ETV Bharat / state

Shah meets with Bengal BJP: বঙ্গ বিজেপিকে চব্বিশের ভোটে 35 এর লক্ষ্যপূরণের রণকৌশল জানিয়ে গেলেন শাহ - লোকসভা নির্বাচন

বঙ্গ বিজেপির জন্য 2024 সালের লোকসভা নির্বাচনে 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ ৷ সেই লক্ষ্যপূরণে কী কী করতে হবে, সেই নির্দেশিকা দলের নেতাদের দিয়েছেন তিনি ৷

Shah meets with Bengal BJP
Shah meets with Bengal BJP
author img

By

Published : Apr 15, 2023, 3:05 PM IST

অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 15 এপ্রিল: চব্বিশের লক্ষ্য পঁয়ত্রিশ ৷ বৃহস্পতিবার বীরভূমের জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ ৷ লক্ষ্যপূরণ যে হবেই, সেটাও গতকাল সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দিয়েছেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ তার পর রাতে বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের বুঝিয়ে দিয়েছেন 35টি আসনে জয় পেতে হলে এখন থেকে প্রচারে কী কী কৌশল নিতে হবে ৷ অন্তত বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথায় সেটাই স্পষ্ট হয়েছে ৷

শুক্রবার সকালে নয়াদিল্লির উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন তাঁর আর কোনও কর্মসূচি ছিল না ৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর থেকে রাজারহাটের একটি হোটেলে ফিরে দফায় দফায় বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ৷ শুক্রবার সকালে সুকান্ত মজুমদার ও বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন ৷

সূত্রের খবর, ওই বৈঠকেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ৷ দলের অন্দরের কোনও সাংগঠনিক নির্দেশ বিশেষ খোলসা করতে চাননি বালুরঘাটের সাংসদ ৷ তবে জানিয়েছেন, 35টি আসন জেতার জন্য যা যা পদক্ষেপ করা উচিত, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ তাঁরা অমিত শাহের কাছ থেকে পেয়েছেন ৷

2024 সালের মার্চ-এপ্রিলেই লোকসভা নির্বাচন৷ হাতে আর মাত্র একবছর সময় ৷ তাই এখন থেকেই প্রচারে নেমে পড়েছে বিজেপি ৷ গত 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবসে দেওয়াল লিখনের মাধ্যমে সেই কাজের শুরু হয়েছে ৷ তাছাড়া দেশজুড়ে অমিত শাহের সভার পরিকল্পনাও করা হয়েছে বিজেপির তরফে ৷ সেই হিসেবে বাংলায় রয়েছে 14টি সভা করার কথা অমিত শাহের ৷ তার প্রথমটি বৃহস্পতিবার বীরভূমে হল ৷ পরের সভা কবে হবে ?

এই নিয়ে এখনও কোনও ঘোষণা না হলেও সূত্রের খবর, মাসখানেকের মধ্যেই এই সভা হতে পারে ৷ আগামী 25 বৈশাখ (9 মে) শাহ আবার বাংলায় আসতে পারেন ৷ সেদিন তিনি এসে কোথায় সভা করেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ একই সঙ্গে আরও একটি প্রশ্ন গতকাল থেকেই বঙ্গ রাজনীতির অন্দরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ বিজেপি কি শুধু লোকসভা নিয়ে ভাবছে ? পঞ্চায়েত ভোট নিয়ে কি তাদের কোনও ভাবনা নেই ?

এই প্রশ্ন উঠছে কারণ, বৃহস্পতিবার অমিত শাহের মুখে শুধু লোকসভার কথা ছিল ৷ পঞ্চায়েত নিয়ে তিনি রা কাড়েননি ৷ যদিও বঙ্গ বিজেপির দাবি, পঞ্চায়েত ও লোকসভা দুই ভোটই তাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় নেতৃত্বের লোকসভা মূল লক্ষ্য হলেও পঞ্চায়েতে নির্বাচনও বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । দল পুরো দমে লড়বে । কিন্তু এই সরকার (মমতার সরকার) গণতন্ত্রকে বাঁচাবার কোনও চেষ্টা করবে বলে মনে হয় না । তৃণমূল ভোট লুঠ করবে । বিজেপি বাধা দেবে । বিজেপি নিজের গণতান্ত্রিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখবে ।’’

অন্যদিকে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য বিজেপি একেবারে প্রস্তুত । পঞ্চায়েত নিয়ে তো বটেই লোকসভা নিয়েও লোকসভা নির্বাচনে কিভাবে প্রস্তুতি হবে কি ধরনের স্ট্রাটেজি নেওয়া হবে এইসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী ।’’

আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের

অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 15 এপ্রিল: চব্বিশের লক্ষ্য পঁয়ত্রিশ ৷ বৃহস্পতিবার বীরভূমের জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ ৷ লক্ষ্যপূরণ যে হবেই, সেটাও গতকাল সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দিয়েছেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ তার পর রাতে বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের বুঝিয়ে দিয়েছেন 35টি আসনে জয় পেতে হলে এখন থেকে প্রচারে কী কী কৌশল নিতে হবে ৷ অন্তত বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথায় সেটাই স্পষ্ট হয়েছে ৷

শুক্রবার সকালে নয়াদিল্লির উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন তাঁর আর কোনও কর্মসূচি ছিল না ৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর থেকে রাজারহাটের একটি হোটেলে ফিরে দফায় দফায় বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ৷ শুক্রবার সকালে সুকান্ত মজুমদার ও বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন ৷

সূত্রের খবর, ওই বৈঠকেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ৷ দলের অন্দরের কোনও সাংগঠনিক নির্দেশ বিশেষ খোলসা করতে চাননি বালুরঘাটের সাংসদ ৷ তবে জানিয়েছেন, 35টি আসন জেতার জন্য যা যা পদক্ষেপ করা উচিত, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ তাঁরা অমিত শাহের কাছ থেকে পেয়েছেন ৷

2024 সালের মার্চ-এপ্রিলেই লোকসভা নির্বাচন৷ হাতে আর মাত্র একবছর সময় ৷ তাই এখন থেকেই প্রচারে নেমে পড়েছে বিজেপি ৷ গত 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবসে দেওয়াল লিখনের মাধ্যমে সেই কাজের শুরু হয়েছে ৷ তাছাড়া দেশজুড়ে অমিত শাহের সভার পরিকল্পনাও করা হয়েছে বিজেপির তরফে ৷ সেই হিসেবে বাংলায় রয়েছে 14টি সভা করার কথা অমিত শাহের ৷ তার প্রথমটি বৃহস্পতিবার বীরভূমে হল ৷ পরের সভা কবে হবে ?

এই নিয়ে এখনও কোনও ঘোষণা না হলেও সূত্রের খবর, মাসখানেকের মধ্যেই এই সভা হতে পারে ৷ আগামী 25 বৈশাখ (9 মে) শাহ আবার বাংলায় আসতে পারেন ৷ সেদিন তিনি এসে কোথায় সভা করেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ একই সঙ্গে আরও একটি প্রশ্ন গতকাল থেকেই বঙ্গ রাজনীতির অন্দরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ বিজেপি কি শুধু লোকসভা নিয়ে ভাবছে ? পঞ্চায়েত ভোট নিয়ে কি তাদের কোনও ভাবনা নেই ?

এই প্রশ্ন উঠছে কারণ, বৃহস্পতিবার অমিত শাহের মুখে শুধু লোকসভার কথা ছিল ৷ পঞ্চায়েত নিয়ে তিনি রা কাড়েননি ৷ যদিও বঙ্গ বিজেপির দাবি, পঞ্চায়েত ও লোকসভা দুই ভোটই তাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় নেতৃত্বের লোকসভা মূল লক্ষ্য হলেও পঞ্চায়েতে নির্বাচনও বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । দল পুরো দমে লড়বে । কিন্তু এই সরকার (মমতার সরকার) গণতন্ত্রকে বাঁচাবার কোনও চেষ্টা করবে বলে মনে হয় না । তৃণমূল ভোট লুঠ করবে । বিজেপি বাধা দেবে । বিজেপি নিজের গণতান্ত্রিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখবে ।’’

অন্যদিকে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য বিজেপি একেবারে প্রস্তুত । পঞ্চায়েত নিয়ে তো বটেই লোকসভা নিয়েও লোকসভা নির্বাচনে কিভাবে প্রস্তুতি হবে কি ধরনের স্ট্রাটেজি নেওয়া হবে এইসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী ।’’

আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.