ETV Bharat / state

স্বাধীনতা সংগ্রামে RSS-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অমিত মিত্র

RSS-এর স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না বলে বার বারই সরব হয়েছেব দেশের বিরোধী দলের নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রীর এই ভাষণের পর RSS-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

amit
amita=
author img

By

Published : Aug 16, 2020, 6:03 AM IST

কলকাতা, ১৫ অগাস্ট : "দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কি ভূমিকা ছিল ? ১৯৭২ সাল থেকে আরএসএসএর প্রচারক মোদীজি আমাদের একটু বলুন।" স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভাষণের পর প্রশ্ন তুললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন," প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের কথা ভুললে চলবে না। স্বাধীনতা সংগ্রামীদের জীবন উৎসর্গের কারণেই আমরা স্বাধীন ভারতে শ্বাস-প্রশ্বাস নিতে পারছি। "

RSS-এর স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না বলে বার বারই সরব হয়েছেব দেশের বিরোধী দলের নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রীর এই ভাষণের পর RSS-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

অমিত মিত্র বলেন, " ১৯৭২ সাল থেকে প্রচারক হিসেবে কাজ করে আসা মোদিজি আমাদের একটু বলুন স্বাধীনতা সংগ্রামে RSS-এক কী ভূমিকা ছিল ।" নিজের পারিবারিক জীবন আদর্শ তুলে ধরে রাজ্যের অর্থমন্ত্রী বলেন," ব্রিটিশরা আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামীর সন্তান হিসেবে আমার জানার অধিকার রয়েছে RSS সম্পর্কে।"

কলকাতা, ১৫ অগাস্ট : "দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কি ভূমিকা ছিল ? ১৯৭২ সাল থেকে আরএসএসএর প্রচারক মোদীজি আমাদের একটু বলুন।" স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভাষণের পর প্রশ্ন তুললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন," প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের কথা ভুললে চলবে না। স্বাধীনতা সংগ্রামীদের জীবন উৎসর্গের কারণেই আমরা স্বাধীন ভারতে শ্বাস-প্রশ্বাস নিতে পারছি। "

RSS-এর স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না বলে বার বারই সরব হয়েছেব দেশের বিরোধী দলের নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রীর এই ভাষণের পর RSS-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

অমিত মিত্র বলেন, " ১৯৭২ সাল থেকে প্রচারক হিসেবে কাজ করে আসা মোদিজি আমাদের একটু বলুন স্বাধীনতা সংগ্রামে RSS-এক কী ভূমিকা ছিল ।" নিজের পারিবারিক জীবন আদর্শ তুলে ধরে রাজ্যের অর্থমন্ত্রী বলেন," ব্রিটিশরা আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামীর সন্তান হিসেবে আমার জানার অধিকার রয়েছে RSS সম্পর্কে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.