকী

কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ৷ কয়লাকাণ্ডের কিনারা করতে নেমে লালার বিষয়ে এর আগে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা । একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গেও লেনদেন চলত লালার । গত 13 নভেম্বর অনুপ মাঝি ঘনিষ্ঠ 6 কয়লা ব্যবসায়ীকে নোটিস পাঠায় আয়কর দফতর । অনুপ মাঝির সঙ্গে এই ছয় কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ঠ সংযোগ সূত্র পাওয়ার পরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল সিবিআই । কিন্তু, দেখা করেনি । অন্যদিকে, গোরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির সঙ্গে তাঁর যোগসূত্র পান তদন্তকারীরা । অনুপ মাঝির বিরুদ্ধে অভিযোগ, ইসিএল অঞ্চলে অবৈধ কয়লা খনন ও পাচার ৷ অভিযুক্ত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগযোগ তৈরি করে বেআইনি চক্র চালানো হচ্ছে বলে তদন্তে উঠে আসে ।

কলকাতা, 30 মার্চ : সিবিআই দফতরে হাজিরা কয়লাপাচার কাণ্ডের অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার । গ্রেফতারি পরওয়ানা জারির পরেও বেশ কয়েকদিন ধরে তার নাগাল পাচ্ছিলেন না সিবিআই গোয়েন্দারা । এবার নিজে থেকেই আজ সকালে নিজ়াম প্যালেসে হাজিরা দেয় লালা ৷ এদিন তার বয়ান রেকর্ড হবে বলে সিবিআই সূত্রে খবর ।

গ্রেফতারি পরওয়ানা জারি করা হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনই লালাকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 6 এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না বলে গত সপ্তাহেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ লালার কাছে হাজিরার নোটিসও পাঠায় সিবিআই ৷ কিন্তু, বারবার হাজিরা এড়াচ্ছিল লালা ৷ তার খোঁজও পাওয়া যাচ্ছিল না ৷ হঠাৎ আজ নিজে থেকে সিবিআই দফতরে হাজিরা দেয় সে ৷

আরও পড়ুন, মোদির আগে এনআরসির দাবি করেছিলেন মমতা : আব্বাস সিদ্দিকী

কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ৷ কয়লাকাণ্ডের কিনারা করতে নেমে লালার বিষয়ে এর আগে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা । একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গেও লেনদেন চলত লালার । গত 13 নভেম্বর অনুপ মাঝি ঘনিষ্ঠ 6 কয়লা ব্যবসায়ীকে নোটিস পাঠায় আয়কর দফতর । অনুপ মাঝির সঙ্গে এই ছয় কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ঠ সংযোগ সূত্র পাওয়ার পরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল সিবিআই । কিন্তু, দেখা করেনি । অন্যদিকে, গোরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির সঙ্গে তাঁর যোগসূত্র পান তদন্তকারীরা । অনুপ মাঝির বিরুদ্ধে অভিযোগ, ইসিএল অঞ্চলে অবৈধ কয়লা খনন ও পাচার ৷ অভিযুক্ত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগযোগ তৈরি করে বেআইনি চক্র চালানো হচ্ছে বলে তদন্তে উঠে আসে ।

Last Updated : Mar 30, 2021, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.