কলকাতা, 21 সেপ্টেম্বর : রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত ৷ আরও বিপাকে পড়লেও এখনই হাল ছাড়ছেন না তিনি ৷ আগামীকাল কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে পারেন বলে সূত্রের খবর ৷
হাইকোর্টের রায়ের পর মঙ্গলবার বারাসতের বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানান রাজীব ৷ কিন্তু, তাদের এক্তিয়ারে নেই বলে সেই আবেদন গ্রহণ করেনি আদালত ৷ এরপর বারাসত জেলা আদালতে রাজীব আগাম জামিনের আবেদন জানালেও সেটি সঠিক ফোরাম নয় বলে জানান বিচারক শব্বর রশিদি ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার আলিপুর আদালত জানায়, চাইলেই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারে CBI ৷ এরপর গতকাল আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান রাজীব ৷ আজ সেই আবেদন খারিজ দেন বিচারক ৷
এই সংক্রান্ত আরও খবর : আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের
চুপ করে বসে নেই CBI ৷ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আজ ভবানী ভবনে যান CBI-এর একটি দল ৷ অনুমতি না নিয়েই তাঁরা CID-এর সদর দপ্তরে ঢুকে পড়েন বলে অভিযোগ ৷ সেখানে প্রায় এক ঘণ্টা থাকলেও খোঁজ পাওয়া যায়নি রাজীবের ৷ বিকেলের দিকে পূজালির একটি হাসপাতালে রাজীবের খোঁজে যান CBI অফিসাররা ৷ সেখান থেকেও তাঁদের খালি হাতে ফিরতে হয় ৷ যদিও রাজীবকে খুঁজে বের করতে কোনও কসুর রাখতে চাইছে না CBI ৷ আগামীকাল CBI অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর ৷ জারি থাকবে রাজীবের খোঁজ ৷
এই সংক্রান্ত আরও খবর : 'অনুমতি না নিয়েই' ভবানী ভবনের অন্দরে CBI দল, খোঁজ চলছে রাজীবের