ETV Bharat / state

রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের - মমতা বন্দ্যোপাধ্যায়

Amit Shah on Ram Mandir: কলকাতার সভা থেকে রাম মন্দির প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর অভিযোগ, রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে যে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, সেটাও উল্লেখ করেছেন তিনি ৷

PC - BJP X
ছবি সৌজন্য - বিজেপির এক্স হ্যান্ডেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 8:02 PM IST

Updated : Nov 30, 2023, 7:37 AM IST

রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের

কলকাতা, 29 নভেম্বর: দুর্নীতি থেকে অনুপ্রবেশ, একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনার সম্মুখীন হতে হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ তবে শাহী-ভাষণে এই প্রসঙ্গগুলি ওঠা ‘স্বাভাবিক’ ৷ কিন্তু বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভামঞ্চ থেকে এমন একটি বিষয়ে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ, যা সাম্প্রতিক অতীতে কখনও শোনা যায়নি ৷

এ দিন অযোধ্যার রামমন্দির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ ৷ তাঁর অভিযোগ, ‘‘...মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির তৈরি আটকে রেখেছিলেন ৷’’ তবে এখানে তিনি কংগ্রেসকেও একসূত্রে গেঁথেছেন ৷ তাই এই নিয়ে মমতার নাম বলার আগে তিনি কংগ্রেসের নামও করেছেন ৷ বলেছেন, ‘‘কংগ্রেস পার্টি ও মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির তৈরি আটকে রেখেছিলেন ৷’’

রাজনৈতিক মহলের মতে, রাম মন্দির বরাবরই বিজেপির মূল নির্বাচনী ইস্যু ৷ ‘মন্দির ওঁহি বানায়েঙ্গে’ স্লোগান দিয়ে আটের দশক থেকে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করেছে গেরুয়া শিবির ৷ কিন্তু এখন সেই মন্দির বাস্তবের রূপ নিতে চলেছে ৷ সব কিছু ঠিক থাকলে আর মাস দুয়েকের মধ্যেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ৷ স্বাভাবিকভাবেই মন্দির তৈরির পুরো কৃতিত্ব নিয়ে সেটাকে ভোটে রূপান্তরিত করার চেষ্টা করবে বিজেপি ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সেই চেষ্টাই এ দিন শাহী-ভাষণে শোনা গিয়েছে ৷ বাংলাতেও রামমন্দির আবেগকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে যে বিজেপি ফায়দা তুলতে চায়, তা অমিত শাহের ভাষণে স্পষ্ট ৷ সেই কারণেই মমতা ও কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন ৷ কারণ, বিজেপি বরাবর রাম মন্দির ইস্যুতে কংগ্রেসের অবস্থানের সমালোচনা করে ৷ আর যে সময়ের কথা শাহ উল্লেখ করতে চেয়েছেন, সেই সময় মমতাও কংগ্রেসেই ছিলেন ৷

তবে শুধু রাম মন্দির নিয়ে অভিযোগ করেই থেমে যাননি অমিত শাহ ৷ বরং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে 2020 সালের 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির নির্মাণের ভূমি পুজো করেন ৷ আর আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করবেন ৷

তবে শুধু রাম মন্দিরেই থেমে যাননি অমিত শাহ ৷ বাংলার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে ঠারেঠোরে টেনে এনেছেন ‘ইন্ডিয়া’ জোটের প্রসঙ্গ ৷ বোঝাতে চেয়েছেন কংগ্রেস এখন কার্যত আত্মসমর্পণ করেছে তৃণমূলের কাছে ৷ এ দিন অমিত শাহ তাঁর ভাষণের একেবারে শেষের দিকে বলেন, বাংলার ভালো তৃণমূল ও কমিউনিস্টরা করতে পারবে না ৷ কংগ্রেস এখন তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে ৷ বাংলার ভালো একমাত্র বিজেপিই করতে পারবে ৷’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘‘মোদিজি সবসময় বাংলার বিকাশ করতে চান ৷ মমতা বিকাশ করতে দিতে চান না ৷’’

আরও পড়ুন:

  1. সুকান্তর পদবি বলতে গিয়ে হোঁচট খেলেন শাহ, মাত্র 23 মিনিটেই শেষ অমিত-ভাষণ
  2. চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের
  3. সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না: অমিত শাহ

রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের

কলকাতা, 29 নভেম্বর: দুর্নীতি থেকে অনুপ্রবেশ, একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনার সম্মুখীন হতে হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ তবে শাহী-ভাষণে এই প্রসঙ্গগুলি ওঠা ‘স্বাভাবিক’ ৷ কিন্তু বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভামঞ্চ থেকে এমন একটি বিষয়ে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ, যা সাম্প্রতিক অতীতে কখনও শোনা যায়নি ৷

এ দিন অযোধ্যার রামমন্দির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ ৷ তাঁর অভিযোগ, ‘‘...মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির তৈরি আটকে রেখেছিলেন ৷’’ তবে এখানে তিনি কংগ্রেসকেও একসূত্রে গেঁথেছেন ৷ তাই এই নিয়ে মমতার নাম বলার আগে তিনি কংগ্রেসের নামও করেছেন ৷ বলেছেন, ‘‘কংগ্রেস পার্টি ও মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির তৈরি আটকে রেখেছিলেন ৷’’

রাজনৈতিক মহলের মতে, রাম মন্দির বরাবরই বিজেপির মূল নির্বাচনী ইস্যু ৷ ‘মন্দির ওঁহি বানায়েঙ্গে’ স্লোগান দিয়ে আটের দশক থেকে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করেছে গেরুয়া শিবির ৷ কিন্তু এখন সেই মন্দির বাস্তবের রূপ নিতে চলেছে ৷ সব কিছু ঠিক থাকলে আর মাস দুয়েকের মধ্যেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ৷ স্বাভাবিকভাবেই মন্দির তৈরির পুরো কৃতিত্ব নিয়ে সেটাকে ভোটে রূপান্তরিত করার চেষ্টা করবে বিজেপি ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সেই চেষ্টাই এ দিন শাহী-ভাষণে শোনা গিয়েছে ৷ বাংলাতেও রামমন্দির আবেগকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে যে বিজেপি ফায়দা তুলতে চায়, তা অমিত শাহের ভাষণে স্পষ্ট ৷ সেই কারণেই মমতা ও কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন ৷ কারণ, বিজেপি বরাবর রাম মন্দির ইস্যুতে কংগ্রেসের অবস্থানের সমালোচনা করে ৷ আর যে সময়ের কথা শাহ উল্লেখ করতে চেয়েছেন, সেই সময় মমতাও কংগ্রেসেই ছিলেন ৷

তবে শুধু রাম মন্দির নিয়ে অভিযোগ করেই থেমে যাননি অমিত শাহ ৷ বরং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে 2020 সালের 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির নির্মাণের ভূমি পুজো করেন ৷ আর আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করবেন ৷

তবে শুধু রাম মন্দিরেই থেমে যাননি অমিত শাহ ৷ বাংলার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে ঠারেঠোরে টেনে এনেছেন ‘ইন্ডিয়া’ জোটের প্রসঙ্গ ৷ বোঝাতে চেয়েছেন কংগ্রেস এখন কার্যত আত্মসমর্পণ করেছে তৃণমূলের কাছে ৷ এ দিন অমিত শাহ তাঁর ভাষণের একেবারে শেষের দিকে বলেন, বাংলার ভালো তৃণমূল ও কমিউনিস্টরা করতে পারবে না ৷ কংগ্রেস এখন তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে ৷ বাংলার ভালো একমাত্র বিজেপিই করতে পারবে ৷’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘‘মোদিজি সবসময় বাংলার বিকাশ করতে চান ৷ মমতা বিকাশ করতে দিতে চান না ৷’’

আরও পড়ুন:

  1. সুকান্তর পদবি বলতে গিয়ে হোঁচট খেলেন শাহ, মাত্র 23 মিনিটেই শেষ অমিত-ভাষণ
  2. চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের
  3. সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না: অমিত শাহ
Last Updated : Nov 30, 2023, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.