ETV Bharat / state

সমস্ত গুজব উড়িয়ে সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

আজ সকালে শহরের বেশ কয়েকটি সোশাল মিডিয়ায় ভুল খবর ছড়ানো হয়। বলা হয়, গুরুতর অসুস্থ হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভরতি হয়েছেন। কোথাও বলা হয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ছবি
ছবি
author img

By

Published : May 9, 2020, 11:47 PM IST

কলকাতা, 9 মে : সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । আজ সকালে বেশ কিছু সোশাল মিডিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একাধিক গুজব ছড়াতে শুরু করে। তড়িঘড়ি CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো খবরটিকে ভিত্তিহীন বলে একটি বিবৃতি দেন। তিনি বলেন, "যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।" দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে এই বার্তা দ্রুত পাঠিয়ে দেওয়া হয় রাজ্যের সংবাদমাধ্যমগুলির দপ্তরে।

আজ সকালে শহরের বেশ কয়েকটি সোশাল মিডিয়ায় ভুল খবর ছড়ানো হয়। বলা হয়, গুরুতর অসুস্থ হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভরতি হয়েছেন। কোথাও বলা হয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়ার খবরে উদ্বিগ্ন হয়ে দলীয় কর্মী সমর্থকরা ঘনঘন ফোন করতে শুরু করেন পার্টির রাজ্য দপ্তরে। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একটি বিবৃতি দেন। জানান, এই খবর ভিত্তিহীন । জানা গেছে, সমগ্র বিষয়টি নিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই গুজব ছড়াচ্ছে, তা নিয়েও উদ্বিগ্ন দলের রাজ্য দপ্তর।

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করেছেন। নিয়মমতো সকাবেলা ঘুম থেকে উঠে রবীন্দ্রনাথের গান শুনেছেন প্রতিদিনের মতো। বাড়িতেই রয়েছেন । তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। তিনি শুনেছেন, সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে। পরিবারের লোকের সঙ্গে বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন তিনি।

কলকাতা, 9 মে : সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । আজ সকালে বেশ কিছু সোশাল মিডিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একাধিক গুজব ছড়াতে শুরু করে। তড়িঘড়ি CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো খবরটিকে ভিত্তিহীন বলে একটি বিবৃতি দেন। তিনি বলেন, "যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।" দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে এই বার্তা দ্রুত পাঠিয়ে দেওয়া হয় রাজ্যের সংবাদমাধ্যমগুলির দপ্তরে।

আজ সকালে শহরের বেশ কয়েকটি সোশাল মিডিয়ায় ভুল খবর ছড়ানো হয়। বলা হয়, গুরুতর অসুস্থ হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভরতি হয়েছেন। কোথাও বলা হয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়ার খবরে উদ্বিগ্ন হয়ে দলীয় কর্মী সমর্থকরা ঘনঘন ফোন করতে শুরু করেন পার্টির রাজ্য দপ্তরে। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একটি বিবৃতি দেন। জানান, এই খবর ভিত্তিহীন । জানা গেছে, সমগ্র বিষয়টি নিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই গুজব ছড়াচ্ছে, তা নিয়েও উদ্বিগ্ন দলের রাজ্য দপ্তর।

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করেছেন। নিয়মমতো সকাবেলা ঘুম থেকে উঠে রবীন্দ্রনাথের গান শুনেছেন প্রতিদিনের মতো। বাড়িতেই রয়েছেন । তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। তিনি শুনেছেন, সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে। পরিবারের লোকের সঙ্গে বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.