ETV Bharat / state

Akhilesh Yadav in Kolkata: বিজেপিকে হঠানোই লক্ষ্য ! মমতার সঙ্গে বৈঠকের আগে বার্তা অখিলেশের

কলকাতা পৌঁছলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav in Kolkata) ৷ শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক (Akhilesh Mamata Meeting) করবেন তিনি ৷ চব্বিশের ভোটের রণকৌশল ঠিক করতেই এই সাক্ষাৎ বলে বার্তা সপা নেতার ৷

Akhilesh Yadav reach Kolkata to meet Mamata Banerjee
ফাইল ছবি
author img

By

Published : Mar 17, 2023, 12:55 PM IST

Updated : Mar 17, 2023, 2:23 PM IST

কলকাতায় এলেন অখিলেশ যাদব

কলকাতা, 17 মার্চ: কলকাতায় পা দিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অখিলেশ যাদব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্টই জানালেন, তাঁর প্রাথমিক লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুতচ করা। পাশাপাশি তিনি জানান, বিরোধীদের বিব্রত করতে ইডি থেকে শুরু করে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বিকেল 5টায় কালীঘাটের বাড়িতে মুখোমুখি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Mamata Meeting) ৷ এদিন সকালে বিমানে কলকাতা পৌঁছন অখিলেশ (Akhilesh Yadav in Kolkata) ৷ এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে, মমতার সঙ্গে বৈঠকের সম্ভাব্য আলোচ্য আগেভাগে সংবাদমাধ্যমের সামনে ভাঙতে রাজি হননি মুলায়ম-পুত্র ৷

এদিন বিমানবন্দরে অখিলেশ বার্তা দেন, মূলত চব্বিশের লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই মমতার সঙ্গে আলোচনা করবেন তিনি ৷ অখিলেশের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক সমস্যা, দারিদ্র্য দূরীকরণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চায় না ৷ বদলে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিব্রত করাই তাদের লক্ষ্য ! এমনকী, কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্যই আজ ভারতের অর্থনৈতিক অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন অখিলেশ ৷ মনে করা হচ্ছে, চব্বিশের নির্বাচনে এই বিষয়গুলি বিজেপির বিরুদ্ধে ইস্যু করতে পারে বিরোধীরা ৷ তবে এ নিয়ে অখিলেশ খোলাখুলি কিছু বলতে রাজি হননি ৷

কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, বিজেপি যেসমস্ত রাজনৈতিকদলকে ভয় পায়, তাদের বিরুদ্ধে ইডি ও সিবিআইকে ব্যবহার করে ৷ বাংলায় যেমন তৃণমূলের বহু নেতা, মন্ত্রী ইডি, সিবিআইয়ের জালে জেলবন্দি, তেমনই উত্তরপ্রদেশেও সপা-র বহু নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ অখিলেশ ৷

ইতিমধ্যেই চব্বিশের সাধারণ নির্বাচনে 'একলা চলো'র সিদ্ধান্ত ঘোষণা করেছেন মমতা ৷ জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে তাঁর দল একা লড়াই করবে ৷ বিশেষ করে মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের পর বাম-বিজেপি-কংগ্রেসের আঁতাতের তত্ত্ব আরও জোরদার করেছে তৃণমূল কংগ্রেস ৷ এই অবস্থায় চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত তৃণমূলের কোনওরকম জোটে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কিন্তু, তাতে জাতীয়স্তরে রাজনৈতিক বোঝাপড়ার অবকাশ শেষ হয়ে যায় না ৷

এর আগেও জাতীয়স্তরে অবিজেপি ও অকংগ্রেসি দলগুলির সঙ্গে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ের উদ্য়োগ নিয়েছেন মমতা ৷ কিন্তু, তাঁর সেই উদ্যোগ বিশেষ সফল হয়নি ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায় দুঁদে রাজনীতিক ৷ একবার বিফল হলেই হাল ছেড়ে দেওয়ার পাত্রী তিনি নন ৷ এই প্রেক্ষাপটে শুক্রবার নিজের বাড়িতেই অখিলেশের সঙ্গে বৈঠকে বসছেন তিনি ৷

আরও পড়ুন: সময়ের আগেই কলকাতায় ছাত্র-যুব সমাবেশের ডাক অভিষেকের

এদিকে, সূত্রের খবর, চলতি মাসেই ওডিশা সফরে যাবেন মমতা ৷ খুব সম্ভবত, ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক হবে তাঁর ৷ এসব দেখে ওয়াকিবহাল মহলের ব্যাখ্য়া, বাংলায় একা লড়াইয়ের কথা বললেও চব্বিশের লোকসভা নির্বাচনে জাতীয়স্তরে ফের একবার রাজনৈতিক বোঝাপড়ার পথে হাঁটতে পারেন মমতা ৷ অখিলেশ, নবীনের মতো নেতাদের সঙ্গে বৈঠক তারই আভাস বলে মনে করা হচ্ছে ৷

কলকাতায় এলেন অখিলেশ যাদব

কলকাতা, 17 মার্চ: কলকাতায় পা দিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অখিলেশ যাদব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্টই জানালেন, তাঁর প্রাথমিক লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুতচ করা। পাশাপাশি তিনি জানান, বিরোধীদের বিব্রত করতে ইডি থেকে শুরু করে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বিকেল 5টায় কালীঘাটের বাড়িতে মুখোমুখি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Mamata Meeting) ৷ এদিন সকালে বিমানে কলকাতা পৌঁছন অখিলেশ (Akhilesh Yadav in Kolkata) ৷ এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে, মমতার সঙ্গে বৈঠকের সম্ভাব্য আলোচ্য আগেভাগে সংবাদমাধ্যমের সামনে ভাঙতে রাজি হননি মুলায়ম-পুত্র ৷

এদিন বিমানবন্দরে অখিলেশ বার্তা দেন, মূলত চব্বিশের লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই মমতার সঙ্গে আলোচনা করবেন তিনি ৷ অখিলেশের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক সমস্যা, দারিদ্র্য দূরীকরণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চায় না ৷ বদলে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিব্রত করাই তাদের লক্ষ্য ! এমনকী, কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্যই আজ ভারতের অর্থনৈতিক অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন অখিলেশ ৷ মনে করা হচ্ছে, চব্বিশের নির্বাচনে এই বিষয়গুলি বিজেপির বিরুদ্ধে ইস্যু করতে পারে বিরোধীরা ৷ তবে এ নিয়ে অখিলেশ খোলাখুলি কিছু বলতে রাজি হননি ৷

কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, বিজেপি যেসমস্ত রাজনৈতিকদলকে ভয় পায়, তাদের বিরুদ্ধে ইডি ও সিবিআইকে ব্যবহার করে ৷ বাংলায় যেমন তৃণমূলের বহু নেতা, মন্ত্রী ইডি, সিবিআইয়ের জালে জেলবন্দি, তেমনই উত্তরপ্রদেশেও সপা-র বহু নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ অখিলেশ ৷

ইতিমধ্যেই চব্বিশের সাধারণ নির্বাচনে 'একলা চলো'র সিদ্ধান্ত ঘোষণা করেছেন মমতা ৷ জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে তাঁর দল একা লড়াই করবে ৷ বিশেষ করে মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের পর বাম-বিজেপি-কংগ্রেসের আঁতাতের তত্ত্ব আরও জোরদার করেছে তৃণমূল কংগ্রেস ৷ এই অবস্থায় চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত তৃণমূলের কোনওরকম জোটে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কিন্তু, তাতে জাতীয়স্তরে রাজনৈতিক বোঝাপড়ার অবকাশ শেষ হয়ে যায় না ৷

এর আগেও জাতীয়স্তরে অবিজেপি ও অকংগ্রেসি দলগুলির সঙ্গে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ের উদ্য়োগ নিয়েছেন মমতা ৷ কিন্তু, তাঁর সেই উদ্যোগ বিশেষ সফল হয়নি ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায় দুঁদে রাজনীতিক ৷ একবার বিফল হলেই হাল ছেড়ে দেওয়ার পাত্রী তিনি নন ৷ এই প্রেক্ষাপটে শুক্রবার নিজের বাড়িতেই অখিলেশের সঙ্গে বৈঠকে বসছেন তিনি ৷

আরও পড়ুন: সময়ের আগেই কলকাতায় ছাত্র-যুব সমাবেশের ডাক অভিষেকের

এদিকে, সূত্রের খবর, চলতি মাসেই ওডিশা সফরে যাবেন মমতা ৷ খুব সম্ভবত, ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক হবে তাঁর ৷ এসব দেখে ওয়াকিবহাল মহলের ব্যাখ্য়া, বাংলায় একা লড়াইয়ের কথা বললেও চব্বিশের লোকসভা নির্বাচনে জাতীয়স্তরে ফের একবার রাজনৈতিক বোঝাপড়ার পথে হাঁটতে পারেন মমতা ৷ অখিলেশ, নবীনের মতো নেতাদের সঙ্গে বৈঠক তারই আভাস বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Mar 17, 2023, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.