কলকাতা, 13 সেপ্টেম্বর : ফের মেট্রো বিভ্রাট ৷ ময়দানে স্টেশনে একটি নন এসি রেকের দরজা বন্ধ না হওয়ায় বিপত্তি ৷ বহু চেষ্টার পরও একটি কোচের দরজা বন্ধ না হওয়ায় মেট্রোটি খালি করে কারশেডে পাঠানো হয় ৷
আজ সকাল 9টা 52 নাগাদ নন এসি দমদমগামী একটি মেট্রো ময়দান স্টেশন থামে ৷ এরপরই রেকের একটি কোচের দরজায় সমস্যা দেখা যায় ৷ মেট্রো থামার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলেও সেটি বন্ধ হচ্ছিল না ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান মেট্রো রেলের কর্মীরা ৷ তাঁরা বহু চেষ্টার পর দরজাটি বন্ধ না হওয়ায় রেকটি খালি করার সিদ্ধান্ত নেয় মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ অবশেষে 10টা 10 নাগাদ ট্রেনটি খালি করে কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় ৷ এর জেরে প্রায় 20 মিনিট ব্যাহত হয় মেট্রো চলাচল ৷ দিনের ব্যস্ত সময়ে মেট্রোর এই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা ৷
মেট্রোরেল সূত্রে খবর, ট্রেনটির ওই দরজা যান্ত্রিকভাবে বন্ধ করা হয় । এখন ট্রেনটির দরজা স্বাভাবিক ভাবেই কাজ করছে । যদিও সেই ট্রেনটির অন্যান্য কোচের গেটে কোনও সমস্যা হয়নি ।