ETV Bharat / state

বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা, গড়িয়াহাটে কান ছিঁড়ল বৃদ্ধের

গড়িয়াহাটে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ৷ গুরুতর আহত হলেন এক বৃদ্ধ ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 9, 2019, 5:13 PM IST

Updated : Aug 9, 2019, 7:49 PM IST

কলকাতা, 9 অগাস্ট : দু'টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল গড়িয়াহাটে ৷ দু'কান ছিঁড়ল এক বৃদ্ধের ৷ কাটা গেছে একটি আঙুলও ৷ আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ বাস দু'টিকে আটক করেছে পুলিশ ।

আজ সকাল 10টা নাগাদ গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারীগামী 212 রুটের বাসে ওঠেন সমীর পাল নামে এক ব্যক্তি । তাঁর বাড়ি ঢাকুরিয়ায় । বাসের পাদানিতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গড়িয়াহাট মোড়ের সিগন্যাল ছাড়ার পর 3C/2 রুটের একটি বাস সেটিকে ওভারটেক করতে যায় ৷ আচমকা ব্রেক কষে 212 রুটের বাসটি ৷ ছিটকে যান সমীরবাবু ৷ তাঁকে ধাক্কা মারে 3C/2 বাসটি ৷ ছিঁড়ে যায় দুটি কানই ৷ কেটে গেছে একটি আঙুলও ৷ তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

এর আগে, 25 জুলাই টালিগঞ্জের করুণাময়ীতে বাসের পাদানিতে ঝুলতে গিয়ে এক যাত্রীর কনুইয়ের নিচ থেকে হাতের অংশ বাদ চলে গিয়েছিল । এরপর বাসের রেষারেষির জেরে টালিগঞ্জ ট্রামডিপোর কাছে এক যাত্রী মাথায় গুরুতর চোট পান । আর এবার প্রায় একইভাবে দুর্ঘটনা ঘটল গড়িয়াহাটে ৷

কলকাতা, 9 অগাস্ট : দু'টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল গড়িয়াহাটে ৷ দু'কান ছিঁড়ল এক বৃদ্ধের ৷ কাটা গেছে একটি আঙুলও ৷ আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ বাস দু'টিকে আটক করেছে পুলিশ ।

আজ সকাল 10টা নাগাদ গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারীগামী 212 রুটের বাসে ওঠেন সমীর পাল নামে এক ব্যক্তি । তাঁর বাড়ি ঢাকুরিয়ায় । বাসের পাদানিতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গড়িয়াহাট মোড়ের সিগন্যাল ছাড়ার পর 3C/2 রুটের একটি বাস সেটিকে ওভারটেক করতে যায় ৷ আচমকা ব্রেক কষে 212 রুটের বাসটি ৷ ছিটকে যান সমীরবাবু ৷ তাঁকে ধাক্কা মারে 3C/2 বাসটি ৷ ছিঁড়ে যায় দুটি কানই ৷ কেটে গেছে একটি আঙুলও ৷ তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

এর আগে, 25 জুলাই টালিগঞ্জের করুণাময়ীতে বাসের পাদানিতে ঝুলতে গিয়ে এক যাত্রীর কনুইয়ের নিচ থেকে হাতের অংশ বাদ চলে গিয়েছিল । এরপর বাসের রেষারেষির জেরে টালিগঞ্জ ট্রামডিপোর কাছে এক যাত্রী মাথায় গুরুতর চোট পান । আর এবার প্রায় একইভাবে দুর্ঘটনা ঘটল গড়িয়াহাটে ৷

Intro:কলকাতা, ৯ কলকাতা: দুটি বেসরকারি বাসের রেষারেষি। একেবারে অফিস টাইমে। ভিড়ে ঠাসা গড়িয়াহাটে সেই রেষারেষিতে কোনও রকমে প্রাণ বাঁচলো বৃদ্ধের। তবে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই বাস দুটি আটক করেছে।Body:বাসের রেষারেষি নিষিদ্ধ হয়েছে অনেকদিন আগেই। শহরবাসীর বাস্তব অভিজ্ঞতা বলছে, তা নেহাতই খাতায় কলমে! মাঝেমধ্যে ট্রাফিক পুলিশের সার্জেন্টরা বাসের রেষারেষিতে কেস করলেও, চিত্রটা পাল্টায়নি বললেই চলে। দমদম থেকে ঢাকুরিয়া প্রায় সর্বত্রই একই ছবি। বাসের রেষারেষি চলছেই। যেমনটা হলো আজ অফিস টাইমে। সকাল ১০ টা নাগাদ 212 এবং 3C/2 রুটের দুটি বাস নিজের মধ্যে রেষারেষি করছিলো। গড়িয়াহাটে ২১২ নম্বর রুটের বাসে 65 বছরের সমীর পাল নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি ঢাকুরিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, 212 রুটের বাসটি আগে চলছিল। 3C/2 রুটের একটি বাস পেছন থেকে তাকে ওভারটেক করতে যায়। আর তখনই ঘটে দুর্ঘটনা।
Conclusion:পুলিশ সূত্রে খবর, সমীরবাবুর বাঁদিকের কানটি প্রায় কেটে গেছে। বাঁহাতেও লেগেছে গুরুতর চোট। তাকে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া AMRI হাসপাতালে। পড়ে তার পরিবার তাঁকে নিয়ে যায় পিয়ারলেস হাসপাতালে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে। বাসদুটিকে আটক করেছে পুলিশ।




Last Updated : Aug 9, 2019, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.