ETV Bharat / state

প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে মিছিল ভোটকর্মীদের - booths

"কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে DC-তে গিয়ে আমরা আমাদের দায়িত্ব বয়কট করব।" আজ এই দাবিতে কলকাতার মিছিল করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের।

ভোটকর্মীদের মিছিল
author img

By

Published : Apr 8, 2019, 10:54 PM IST

কলকাতা, ৮ এপ্রিল: প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতায় মিছিল করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আজ তারা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। এরপর তারা মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

ভিডিয়োয় শুনুন কিংকর অধিকারীর বক্তব্য

ঐক্যমঞ্চের তরফে কিংকর অধিকারী বলেন, "আমরা আজ নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি। ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়ে আমরা তাঁর কাছ থেকে সুনিশ্চিত প্রতিশ্রুতি চাই। কেন্দ্রীয় বাহিনী সহ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে DC-তে গিয়ে আমরা আমাদের দায়িত্ব বয়কট করব। জীবন রক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এরপরেই আমরা গণতান্ত্রিক এই নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব। এখান থেকে আমরা নির্বাচন কমিশনে গিয়ে CEO-র কাছে ডেপুটেশন জমা দেব।"

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে চেতলা গার্লস হাইস্কুলে ভোট প্রশিক্ষণের দিন বিক্ষোভ দেখিয়েছিলেন ভোটকর্মীরা। রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ভোটকর্মীরা। গত বছর পঞ্চায়েত ভোটের সময় প্রিজ়াইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই বছর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ করছেন ভোটকর্মীরা। ক্যানিং, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হুগলি সহ বিভিন্ন জায়গায় এই একই দাবিতে বিক্ষোভ দেখানো হয়।

কলকাতা, ৮ এপ্রিল: প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতায় মিছিল করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আজ তারা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। এরপর তারা মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

ভিডিয়োয় শুনুন কিংকর অধিকারীর বক্তব্য

ঐক্যমঞ্চের তরফে কিংকর অধিকারী বলেন, "আমরা আজ নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি। ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়ে আমরা তাঁর কাছ থেকে সুনিশ্চিত প্রতিশ্রুতি চাই। কেন্দ্রীয় বাহিনী সহ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে DC-তে গিয়ে আমরা আমাদের দায়িত্ব বয়কট করব। জীবন রক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এরপরেই আমরা গণতান্ত্রিক এই নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব। এখান থেকে আমরা নির্বাচন কমিশনে গিয়ে CEO-র কাছে ডেপুটেশন জমা দেব।"

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে চেতলা গার্লস হাইস্কুলে ভোট প্রশিক্ষণের দিন বিক্ষোভ দেখিয়েছিলেন ভোটকর্মীরা। রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ভোটকর্মীরা। গত বছর পঞ্চায়েত ভোটের সময় প্রিজ়াইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই বছর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ করছেন ভোটকর্মীরা। ক্যানিং, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হুগলি সহ বিভিন্ন জায়গায় এই একই দাবিতে বিক্ষোভ দেখানো হয়।

Intro:কলকাতা, ৮ এপ্রিল: প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ কলকাতার রাজপথে নামল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। এর আগে চেতলা গার্লস হাইস্কুলে ভোট প্রশিক্ষণের দিন একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন ভোটকর্মী শিক্ষকরা। রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ভোটকর্মীরা। এবার কলকাতার রাজপথে মিছিল করে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুললেন ভোটকর্মীদের একাংশ।

Body:শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের কিংকর অধিকারী বলেন, “আমরা আজ নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি। আমরা তার কাছে সুনিশ্চিত প্রতিশ্রুতি চাই যে ভোট কর্মীরা তাঁরা ভোটের দায়িত্ব পালন করতে যাবেন ঠিকই। কিন্তু, তাঁদের সবার নিরাপত্তা চাই। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তা যদি ভোটকর্মীদের না দেওয়া হয় তাহলে ইসিতে গিয়ে আমরা আমাদের দায়িত্ব বয়কট করব। কেননা এটা আমাদের মৌলিক অধিকার, জীবন রক্ষার যে অধিকার। ফলে, আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তাঁর মধ্যে দিয়েই গণতান্ত্রিক এই নির্বাচন প্রক্রিয়াতে আমরা অংশগ্রহণ করব। এটাই আমাদের মূল দাবি এবং এই দাবিতেই আমাদের মিছিল ধর্মতলা পর্যন্ত।”

শুধু মিছিল নয়, নিজেদের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হবেন বলে জানান বিক্ষোভকারীরা। কিংকর অধিকারী বলেন, “এখান থেকে আমরা নির্বাচন কমিশনের দপ্তরে যাব। মূখ্য নির্বাচন আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দেব। আমরা আগেও দু'বার ডেপুটেশন দিয়েছি, আজকে আবার যাচ্ছি। আমরা চাই নিরাপত্তার বিষয়টি তাঁরা সুনিশ্চিত করুক। তার মধ্য দিয়েই আমরা ডিউটি দেব।” গত বছর পঞ্চায়েত ভোটের সময় প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এ বছর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ করছেন ভোটকর্মীরা। ক্যানিং, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হুগলি সহ বিভিন্ন জায়গায় এই একই দাবিতে বিক্ষোভ হয়েছে। এবার কলকাতার রাজপথেও এই দাবি নিয়ে নামলেন ভোটকর্মীদের একাংশ।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.