ETV Bharat / state

10 বছর পর জামিনে মুক্ত ইউএপিএ অভিযুক্ত অখিল ঘোষ

10 বছর আগে গ্রেপ্তার করা হলেও কোনও চার্জ গঠন হয়নি। তাই আদালত জামিন দেয় অভিযুক্তদের।

after-10-years-uapa-accused-akhil-ghosh-got-bail
হাইকোর্ট
author img

By

Published : Mar 3, 2021, 11:09 AM IST

কলকাতা, 3 মার্চ : 10 বছর পর জামিনে মুক্ত হলেন ইউএপিএ ধারায় অভিযুক্ত অখিল ঘোষ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ গতকাল তাঁকে জামিন দেন।


অখিল ঘোষ, সুদীপ চোংদার সহ আরও দুই ব্যক্তিকে 2010 সালের 4 ডিসেম্বর প্রিন্সেপ ঘাট এলাকা থেকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছিল কিছু ওয়াকিটকি, যেগুলি সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল বলে অভিযোগ। 2011 সালের 29 এপ্রিল তাঁদের বিরুদ্ধে চার্জশিট ফাইল হলেও এখনও পর্যন্ত ওই মামলায় চার্জ গঠন হয়নি।

আরও পড়ুন- ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান


অখিল ও তাঁর সঙ্গীদের আইপিসি 121, 121 এ, 122 এবং 120 বি এবং ইউএপিএ আইনের 16,18 এবং 20 ধারায় অভিযুক্ত করা হয়। কিন্তু দশ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত নিম্ন আদালতে এই মামলার চার্জ গঠন হয়নি।

মামলার শুনানিতে অভিযুক্তদের তরফে আইনজীবী কৌশিক গুপ্ত ও অরিজিৎ বাগচি বলেন, "2011 সালে চার্জশিট পেশ হয়েছে। অথচ 10 বছরে আদালত চার্জ গঠন করতে পারেনি। এটা সংবিধানের 21 ধারায় জীবন ও স্বাধীনতার অধিকারের পরিপন্থী। তাই অবিলম্বে অখিল ঘোষের জামিন মঞ্জুর করা উচিত। এই ব্যাপারে সুপ্রিমকোর্টের একাধিক নির্দেশও রয়েছে বলে আইনজীবীরা উল্লেখ করেন। ইউনিয়ন অফ ইন্ডিয়া ও কে এন নাজিব মামলায় সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল, "এই ধরনের দেরিতে অভিযুক্তের মৌলিক অধিকার খর্ব করা হয়। এটা মানবাধিকারের বিরোধী।" এরপরই ডিভিশন বেঞ্চ অখিল ঘোষের জামিন মঞ্জুর করে।

কলকাতা, 3 মার্চ : 10 বছর পর জামিনে মুক্ত হলেন ইউএপিএ ধারায় অভিযুক্ত অখিল ঘোষ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ গতকাল তাঁকে জামিন দেন।


অখিল ঘোষ, সুদীপ চোংদার সহ আরও দুই ব্যক্তিকে 2010 সালের 4 ডিসেম্বর প্রিন্সেপ ঘাট এলাকা থেকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছিল কিছু ওয়াকিটকি, যেগুলি সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল বলে অভিযোগ। 2011 সালের 29 এপ্রিল তাঁদের বিরুদ্ধে চার্জশিট ফাইল হলেও এখনও পর্যন্ত ওই মামলায় চার্জ গঠন হয়নি।

আরও পড়ুন- ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান


অখিল ও তাঁর সঙ্গীদের আইপিসি 121, 121 এ, 122 এবং 120 বি এবং ইউএপিএ আইনের 16,18 এবং 20 ধারায় অভিযুক্ত করা হয়। কিন্তু দশ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত নিম্ন আদালতে এই মামলার চার্জ গঠন হয়নি।

মামলার শুনানিতে অভিযুক্তদের তরফে আইনজীবী কৌশিক গুপ্ত ও অরিজিৎ বাগচি বলেন, "2011 সালে চার্জশিট পেশ হয়েছে। অথচ 10 বছরে আদালত চার্জ গঠন করতে পারেনি। এটা সংবিধানের 21 ধারায় জীবন ও স্বাধীনতার অধিকারের পরিপন্থী। তাই অবিলম্বে অখিল ঘোষের জামিন মঞ্জুর করা উচিত। এই ব্যাপারে সুপ্রিমকোর্টের একাধিক নির্দেশও রয়েছে বলে আইনজীবীরা উল্লেখ করেন। ইউনিয়ন অফ ইন্ডিয়া ও কে এন নাজিব মামলায় সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল, "এই ধরনের দেরিতে অভিযুক্তের মৌলিক অধিকার খর্ব করা হয়। এটা মানবাধিকারের বিরোধী।" এরপরই ডিভিশন বেঞ্চ অখিল ঘোষের জামিন মঞ্জুর করে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.