ETV Bharat / state

Weather Forecast: রাজ্যে বৃষ্টির পরিমাণ কমতেই বাড়তে চলেছে ভাদ্রের গরম - west-bengal

রাজ্যে নিম্নচাপের প্রভাব কেটে যেতেই আজ থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রার পারদ ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতিও বাড়বে রাজ্যে । তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রাজ্যে ৷

Weather Forecast
রাজ্যে বৃষ্টির পরিমাণ কমতেই বাড়বে ভাদ্রের গরম
author img

By

Published : Sep 9, 2021, 7:03 AM IST

Updated : Sep 9, 2021, 8:14 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : নিম্নচাপের প্রভাব কেটে যেতেই ফের রাজ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ । দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতেই ফের বাড়ছে তাপমাত্রার প্রভাব । লাগাতার বৃষ্টি দাপটে ভাদ্র মাসের অস্বস্তিকর গরম থেকে বেশকিছুদিন রেহাই মিলেছিল । তবে আজ থেকে ফের রোদের তাপ বৃদ্ধি পাবে রাজ্যে । সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতিও বাড়বে । এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ ছত্তিশগড় থেকে এগিয়ে মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে । দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই তাপদাহ থেকে ফের রেহাই মিলতে পারে আগামী শনিবার বা তারপর । বঙ্গোপসাগরের উপর শনিবার নাগাদ তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ । উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপ পরবর্তী সময় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে । এর প্রভাবের আগামী শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: উদ্বেগ বাড়িয়ে ফের সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । শহরে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি বাড়বে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তাপের দাপট বাড়বে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 0.4 মিলিমিটার ।

কলকাতা, 9 সেপ্টেম্বর : নিম্নচাপের প্রভাব কেটে যেতেই ফের রাজ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ । দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতেই ফের বাড়ছে তাপমাত্রার প্রভাব । লাগাতার বৃষ্টি দাপটে ভাদ্র মাসের অস্বস্তিকর গরম থেকে বেশকিছুদিন রেহাই মিলেছিল । তবে আজ থেকে ফের রোদের তাপ বৃদ্ধি পাবে রাজ্যে । সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতিও বাড়বে । এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ ছত্তিশগড় থেকে এগিয়ে মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে । দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই তাপদাহ থেকে ফের রেহাই মিলতে পারে আগামী শনিবার বা তারপর । বঙ্গোপসাগরের উপর শনিবার নাগাদ তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ । উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপ পরবর্তী সময় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে । এর প্রভাবের আগামী শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: উদ্বেগ বাড়িয়ে ফের সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । শহরে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি বাড়বে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তাপের দাপট বাড়বে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 0.4 মিলিমিটার ।

Last Updated : Sep 9, 2021, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.