ETV Bharat / state

All Party Meeting: কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে ত্রুটিমুক্ত ভোটার তালিকার পক্ষে সওয়াল সব দলের - All Party Meeting with election commission

মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকাকে সর্বৈবভাবে ত্রুটিমুক্ত করার দাবি জানাল রাজ্যেপর সবকটি রাজনৈতিক দল ।

ETC Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 11:04 PM IST

কলকাতা, 31 অক্টোবর: জাতীয় নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে মঙ্গলবার ভোটার তালিকাকে সর্বৈবভাবে ত্রুটিমুক্ত করার দাবি জানাল রাজ্যেপর সবকটি রাজনৈতিক দল । ভুয়ো নাম, মৃত ভোটারের নাম থেকে শুরু করে ওয়ার্ড ছেড়ে অন্যত্র চলে যাওয়া ভোটারের নাম বাদ দিয়ে সব ধরনের ত্রুটিমুক্ত একটি স্বচ্ছ ও সঠিক ভোটার তালিকা প্রকাশ করার আবেদন এদিন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কাছে করেছে ৷

এদিনের সর্বদলীয় বৈঠকে বামেদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবিন দেব ও পলাশ দাস । ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে হবে বলে বৈঠকে তাঁরা দাবি জানান ৷ পাশাপাশি, ব্লক লেভেল অফিসারদের স্বচ্ছ ভূমিকা পালন করার কথাও সিপিএমের তরফে বলা হয়েছে ৷ ভোটার লিস্ট তৈরির ক্ষেত্রে ব্লক লেভেল অফিসারদের ভূমিকার কথাও এদিন মনে করিয়ে দিয়েছেন সিপিএম নেতারা ৷ সিপিএমের অভিযোগ, ভুতুড়ে ভোটারদের নামের মতো অনেক ক্ষেত্রে ভুতুড়ে আধিকারিক দেখা যাচ্ছে। আবার এমন বহু অধিকারীদের এই কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে যাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে । অনেকে আবার দুর্নীতির করার জন্য অভিযুক্ত। এদের চিহ্নিত করে কাজ থেকে সরাতে হবে ।

বামফ্রন্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে হবে । ডিইও বা ডিএমকে সব বিষয়ে সঠিক পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে যাতে সময় মতো ভোটার তালিকা পৌঁছে যায় । দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, ডায়মন্ড হারবার ফলতা-সহ বহু জায়গায় বিরোধীদের কাজ করতে দেওয়া হয় না বলেও কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম ৷

আরও পড়ুন: এই কাজে যুক্ত হলে আপনিও পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় নাম লেখাতে

সিপিএম ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ করেছে, তৃণমূলের তরফে অরূপ বিশ্বাসের তার পালটা কটাক্ষ করে জানান, এটা সিপিএমের তৈরি করা । তাই তারাই এটা বলতে পারবেন । বিজেপির পক্ষ থেকে শিশির বাজরিয়া জানান, 2004 সালের ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট অনুসারে একটি বাড়ি একটি বিধানসভা থেকে অন্য বিধানসভায় চলে গেছে । এটা বেআইনি। এমনটা কি করে হল ? এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে বলে আজ কমিশনের কাছে অভিযোগ করে বিজেপি।

কলকাতা, 31 অক্টোবর: জাতীয় নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে মঙ্গলবার ভোটার তালিকাকে সর্বৈবভাবে ত্রুটিমুক্ত করার দাবি জানাল রাজ্যেপর সবকটি রাজনৈতিক দল । ভুয়ো নাম, মৃত ভোটারের নাম থেকে শুরু করে ওয়ার্ড ছেড়ে অন্যত্র চলে যাওয়া ভোটারের নাম বাদ দিয়ে সব ধরনের ত্রুটিমুক্ত একটি স্বচ্ছ ও সঠিক ভোটার তালিকা প্রকাশ করার আবেদন এদিন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কাছে করেছে ৷

এদিনের সর্বদলীয় বৈঠকে বামেদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবিন দেব ও পলাশ দাস । ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে হবে বলে বৈঠকে তাঁরা দাবি জানান ৷ পাশাপাশি, ব্লক লেভেল অফিসারদের স্বচ্ছ ভূমিকা পালন করার কথাও সিপিএমের তরফে বলা হয়েছে ৷ ভোটার লিস্ট তৈরির ক্ষেত্রে ব্লক লেভেল অফিসারদের ভূমিকার কথাও এদিন মনে করিয়ে দিয়েছেন সিপিএম নেতারা ৷ সিপিএমের অভিযোগ, ভুতুড়ে ভোটারদের নামের মতো অনেক ক্ষেত্রে ভুতুড়ে আধিকারিক দেখা যাচ্ছে। আবার এমন বহু অধিকারীদের এই কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে যাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে । অনেকে আবার দুর্নীতির করার জন্য অভিযুক্ত। এদের চিহ্নিত করে কাজ থেকে সরাতে হবে ।

বামফ্রন্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে হবে । ডিইও বা ডিএমকে সব বিষয়ে সঠিক পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে যাতে সময় মতো ভোটার তালিকা পৌঁছে যায় । দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, ডায়মন্ড হারবার ফলতা-সহ বহু জায়গায় বিরোধীদের কাজ করতে দেওয়া হয় না বলেও কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম ৷

আরও পড়ুন: এই কাজে যুক্ত হলে আপনিও পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় নাম লেখাতে

সিপিএম ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ করেছে, তৃণমূলের তরফে অরূপ বিশ্বাসের তার পালটা কটাক্ষ করে জানান, এটা সিপিএমের তৈরি করা । তাই তারাই এটা বলতে পারবেন । বিজেপির পক্ষ থেকে শিশির বাজরিয়া জানান, 2004 সালের ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট অনুসারে একটি বাড়ি একটি বিধানসভা থেকে অন্য বিধানসভায় চলে গেছে । এটা বেআইনি। এমনটা কি করে হল ? এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে বলে আজ কমিশনের কাছে অভিযোগ করে বিজেপি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.