ETV Bharat / state

করোনা টিকা না পেয়ে বিক্ষোভ পূর্ব পুটিয়ারিতে

কলকাতা পৌরনিগমের 114 নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির জীবনানন্দ সভাগৃহ নামে একটি স্বাস্থ্য়কেন্দ্রে করোনা ভ্য়াকসিন দেওয়ার কাজ চলছে ৷ ভ্য়াকসিন নিতে গতরাত থেকে অনেকেই লাইন দিয়েছিলেন ৷ এমনকী আজ সকালেও অনেকেই যোগ দেন ৷ ফলে ভিড় বাড়তে থাকে ৷

vaccine
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 27, 2021, 6:22 PM IST

বেহালা, 27 এপ্রিল : করোনা ভ্য়াকসিন না পেয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ ৷ ঘটনাটি পূর্ব পুটিয়ারির ৷ যদিও স্বাস্থ্য়কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভ্য়াকসিন না থাকার কারণেই টিকাকরণ করা সম্ভব হচ্ছে না ৷

বেহালার 114 নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির জীবনানন্দ সভাগৃহ নামে একটি স্বাস্থ্য়কেন্দ্রে করোনা ভ্য়াকসিন দেওয়ার কাজ চলছে ৷ ভ্য়াকসিন নিতে গতরাত থেকে অনেকেই লাইন দিয়েছিলেন ৷ এমনকী আজ সকালেও অনেকেই যোগ দেন ৷ ফলে ভিড় বাড়তে থাকে ৷

পুটিয়ারিতে বিক্ষোভ

আরও পড়ুন- দিল্লিতে করোনায় মৃত্য়ুর সংখ্য়ায় গরমিলের অভিযোগ

কিন্তু এর কিছুক্ষণ পরেই স্বাস্থ্য়কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাদের কাছে পর্যাপ্ত ভ্য়াকসিন নেই সেকারণে তাদের তরফে সকলকে ভ্য়াকসিন দেওয়া সম্ভব নয় ৷ এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ ৷ স্বাস্থ্য়কেন্দ্রের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের ৷

স্বাস্থ্য়কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, কয়েকজন বিশৃঙ্খলা তৈরি করেছে ৷ তাঁরা নাম না লিখিয়ে ভ্য়াকসিনের দাবি করছেন ৷ এবিষয়ে কিছু করতে পারবেন না স্বাস্থ্য়কর্মীরা ৷ কারণ তাঁদের কাছে পর্যাপ্ত ভ্য়াকসিন নেই ৷ তবে স্বাস্থ্যকর্মীদের আশ্বাস, ভ্য়াকসিন এলেই যত দ্রুত সম্ভব টিকাকরণ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে ৷

বেহালা, 27 এপ্রিল : করোনা ভ্য়াকসিন না পেয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ ৷ ঘটনাটি পূর্ব পুটিয়ারির ৷ যদিও স্বাস্থ্য়কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভ্য়াকসিন না থাকার কারণেই টিকাকরণ করা সম্ভব হচ্ছে না ৷

বেহালার 114 নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির জীবনানন্দ সভাগৃহ নামে একটি স্বাস্থ্য়কেন্দ্রে করোনা ভ্য়াকসিন দেওয়ার কাজ চলছে ৷ ভ্য়াকসিন নিতে গতরাত থেকে অনেকেই লাইন দিয়েছিলেন ৷ এমনকী আজ সকালেও অনেকেই যোগ দেন ৷ ফলে ভিড় বাড়তে থাকে ৷

পুটিয়ারিতে বিক্ষোভ

আরও পড়ুন- দিল্লিতে করোনায় মৃত্য়ুর সংখ্য়ায় গরমিলের অভিযোগ

কিন্তু এর কিছুক্ষণ পরেই স্বাস্থ্য়কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাদের কাছে পর্যাপ্ত ভ্য়াকসিন নেই সেকারণে তাদের তরফে সকলকে ভ্য়াকসিন দেওয়া সম্ভব নয় ৷ এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ ৷ স্বাস্থ্য়কেন্দ্রের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের ৷

স্বাস্থ্য়কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, কয়েকজন বিশৃঙ্খলা তৈরি করেছে ৷ তাঁরা নাম না লিখিয়ে ভ্য়াকসিনের দাবি করছেন ৷ এবিষয়ে কিছু করতে পারবেন না স্বাস্থ্য়কর্মীরা ৷ কারণ তাঁদের কাছে পর্যাপ্ত ভ্য়াকসিন নেই ৷ তবে স্বাস্থ্যকর্মীদের আশ্বাস, ভ্য়াকসিন এলেই যত দ্রুত সম্ভব টিকাকরণ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.