ETV Bharat / state

বন্ধ হল না মেট্রোর দরজা, হয়রানি যাত্রীদের - ফের মেট্রো বিভ্রাট

ময়দানে স্টেশনে একটি নন এসি রেকের দরজা বন্ধ না হওয়ায় বিপত্তি ৷ বহু চেষ্টার পরও একটি কোচের দরজা বন্ধ না হওয়ায় মেট্রোটি খালি করে কারশেডে পাঠানো হয় ৷

মেট্রো
author img

By

Published : Sep 13, 2019, 12:48 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : ফের মেট্রো বিভ্রাট ৷ ময়দানে স্টেশনে একটি নন এসি রেকের দরজা বন্ধ না হওয়ায় বিপত্তি ৷ বহু চেষ্টার পরও একটি কোচের দরজা বন্ধ না হওয়ায় মেট্রোটি খালি করে কারশেডে পাঠানো হয় ৷

আজ সকাল 9টা 52 নাগাদ নন এসি দমদমগামী একটি মেট্রো ময়দান স্টেশন থামে ৷ এরপরই রেকের একটি কোচের দরজায় সমস্যা দেখা যায় ৷ মেট্রো থামার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলেও সেটি বন্ধ হচ্ছিল না ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান মেট্রো রেলের কর্মীরা ৷ তাঁরা বহু চেষ্টার পর দরজাটি বন্ধ না হওয়ায় রেকটি খালি করার সিদ্ধান্ত নেয় মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ অবশেষে 10টা 10 নাগাদ ট্রেনটি খালি করে কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় ৷ এর জেরে প্রায় 20 মিনিট ব্যাহত হয় মেট্রো চলাচল ৷ দিনের ব্যস্ত সময়ে মেট্রোর এই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা ৷

মেট্রোরেল সূত্রে খবর, ট্রেনটির ওই দরজা যান্ত্রিকভাবে বন্ধ করা হয় । এখন ট্রেনটির দরজা স্বাভাবিক ভাবেই কাজ করছে । যদিও সেই ট্রেনটির অন্যান্য কোচের গেটে কোনও সমস্যা হয়নি ।

কলকাতা, 13 সেপ্টেম্বর : ফের মেট্রো বিভ্রাট ৷ ময়দানে স্টেশনে একটি নন এসি রেকের দরজা বন্ধ না হওয়ায় বিপত্তি ৷ বহু চেষ্টার পরও একটি কোচের দরজা বন্ধ না হওয়ায় মেট্রোটি খালি করে কারশেডে পাঠানো হয় ৷

আজ সকাল 9টা 52 নাগাদ নন এসি দমদমগামী একটি মেট্রো ময়দান স্টেশন থামে ৷ এরপরই রেকের একটি কোচের দরজায় সমস্যা দেখা যায় ৷ মেট্রো থামার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলেও সেটি বন্ধ হচ্ছিল না ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান মেট্রো রেলের কর্মীরা ৷ তাঁরা বহু চেষ্টার পর দরজাটি বন্ধ না হওয়ায় রেকটি খালি করার সিদ্ধান্ত নেয় মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ অবশেষে 10টা 10 নাগাদ ট্রেনটি খালি করে কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় ৷ এর জেরে প্রায় 20 মিনিট ব্যাহত হয় মেট্রো চলাচল ৷ দিনের ব্যস্ত সময়ে মেট্রোর এই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা ৷

মেট্রোরেল সূত্রে খবর, ট্রেনটির ওই দরজা যান্ত্রিকভাবে বন্ধ করা হয় । এখন ট্রেনটির দরজা স্বাভাবিক ভাবেই কাজ করছে । যদিও সেই ট্রেনটির অন্যান্য কোচের গেটে কোনও সমস্যা হয়নি ।

Intro:আবার দেখা দিল মেট্রোতে সমস্যা। এবার একটি নন এসি রেকের দরজা বন্ধ না হওয়ায় সেই রেকটি খালি করে ট্রেনটি চালানো হয়। Body:শুক্রবার সকাল 09:52 নাগাদ একটি নন এসি যেটি কবি সুভাষ স্টেশনের যাচ্ছিল ময়দান স্টেশনের পৌঁছে ট্রেনটির একটি দরজা বন্ধ হতে সমস্যা হয়। তারপর তড়িঘড়ি সেই রেকটি খালি করে দেওয়া হয়।

যেদিকে মোটর মানের কোচ সেই দিক থেকে দ্বিতীয় কোচে সমস্যা দেখা দেয়। মময়দান স্টেশনে রেকটিকে খালি করে আবার 10:10 নাগাদ ট্রেনটিকে কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।Conclusion:মেট্রোরেল সূত্রে খবর ট্রেনটির ওই দরজাটিকে যান্ত্রিকভাবে বন্ধ করা হয়। এখন ট্রেনটির দরজা স্বাভাবিক ভাবেই কাজ করছে। যদিও সেই ট্রেনটির অন্যান্য রেকের গেটে কোনও সমস্যা হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.