ETV Bharat / state

Anubrata and CBI Controversy : সিবিআই-অনুব্রত-উডবার্ন, এরপর ?

গরুপাচার কাণ্ডে একাধিক বার সিবিআই ডেকে পাঠাচ্ছে তাঁকে ৷ প্রতি বারই অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন অনুব্রত মণ্ডল (Anubrata and CBI Controversy) ৷

Cattle Scam CBI Investigation
অনুব্রত মণ্ডল এবং সিবিআই
author img

By

Published : Apr 6, 2022, 2:21 PM IST

কলকাতা, 6 এপ্রিল : আজ সিবিআই কলকাতা সদর দফতর নিজাম প্যালেসে আসবেন অনুব্রত মণ্ডল ৷ তেমনটাই কথা ছিল ৷ এ নিয়ে চতুর্থ বার তাঁকে সমন পাঠিয়েছিল সিবিআই ৷ গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের কথা ছিল নিজাম প্যালেসে ৷ কিন্তু শেষমেশ তাঁর গাড়ি পৌঁছাল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷ প্রতিবারের মতো আজও সিবিআই কর্তাদের সামনাসামনি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতা (Anubrata Mandal skips CBI Summon on 6 April in Cattle Scam) ৷

এই মুহূর্তে সিবিআই-অনুব্রত মণ্ডল-উডবার্ন ?

বারে বারে সিবিআই-এর মুখোমুখি হতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের জেলা সভাপতি ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছেন । সিবিআই-এর পক্ষ থেকেও এসএসকেএমে এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ অনুব্রত মণ্ডল কী কী শারীরিক অসুবিধে অনুভব করছেন, তা জানতে চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । তাঁর আইনজীবীর সঙ্গে চিকিৎসকরা কথা বলছেন ৷ তৃণমূল নেতার শারীরিক সমস্যাগুলি আইনজীবী মারফত নথিভুক্ত করা হবে ৷ এরপর অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে যোগাযোগ করবেন ৷ আদালত থেকে ফের কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন অনুব্রতর আইনজীবী সঞ্জীবকুমার দাঁ ৷

এর পরেও যদি সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জেরা করতে চান ?

তাঁরা এসএসকেএমে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে গেলে কী কী আইনি পদক্ষেপ করা যায়, তা নিয়ে সিবিআই-এর সদর দফতর থেকে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসা মামলায় ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে । কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে দেখা করতে হয়নি । তবে বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছিলেন, ভবিষ্যতে অনুব্রত মণ্ডলকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে, কিন্তু তাঁকে গ্রেফতার করা চলবে না । তারপরই গরু পাচার মামলায় তলব করা হয় তাঁকে ।

আরও পড়ুন : Anubrata Mandal : অনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের, গ্রেফতার করতে পারবে না সিবিআই

2 ফেব্রুবারি, 2022 ৷ বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় সিবিআই-এর নোটিস পান তৃণমূল নেতা ৷ বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হন ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী ৷ রক্ষাকবচ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই আবেদনের শুনানির আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ গৌরব সরকার খুনের তদন্তে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে দাবি সিবিআই আধিকারিকদের ৷

14 ফেব্রুয়ারি, 2022 ৷ শারীরিক অসুস্থতার কারণে নিজাম প্যালেসে সিবিআই-এর কাছে হাজিরা দিতে পারেননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal again skips summon) । তাই এদিন গরুপাচার মামলায় তাঁকে ফের নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আগামী 25 ফেব্রুয়ারি বেলা 11টায় নিজাম প্যালেসে (CBI sends notice to Anubrata Mondal) তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল । অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ আজ সিবিআই অফিসে গেলে তাঁকে নতুন করে হাজিরার নোটিস ধরায় সিবিআই । এই নিয়ে গরু পাচার মামলায় (cow trafficking case) তৃতীয়বার সিবিআই তলব করল অনুব্রত মণ্ডলকে ।

আরও পড়ুন: Anubrata skips CBI Summon : ফের হাজিরা এড়ালেন 'অসুস্থ' অনুব্রত, গেলেন বোলপুর মহকুমা হাসপাতালে

25 ফেব্রুয়ারি, 2022 ৷ বোলপুর মহকুমা হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করান এবং সিবিআই-এর ডাক এড়ান অনুব্রত মণ্ডল । এদিনও গরুপাচার কাণ্ডে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই ৷ কিন্তু, এদিনও তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীবকুমার দাঁ হাজিরা দেন নিজাম প্যালেসে ।

6 এপ্রিল, 2022 ৷ আজও গরুপাচার কাণ্ডে তদন্তের জন্য সিবিআই দফতরে আসার কথা ছিল অনুব্রতর ৷ তাঁর জন্য চিকিৎসকের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু মঙ্গলবার রাতে কলকাতায় চিনার পার্কের বাড়িতে বুকে ব্যথা, শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করেন ৷ বুধবার সকালে বেরিয়ে অনুব্রত সোজা এসএসকেএমের উডবার্নে চলে যান চিকিৎসা করাতে ৷

গরুপাচার কাণ্ড কী ?

বীরভূমের ইলামবাজারের সুখবাজার হল দক্ষিণবঙ্গের সব থেকে বড় গরুর হাট ৷ এখান থেকে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ উঠেছে একাধিকবার । এমনকি, খাগড়াগড় বিস্ফোরণের পর এই হাট থেকে জঙ্গি যোগের সূত্র পেয়েছিলেন এনআইএ আধিকারিকরা । রাজ্যে গরুপাচার নিয়ে তদন্ত শুরু হয়েছে । জানা গিয়েছে, এই কাণ্ডে এনামূলকে গ্রেফতারের পর বীরভূমের বহু তথ্য সিবিআই-এর হাতে উঠে এসেছে । বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর এক নিরাপত্তারক্ষীর নামও পায় সিবিআই আধিকারিকরা । গরুপাচার সংক্রান্ত তথ্য ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এই নিরাপত্তারক্ষীকেও নোটিস দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : Anubrata on Bagtui CBI Probe : ‘সিবিআই যা করছে ঠিক করছে’, বগটুই কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্তে খুশি অনুব্রত

কলকাতা, 6 এপ্রিল : আজ সিবিআই কলকাতা সদর দফতর নিজাম প্যালেসে আসবেন অনুব্রত মণ্ডল ৷ তেমনটাই কথা ছিল ৷ এ নিয়ে চতুর্থ বার তাঁকে সমন পাঠিয়েছিল সিবিআই ৷ গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের কথা ছিল নিজাম প্যালেসে ৷ কিন্তু শেষমেশ তাঁর গাড়ি পৌঁছাল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷ প্রতিবারের মতো আজও সিবিআই কর্তাদের সামনাসামনি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতা (Anubrata Mandal skips CBI Summon on 6 April in Cattle Scam) ৷

এই মুহূর্তে সিবিআই-অনুব্রত মণ্ডল-উডবার্ন ?

বারে বারে সিবিআই-এর মুখোমুখি হতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের জেলা সভাপতি ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছেন । সিবিআই-এর পক্ষ থেকেও এসএসকেএমে এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ অনুব্রত মণ্ডল কী কী শারীরিক অসুবিধে অনুভব করছেন, তা জানতে চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । তাঁর আইনজীবীর সঙ্গে চিকিৎসকরা কথা বলছেন ৷ তৃণমূল নেতার শারীরিক সমস্যাগুলি আইনজীবী মারফত নথিভুক্ত করা হবে ৷ এরপর অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে যোগাযোগ করবেন ৷ আদালত থেকে ফের কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন অনুব্রতর আইনজীবী সঞ্জীবকুমার দাঁ ৷

এর পরেও যদি সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জেরা করতে চান ?

তাঁরা এসএসকেএমে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে গেলে কী কী আইনি পদক্ষেপ করা যায়, তা নিয়ে সিবিআই-এর সদর দফতর থেকে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসা মামলায় ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে । কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে দেখা করতে হয়নি । তবে বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছিলেন, ভবিষ্যতে অনুব্রত মণ্ডলকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে, কিন্তু তাঁকে গ্রেফতার করা চলবে না । তারপরই গরু পাচার মামলায় তলব করা হয় তাঁকে ।

আরও পড়ুন : Anubrata Mandal : অনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের, গ্রেফতার করতে পারবে না সিবিআই

2 ফেব্রুবারি, 2022 ৷ বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় সিবিআই-এর নোটিস পান তৃণমূল নেতা ৷ বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হন ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী ৷ রক্ষাকবচ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই আবেদনের শুনানির আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ গৌরব সরকার খুনের তদন্তে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে দাবি সিবিআই আধিকারিকদের ৷

14 ফেব্রুয়ারি, 2022 ৷ শারীরিক অসুস্থতার কারণে নিজাম প্যালেসে সিবিআই-এর কাছে হাজিরা দিতে পারেননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal again skips summon) । তাই এদিন গরুপাচার মামলায় তাঁকে ফের নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আগামী 25 ফেব্রুয়ারি বেলা 11টায় নিজাম প্যালেসে (CBI sends notice to Anubrata Mondal) তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল । অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ আজ সিবিআই অফিসে গেলে তাঁকে নতুন করে হাজিরার নোটিস ধরায় সিবিআই । এই নিয়ে গরু পাচার মামলায় (cow trafficking case) তৃতীয়বার সিবিআই তলব করল অনুব্রত মণ্ডলকে ।

আরও পড়ুন: Anubrata skips CBI Summon : ফের হাজিরা এড়ালেন 'অসুস্থ' অনুব্রত, গেলেন বোলপুর মহকুমা হাসপাতালে

25 ফেব্রুয়ারি, 2022 ৷ বোলপুর মহকুমা হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করান এবং সিবিআই-এর ডাক এড়ান অনুব্রত মণ্ডল । এদিনও গরুপাচার কাণ্ডে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই ৷ কিন্তু, এদিনও তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীবকুমার দাঁ হাজিরা দেন নিজাম প্যালেসে ।

6 এপ্রিল, 2022 ৷ আজও গরুপাচার কাণ্ডে তদন্তের জন্য সিবিআই দফতরে আসার কথা ছিল অনুব্রতর ৷ তাঁর জন্য চিকিৎসকের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু মঙ্গলবার রাতে কলকাতায় চিনার পার্কের বাড়িতে বুকে ব্যথা, শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করেন ৷ বুধবার সকালে বেরিয়ে অনুব্রত সোজা এসএসকেএমের উডবার্নে চলে যান চিকিৎসা করাতে ৷

গরুপাচার কাণ্ড কী ?

বীরভূমের ইলামবাজারের সুখবাজার হল দক্ষিণবঙ্গের সব থেকে বড় গরুর হাট ৷ এখান থেকে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ উঠেছে একাধিকবার । এমনকি, খাগড়াগড় বিস্ফোরণের পর এই হাট থেকে জঙ্গি যোগের সূত্র পেয়েছিলেন এনআইএ আধিকারিকরা । রাজ্যে গরুপাচার নিয়ে তদন্ত শুরু হয়েছে । জানা গিয়েছে, এই কাণ্ডে এনামূলকে গ্রেফতারের পর বীরভূমের বহু তথ্য সিবিআই-এর হাতে উঠে এসেছে । বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর এক নিরাপত্তারক্ষীর নামও পায় সিবিআই আধিকারিকরা । গরুপাচার সংক্রান্ত তথ্য ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এই নিরাপত্তারক্ষীকেও নোটিস দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : Anubrata on Bagtui CBI Probe : ‘সিবিআই যা করছে ঠিক করছে’, বগটুই কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্তে খুশি অনুব্রত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.