ETV Bharat / state

আউটডোরের টিকিটের টাকায় দুর্নীতির অভিযোগ RG কর মেডিকেল কলেজে - R G KAR MEDICAL COLLEGE

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর, প্রতিদিন যে হারে রোগী আসেন এখানে সে পরিমাণে টাকা হাসপাতালে জমা পড়ছে না ৷ এই ঘটনার পিছনে আউটডোরের কর্মীদের একাংশের যোগ রয়েছে বলেই হাসপাতাল সূত্রের খবর ৷

R G KAR MEDICAL COLLEGE
আরজি কর মেডিকেল কলেজ
author img

By

Published : Nov 28, 2020, 11:30 AM IST

কলকাতা, 28 নভেম্বর : RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে দুর্নীতির অভিযোগ ৷ আউটডোরে টিকিটের কয়েক লাখ টাকা জমা পড়েনি বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনায় আউটডোরের এক কর্মীকে পাঁচ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী সাতদিনের মধ্যে ওই টাকা জমা দিতে হবে তাঁকে।

RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, এখানকার আউটডোরে বহু রোগী আসেন ৷ রোগীপিছু 2 টাকা করে নেওয়া হয় ৷ হিসেবমতো হাসপাতালে মোটা অঙ্কের টাকা জমা হওয়ার কথা ৷ অভিযোগ, যত সংখ্যক রোগী প্রতিদিন আসছে সেভাবে টাকা জমা পড়ছে না হাসপাতালে ৷ বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

টিকিটের বিনিময়ে আউটডোরে টাকা জমা পড়েছে, অথচ সেই টাকা হাসপাতালে জমাই পড়েনি । মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, এই জালিয়াতির পিছনে আউটডোরের কর্মীদের একাংশ জড়িত রয়েছে ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আউটডোরের এক কর্মীকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সাতদিনের মধ্যে ওই কর্মীকে পাঁচ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ টাকা দিতে না পারলে ওই কর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ যদিও এবিষয়ে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দেননি ৷

কলকাতা, 28 নভেম্বর : RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে দুর্নীতির অভিযোগ ৷ আউটডোরে টিকিটের কয়েক লাখ টাকা জমা পড়েনি বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনায় আউটডোরের এক কর্মীকে পাঁচ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী সাতদিনের মধ্যে ওই টাকা জমা দিতে হবে তাঁকে।

RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, এখানকার আউটডোরে বহু রোগী আসেন ৷ রোগীপিছু 2 টাকা করে নেওয়া হয় ৷ হিসেবমতো হাসপাতালে মোটা অঙ্কের টাকা জমা হওয়ার কথা ৷ অভিযোগ, যত সংখ্যক রোগী প্রতিদিন আসছে সেভাবে টাকা জমা পড়ছে না হাসপাতালে ৷ বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

টিকিটের বিনিময়ে আউটডোরে টাকা জমা পড়েছে, অথচ সেই টাকা হাসপাতালে জমাই পড়েনি । মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, এই জালিয়াতির পিছনে আউটডোরের কর্মীদের একাংশ জড়িত রয়েছে ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আউটডোরের এক কর্মীকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সাতদিনের মধ্যে ওই কর্মীকে পাঁচ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ টাকা দিতে না পারলে ওই কর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ যদিও এবিষয়ে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.