ETV Bharat / state

Abhishek Banerjee : পূর্ব নির্ধারিত সূচি বদল, আজ ত্রিপুরা যাচ্ছেন না অভিষেক

বাতিল করলেন পূর্ব নির্ধারিত কর্মসূচি ৷ আজ ত্রিপুরা যাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কী কারণে সফর বাতিল করলেন তিনি ? কী বলছে দল ?

আজ ত্রিপুরা যাচ্ছেন না অভিষেক
আজ ত্রিপুরা যাচ্ছেন না অভিষেক
author img

By

Published : Jul 30, 2021, 10:39 AM IST

Updated : Jul 30, 2021, 3:37 PM IST

কলকাতা, 30 জুলাই : শেষ মুহূর্তে সূচি বদল । আজ ত্রিপুরা যাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে তিনি শীঘ্রই ত্রিপুরা যাবেন তবে আজ তাঁর পূর্ব নির্ধারিত ত্রিপুরা যাত্রার সূচি শেষ মুহূর্তে বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সংক্রমণ রুখতে গোটা ত্রিপুরা জুড়ে দুপুর দু'টোর পর জারি হচ্ছে কারফিউ । এই অবস্থায় ত্রিপুরা গেলে বহু মানুষ তাঁকে দেখতে ভিড় করবেন । সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে মহামারি আইনে পদক্ষেপ নিতে পারে বিপ্লব দেবের সরকার । মূলত এই কথা বিবেচনা করেই শেষ মুহূর্তে পিছিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল সূত্রের খবর, করোনা আবহে দুপুর দু'টোর পর থেকে যতদিন ত্রিপুরায় কারফিউ চলবে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন না । কারফিউ উঠলে তিনি ত্রিপুরা গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা গেলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক নেতা কর্মী তৃণমূলে যোগ দিতে পারেন ৷ এমনকি ত্রিপুরার পার্বত্য এলাকায় যে আঞ্চলিক দলগুলি রয়েছে তাদের সঙ্গেও জোট নিয়ে আলোচনা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর ৷

আরও পড়ুন : Ajanta Biswas : অনিল-কন্যা অজন্তার লেখা জাগো বাংলায়, চরম বিড়ম্বনায় সিপিএম

এদিন অভিষেকের ত্রিপুরা যাওয়া বাতিলের বিষয়ে সে রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস লালসিং জানান, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় না আসলেও শীঘ্রই তিনি ত্রিপুরার মাটিতে পা দেবেন । শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ নেতা ত্রিপুরা আসবেন । ত্রিপুরার মানুষ বিপ্লব দেবের সরকারের শাসন থেকে মুক্তি চায় । তাই মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একাধিক নেতা-নেত্রী
ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একাধিক নেতা-নেত্রী

এদিকে বৃহস্পতিবার ব্রাত্য বসুর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আটজন নেতা এবং নেত্রী তৃণমূলে যোগ দেন । এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, "বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিরোধী নেতা-নেত্রীরা এই মুহূর্তে তৃণমূলে যোগ দিতে চাইছেন । ত্রিপুরার মানুষ বিপ্লবদেবের সরকারকে উৎখাত করতে চায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীদিনে এখানে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবেই । আমরা ত্রিপুরার মানুষের পালস্ বুঝতে পারছি । তারা এই সরকারের পরিবর্তন চায় ।"

আরও পড়ুন : I-PAC-Tripura : জামিনে মুক্ত 23 আইপ্যাক কর্মী, এবার ত্রিপুরাতেও খেলা হবে স্লোগান ডেরেক-ব্রাত্যর

কলকাতা, 30 জুলাই : শেষ মুহূর্তে সূচি বদল । আজ ত্রিপুরা যাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে তিনি শীঘ্রই ত্রিপুরা যাবেন তবে আজ তাঁর পূর্ব নির্ধারিত ত্রিপুরা যাত্রার সূচি শেষ মুহূর্তে বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সংক্রমণ রুখতে গোটা ত্রিপুরা জুড়ে দুপুর দু'টোর পর জারি হচ্ছে কারফিউ । এই অবস্থায় ত্রিপুরা গেলে বহু মানুষ তাঁকে দেখতে ভিড় করবেন । সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে মহামারি আইনে পদক্ষেপ নিতে পারে বিপ্লব দেবের সরকার । মূলত এই কথা বিবেচনা করেই শেষ মুহূর্তে পিছিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল সূত্রের খবর, করোনা আবহে দুপুর দু'টোর পর থেকে যতদিন ত্রিপুরায় কারফিউ চলবে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন না । কারফিউ উঠলে তিনি ত্রিপুরা গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা গেলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক নেতা কর্মী তৃণমূলে যোগ দিতে পারেন ৷ এমনকি ত্রিপুরার পার্বত্য এলাকায় যে আঞ্চলিক দলগুলি রয়েছে তাদের সঙ্গেও জোট নিয়ে আলোচনা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর ৷

আরও পড়ুন : Ajanta Biswas : অনিল-কন্যা অজন্তার লেখা জাগো বাংলায়, চরম বিড়ম্বনায় সিপিএম

এদিন অভিষেকের ত্রিপুরা যাওয়া বাতিলের বিষয়ে সে রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস লালসিং জানান, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় না আসলেও শীঘ্রই তিনি ত্রিপুরার মাটিতে পা দেবেন । শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ নেতা ত্রিপুরা আসবেন । ত্রিপুরার মানুষ বিপ্লব দেবের সরকারের শাসন থেকে মুক্তি চায় । তাই মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একাধিক নেতা-নেত্রী
ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন একাধিক নেতা-নেত্রী

এদিকে বৃহস্পতিবার ব্রাত্য বসুর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আটজন নেতা এবং নেত্রী তৃণমূলে যোগ দেন । এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, "বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিরোধী নেতা-নেত্রীরা এই মুহূর্তে তৃণমূলে যোগ দিতে চাইছেন । ত্রিপুরার মানুষ বিপ্লবদেবের সরকারকে উৎখাত করতে চায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীদিনে এখানে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবেই । আমরা ত্রিপুরার মানুষের পালস্ বুঝতে পারছি । তারা এই সরকারের পরিবর্তন চায় ।"

আরও পড়ুন : I-PAC-Tripura : জামিনে মুক্ত 23 আইপ্যাক কর্মী, এবার ত্রিপুরাতেও খেলা হবে স্লোগান ডেরেক-ব্রাত্যর

Last Updated : Jul 30, 2021, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.